Breaking



Showing posts with label ইতিহাস - History. Show all posts
Showing posts with label ইতিহাস - History. Show all posts

Wednesday, April 12, 2023

April 12, 2023

History MCQ Question & Answer Part - 06 For All Competitive Exam

History MCQ Question & Answer Part - 06 For All Competitive Exam
History MCQ Question & Answer Part - 06
Hello বন্ধুরা,
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ইতিহাস বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
ইতিহাস প্রশ্নোত্তর পর্ব - ছয় 



1. মোঘল সাম্রাজ্যের সবথেকে বেশি দিন ধরে কে শাসন করেছিলেন ❓
a) ফারুকশিয়ার
b) জাহান্দার শাহ 
c) বাহাদুর শাহ
d) মহম্মদ শাহ 
উত্তর :-মহম্মদ শাহ 

2. ফরাসিদের কে মুসোলিপত্তনম নগর প্রদান করেছিল ❓
a) আসফ জাহ 
b) নাসির জঙ্গ 
c) মুজাফফর জঙ্গ 
d) সালাবত জঙ্গ
উত্তর :-সালাবত জঙ্গ

3. কোন সন্ধির দ্বারা তৃতীয় কর্ণাটকের যুদ্ধ শেষ হয়েছিল ❓
a) বেসিন 
b) প্যারিস 
c) সুরাট
d) এন্স -লা - চ্যাপেল 
উত্তর :-প্যারিস 

4. প্রথম কোন ইউরোপিয়ানরা ভারতে এসেছিলেন ❓
a) ব্রিটিশ 
b) ফরাসি 
c) ডাচ 
d) পর্তুগিজ 
উত্তর :- পর্তুগিজ 

5. ভারতে কোথায় পর্তুগিজ সংস্কৃতি দেখতে পাওয়া যায় ❓
a) কালিকট
b) কোচিন 
c) গোয়া 
d) কন্নড় 
উত্তর :- গোয়া

6. ব্রিটিশ রাজনীতির প্রভাব ভারতের ওপর কোন যুদ্ধে দেখা গিয়েছিল ❓
a) বন্দিবাস 
b) পানিপথ 
c) পলাশী 
d) বক্সার 
উত্তর :- পলাশী 

7. কোন ব্রিটিশ জাহাজ সর্বপ্রথম ভারতে এসেছিল ❓
a) রেড ড্রাগন 
b) বাংলা
c) মেক্লাওয়ার 
d) এলিজাবেথ 
উত্তর :- রেড ড্রাগন 

8. বাংলাতে কোথায় পর্তুগিজরা কারখানা স্থাপন করেছিলেন ❓
a) হুগলি 
b) চুঁচুড়া
c) শ্রীরামপুর 
d) কাশিমবাজার 
উত্তর :- হুগলি

9. কত সালে বাংলার দেওয়ানি দেওয়া হয় ❓
a) 1757
b) 1756
c) 1772
d) 1784
উত্তর :-1757

10. ইংল্যান্ডের রাজার দূত হিসেবে কে জাহাঙ্গীরের সভায় ছিল ❓
a) স্যার এডওয়র্ডে টেরী 
b) উইলিয়াম হকিংস 
c) স্যার টমাস রো 
d) কর্নিয়র 
উত্তর :-স্যার টমাস রো 

11. কে অযোধ্যায় স্বাধীন সুলতানের প্রতিষ্ঠা করেন ❓
a) সফদর জঙ্গ 
b) শেরশাহ 
c) সাদাত খা বুরহান উল মূলক 
d) সুজাউদ্দৌলা
উত্তর :-সাদাত খা বুরহান উল মূলক 

12. নিচের কোনটি গুরু নানকের জন্মস্থান ❓
a) আনন্দপুর
b) তালবন্দী 
c) অমৃতসর 
d) নানদেদ 
উত্তর :-তালবন্দী 

13. শ্রীরঙ্গপতনম কার সাথে যুক্ত ❓
a) ঔরঙ্গজেব 
b) হায়দার আলী
c) টিপু সুলতান
d) আহমেদ শাহ আবদালি 
উত্তর :- টিপু সুলতান

14. টিপু সুলতান অপর যে নামে  পরিচিত -
a) মহীশুরের বাঘ 
b) দিল্লির বাঘ 
c) আগ্রার বাঘ 
d) গোয়ালিয়রের বাঘ 
উত্তর :-মহীশুরের বাঘ 

15. কে 'আদিগ্রন্থ' বা 'গুরুগ্রন্থসাহেব' সংকলন করেন ❓
a) গুরু গোবিন্দ সিং 
b) গুরুতেগ বাহাদুর 
c) গুরু নানক দেব 
d) গুরু অর্জুন দেব 
উত্তর :- গুরু অর্জুন দেব 

16. "ভারত ভারতীয়দের জন্য" এটা কার রাজনৈতিক মতাদর্শ ছিল ❓
a) এ.ও. হোম 
b) দয়ানন্দ সরস্বতী 
c) স্বামী বিবেকানন্দ
d)  ডি ওয়াচা 
উত্তর :- দয়ালন্দ সরস্বতী 

17. প্রথম সাপ্তাহিক বাঙালি সংবাদপত্র "সমাচার দর্পণ" কে প্রকাশ করেছিলেন ❓
a) হরিশচন্দ্র মুখার্জী 
b) দীনবন্ধু মিত্র 
c) মার্শ ম্যান 
d) বিদ্যাসাগর 
উত্তর :-মার্শ ম্যান 

18. 'দেব সমাজ' কে স্থাপিত করেছিলেন ❓
a) দাদাভাই নওরোজি 
b) শিব নারায়ন অগ্নিহোত্রী 
c) রামকৃষ্ণ পরমহংস
d) সরদার বল্লভ ভাই প্যাটেল 
উত্তর :- শিব নারায়ন অগ্নিহোত্রী 

19. উনিশ শতকে কে মহিলাদের শিক্ষার জন্য উদ্যোগী হয়ে খ্যাতি অর্জন করেছিলেন ❓
a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
b) ব্রিটিশ সরকার
c) ডি.কে. কাউ 
d) জে. ই. ডি বেথুন 
উত্তর :-জে. ই. ডি বেথুন 

20. ভারতের "প্রবীণ বুদ্ধ মানুষ" বলে  কাকে অভিহিত করা হতো ❓
a) লালা রাজপত রায় 
b) দাদাভাই নওরোজি 
c) খান আব্দুল গাফফার খান 
d) সি রাজ পলিচেরী 
উত্তর :- দাদাভাই নওরোজি 

21. "বেদে ফিরে যাও" মতবাদ কে প্রবর্তন করেছিলেন ❓
a) রামকৃষ্ণ পরমহংস
b) স্বামী বিবেকানন্দ
c) স্বামী দয়ানন্দ সরস্বতী 
d) রাজা রামমোহন রায়
উত্তর :- স্বামী দয়ানন্দ সরস্বতী 

22. ভারতে ব্রিটিশদের প্রতি ফরাসি চ্যালেঞ্জ শেষ হয়েছিল কোন যুদ্ধের পর ❓
a) বন্দিবাসের যুদ্ধ 
b) শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধ 
c) পলাশীর যুদ্ধ
d) বক্সারের যুদ্ধ 
উত্তর :- বন্দিবাসের যুদ্ধ 

23. কে ভারতীয় অ্যাসোসিয়েশনের সাথে সংযুক্ত ছিল ❓
a) এস.এন. ব্যানার্জি 
b) আনন্দমোহন বোস 
c) এরা দুজনেই 
d) এরা কেউই নয় 
উত্তর :- এরা দুজনেই 

24. কোন ভাইসরয় এর আমলে বাজেট প্রথা চালু হয়েছিল ❓
a) এলগিন 
b) ডালহৌসি
c) রিপন
d) ক্যানিং
উত্তর :- ক্যানিং

25. "মুদ্রণ যন্ত্রের মুক্তিদাতা" হিসেবে কাকে অভিহিত করা হয় ❓
a) মেটকাফে 
b) হেস্টিংস 
c) বেন্টিঙ্ক 
d) ম্যাকজিল 
উত্তর :-মেটকাফে 

26. কার আমলে ভারতে জনগণনার নিয়ম চালু হয়েছিল ❓
a) লর্ড ডাফরিন 
b) লর্ড লিটন 
c) লর্ড রিপন 
d) লর্ড মেয়ো 
উত্তর :-লর্ড মেয়ো 

27. ভারতে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে কে পরিচিত করেছিলেন ❓
a) অ্যালেন অক্টোভিয়ান হিউম 
b) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 
c) স্যার চালর্স উড 
d) মার্কাস অফ ডালহৌসি 
উত্তর :-স্যার চালর্স উড 

28. "কংগ্রেস" শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছিল❓
a) আইরিশ ইতিহাস 
b) উত্তর আমেরিকার ইতিহাস 
c) ব্রিটিশ কমনওয়েলথ 
d) আমেরিকান পার্লামেন্টের নাম 
উত্তর :- উত্তর আমেরিকার ইতিহাস 

29. স্ট্যাফোর্ড ক্রিপস কোথাকার সদস্য ছিলেন ❓
a) শ্রমিক সংঘ
b) উদার মনসংঘ 
c) রক্ষণশীল সংঘ 
d) সরকারি যাজকগণ 
উত্তর :-শ্রমিক সংঘ

30. দক্ষিণ আফ্রিকাতে কোন ইংরেজ গান্ধীজীর সহকর্মী ছিলেন ❓
a) পোলাক 
b) পিটারসন 
c) সি.এফ অ্যান্ড্রুজ 
d) কোনটাই নয় 
উত্তর :-পোলাক




Friday, March 31, 2023

March 31, 2023

History MCQ Question & Answer Part - 05 For All Competitive Exam

History MCQ Question & Answer Part - 05 For All Competitive Exam
History MCQ Question & Answer Part - 05 For All Competitive Exam
Hello বন্ধুরা,
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ইতিহাস বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
ইতিহাস প্রশ্নোত্তর পর্ব - পাঁচ 



1. গোয়ালিয়র লিপি থেকে কোন প্রতিহার শাসকের কৃতিত্বপূর্ণ কাজ সম্বন্ধে জানতে পারা যায় ❓
a) মিহিরভোজ 
b) প্রথম নাক ভট্ট 
c) বৎসরাজ 
d) প্রথম মহেন্দ্র পাল 
উত্তর :- মিহির ভোজ 

2. দক্ষিণ ভারতে কারা সামুদ্রিক ক্ষমতার জন্য বিখ্যাত ছিল ❓
a) চালুক্য 
b) চোল 
c) হোসিনা 
d) পান্ডুয়া
উত্তর :- চোল 

3. বিখ্যাত জ্যোতিশাস্ত্র 'সূর্যসিদ্ধান্ত' করা রচিত❓ 
a)  বিশাখ দত্ত 
b) সুশ্রুত 
c) আর্য ভট্ট 
d) সূর্য শেখর 
উত্তর :- আর্য ভট্ট 

4. পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির কারা তৈরি করেছিলেন ❓
a) কৃষ্ণ বর্মন 
b) অনন্ত বর্মন 
c) দেব বর্মন 
d) উপরের কেউই নয় 
উত্তর :- অনন্ত বর্মন 

5. কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন ❓
a) দ্বিতীয় রাজেন্দ্র 
b) প্রথম রাজেন্দ্র
c) রাজ রাজা 
d) রাধাধিরাজ
উত্তর :- প্রথম রাজেন্দ্র

6. ভারতবর্ষে প্রথম সরকারি সেনা শাসক কে চালু করেছিল ❓
a) শক 
b) গ্রীক 
c) মুঘল
d) পার্সিয়ান 
উত্তর :- গ্রীক 

7. মহাযান শিক্ষার বিখ্যাত পাঠস্থান কোথায় ছিল❓ 
a) নালন্দা 
b) সারনাথ 
c) বারানসি 
d) তক্ষশীলা 
উত্তর :- নালন্দা 

8. কোন ধর্ম এশিয়ার বিভিন্ন অংশে বিস্তার লাভ করেছিল ❓
a) জৈন ধর্ম
b) হিন্দু ধর্ম
c) বৌদ্ধ ধর্ম
d) কোনটাই নয় 
উত্তর :- বৌদ্ধ ধর্ম 

9. আর্যদের আর্কটিক অঞ্চলে আদি বাসস্থানের তত্ত্বটিকে সমর্থন করেন ❓
a) প্যারগিটার 
b) এ সি দাস 
c) বি জি তিলক 
d) কোনটাই নয় 
উত্তর :- বি জি তিলক 

10. বুদ্ধের ধ্বংসাবশেষ কোথায় রাখা আছে ❓
a) চৈত্য 
b) বিহার
c) স্তুপ 
d) বৌদ্ধমা 
উত্তর :- স্তুপ 

11. অনুব্রত কারা সমর্থন করতো ❓
a) জৈনরা 
b) মহাজান বৌদ্ধরা 
c) হীনযান বৌদ্ধরা 
d) কোনটাই নয়
উত্তর :- জৈন রা 

12. প্রতি পাঁচ বছর অন্তর কে প্রয়াগে ধর্ম সম্মেলনে আয়োজন করতেন ❓
a) কনিষ্ক
b) হর্ষবর্ধন 
c) অশোক
d) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য 
উত্তর :- হর্ষবর্ধন 

13. কোন গ্রীক রাজা দ্বিভাষিক মুদ্রার প্রচলন করেন ❓
a) ডিমিট্রিভস 
b) মন্দার 
c) আলেকজান্ডার 
d) এদের কেউই নয় 
উত্তর :-ডিমিট্রিভস 

14. নিম্নলিখিত কোন বইটি রাষ্ট্রকূটরাজ অমঘবর্ষের লেখা ❓
a) আদি পুরাণ 
b) গণিতসার সংগ্রহ
c) কবিরাজমার্গ 
d) কোনটাই নয় 
উত্তর :-কবিরাজমার্গ 

15. দিল্লির প্রথম এবং শেষ মহিলা শাসক কে ছিলেন ❓
a) চাঁদ বিবি 
b) নুরজাহান 
c) মুমতাজ মহল 
d) রাজিয়া সুলতান 
উত্তর :- রাজিয়া সুলতান 

16.  'ছৌগান' চলাকালীন কোন শাসক মারা গিয়েছিলেন❓
a) বলবন 
b) শেরশাহ 
c) জালাল উদ্দিন খলজি 
d) কুতুবউদ্দিন আইবক 
উত্তর :- কুতুবউদ্দিন আইবক 

17. সুলতান যুগে ব্যারিক্ত বলতে কাদের বোঝানো হতো ❓
a) পুলিশ অফিসার 
b) খবর পরিবেশক 
c) অ্যাকাউটেন্ট 
d) রেভিনিউ অফিসার 
উত্তর :-খবর পরিবেশক 

18. ভারতে সর্বপ্রথম কারা ইসলাম ধর্মের প্রবেশ ঘটায় ❓
a) তুর্কিরা 
b) খলজিরা 
c) আরবরা 
d) দাস শাসকরা 
উত্তর :- খলজিরা 

19. প্রাক মধ্যযুগীয় ভারতের ভিত্তি কিসের উপর স্থাপিত হয় ❓
a) স্তম্ভ 
b) জাতি 
c) গোত্র
d) ধর্ম সম্প্রদায়
উত্তর :- জাতি 

20. কোন গ্রন্থে আরবীয়  শব্দ ডাক্তার সম্বন্ধে জানা যায় ❓
a) কিতাব -ফি -তহকিক 
b) ফতহা-ই- ফিরাজ 
c) জহর -ফিল -জহির 
d) কোনটাই নয় 
উত্তর :-জহর -ফিল -জহির 

21. বস্ত্রশিল্পে তুর্কিরা ভারতকে কোন জিনিস শিখিয়েছিল ❓
a) চরকা শিল্প 
b) রং করা
c) হাতের সূচি শিল্প 
d) তাঁত শিল্প 
উত্তর :- চরকা শিল্প 

22. কোন রাজপুত গোষ্ঠী জয়পুরে রাজত্ব করতো ❓
a) কাছোয়া 
b) শিশোদীয়া
c) রাঠোর
d) হাদাস 
উত্তর :-কাছোয়া 

23. কার উপাধি ছিল 'অন্ধ্রকবিতা পিতামহ' ❓
a) মাধব 
b) সায়ন 
c) শ্রীনাথ
d) পেদ্দান 
উত্তর :-পেদ্দান 

24. লিঙ্গরাজ মন্দির অবস্থিত ❓
a) ভুবনেশ্বরে 
b) খাজুরাহোতে 
c) মাদুরাইতে 
d) মাউন্ট আবুতে
উত্তর :- ভুবনেশ্বরে 

25. তকভি বলতে কি বুঝায় ❓
a) কৃষক ঋণ 
b) এক ধরনের উর্বর জমি 
c) হিন্দুদের উপর আরোপিত কর
d) অনুর্বর জমি 
উত্তর :- কৃষক ঋণ 

26. দিল্লির খলজি সুলতানরা ছিলেন -
a) মুঘল
b) আফগান 
c) জাঠ 
d) তুর্কি
উত্তর :- তুর্কি

27. সুফি ধর্মের সাথে হিন্দু ধর্মের কিসের মিল ছিল ❓
a) কর্ম
b) ভক্তি
c) কল্প 
d) জ্ঞান 
উত্তর :- কর্ম

28. ভক্তি যুগের কে একজন পথপ্রদর্শক ছিলেন না ❓
a) রামানন্দ
b) কবি
c) শংকরাচার্য 
d) নানক 
উত্তর :- শংকরাচার্য 

29. মধ্যপ্রদেশের নির্গুণ ভক্তির প্রচারক কে ছিলেন ❓
a) নাম দেব 
b) বল্লভআচার্য 
c) শ্রী চৈতন্য 
d) রামানন্দ 
উত্তর :- রামানন্দ 

30. কোন মানুষ যেন অন্য মানুষের ধর্ম বা জাত জিজ্ঞাসা না করে- এটি কার উক্তি ❓
a) কবীর 
b) রামানন্দ
c) রামানুজ 
d) চৈতন্য
উত্তর :- কবীর 




Thursday, March 16, 2023

March 16, 2023

History MCQ Question & Answer Part - 04 For All Competitive Exam

History MCQ Question & Answer Part - 04 For All Competitive Exam
History MCQ Question & Answer Part - 04 
Hello বন্ধুরা,
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ইতিহাস বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
ইতিহাস প্রশ্নোত্তর পর্ব - চার 



1. আর্যদের প্রধান উপজীবিকা কি ছিল ❓
a) ব্যবসা
b) কৃষিকাজ 
c) পশুপালন 
d) উপরের সবকটি 
উত্তর :- কৃষিকাজ 

2. যে রথ চালাত তাকে কি বলা হত ❓
a) ভি কল 
b) ভোজ 
c) সুতা 
d) সংগৃহিতা 
উত্তর :- সুতা

3. কতগুলি গ্রাম নিয়ে কি তৈরি হতো ❓
a) জন 
b) সভা 
c) সমিতি
d) বিশ 
উত্তর :- বিশ

4. আর্যরা প্রথম কোথায় বসতি স্থাপন করে ❓
a) পাঞ্জাব
b) সিন্ধু 
c) কাশ্মীর
d) গুজরাট 
উত্তর :- পাঞ্জাব

5. মানুষ এবং ঈশ্বরের যোগাযোগকারী হিসেবে বৈদিক যুগে কে পরিচিত ❓
a) অগ্নি
b) অশ্বিন 
c) ইন্দ্র
d) মরুৎ 
উত্তর :- অগ্নি

6. কোন স্থানের উল্লেখ রামায়ণ ও মহাভারতে নেই ❓
a) পাঁচলা 
b) কৌশম্বি 
c) মগধ 
d) কাশি
উত্তর :- কৌশম্বি 

7. কুমার সম্ভবম গ্রন্থটি কার রচিত ❓
a) চন্দবরদাই 
b) হরি সেন 
c) বানভট্ট
d) কালিদাস 
উত্তর :- কালিদাস 

8. অজন্তা গুহাচিত্র গুলির দৃশ্য কোথা থেকে নেওয়া হয়েছে ❓
a) রামায়ণ থেকে 
b) উপনিষদ থেকে
c) জাতক থেকে 
d) মহাভারত থেকে
উত্তর :- জাতক থেকে 

9. মহাকবি কালিদাস কার রাজত্বকালে বাস করতেন ❓
a) অশোক 
b) চন্দ্রগুপ্ত মৌর্য 
c) সমুদ্র গুপ্ত 
d) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 
উত্তর :- দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

10. পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন ❓
a) কালিদাস 
b) বিষ্ণু শর্মা 
c) বানভট্ট
d) তুলসী দাস 
উত্তর :- বিষ্ণু শর্মা 

11. কারা প্রথম সোনার মুদ্রা চালু করেন ❓
a) শকরা 
b) ইন্দো গ্রিক 
c) পার্শিয়ান 
d) কুষাণ 
উত্তর :- ইন্দো গ্রিক 

12. রুদ্রদমন কোথাকার শাসক ছিলেন❓
a) পল্লব 
b) কুষাণ 
c) মৌর্য 
d) শক 
উত্তর :- শক 

13. চরক কার রাজসভায় বিখ্যাত চিকিৎসক ছিলেন ❓
a) হর্ষ 
b) চন্দ্রগুপ্ত মৌর্য 
c) অশোক 
d) কনিষ্ক 
উত্তর :- কনিষ্ক 

14. দক্ষিণ ভারতের কোন রাজ্যটি নৌশক্তির জন্য বিখ্যাত ছিল ❓
a) চালুক্য 
b) চোল 
c) হোয়সল 
d) পান্ড্য
উত্তর :- চোল 

15. অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন -
a) বিন্দুসার 
b) অশোক 
c) কালাশোক 
d) বিম্বিসার 
উত্তর :- বিন্দুসার 

16. কোন গ্রন্থটি হর্ষবর্ধনের রচিত নয় ❓
a) হর্ষচরিত 
b) নাগানন্দ 
c) প্রিয়দর্শিকা 
d) রত্নাবলী 
উত্তর :- হর্ষচরিত 

17. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ❓
a) তামাত্তা 
b) তাম্রলিপ্ত
c) লক্ষনৌবতী 
d) কর্ণসুবর্ণ 
উত্তর :- কর্ণসুবর্ণ 

18. কোন রাজবংশ সবচেয়ে বেশি মন্দির এবং ব্রাহ্মণদের পৃষ্ঠপোষকতা করেছিল ❓
a) গুপ্ত রাজবংশ
b) প্রতিহার রাজবংশ 
c) রাষ্ট্রকূট বংশ 
d) পাল রাজবংশ 
উত্তর :- গুপ্ত রাজবংশ 

19. কোন রাজবংশ সবথেকে প্রাচীন ছিল ❓
a) পল্লব বংশ 
b) চোল বংশ
c) মৌর্য বংশ 
d) গুপ্ত বংশ 
উত্তর :- মৌর্য বংশ 

20. সবচেয়ে প্রাচীন কোন সময়কার মন্দিরের অস্তিত্ব এখন রয়েছে ❓
a) গুপ্ত যুগ 
b) বৈদিক যুগ 
c) মৌর্য যুগ 
d) শূঙ্গ যুগ 
উত্তর :- গুপ্ত যুগ 

21. প্রাচীনকালে গুজরাট কি নামে পরিচিত ছিল ❓
a) সৌরাষ্ট
b) তেলেঙ্গানা 
c) কচ্ছের রান 
d) কলহান 
উত্তর :- সৌরাষ্ট

22. প্রথম বাংলায় স্বাধীন সুলতানি স্থাপন করেন -
a)  শামসউদ্দিন ইলয়াস  শাহ 
b) মুর্শিদকুলি খাঁ 
c) হোসেন শাহ 
d) আলীবর্দী খাঁ 
উত্তর :- মুর্শিদকুলিকা 

23. দিল্লির খলজি সুলতানরা ছিলেন -
a) মুঘল
b) আফগান 
c) তুর্কি 
d) কোনটাই নয় 
উত্তর :- তুর্কি 

24. পেশোয়ার নানা সাহেব বলে কে পরিচিত ছিল ❓
a) বাজিরাও 
b) বালাজি বিশ্বনাথ 
c) বালাজি বাজিরাও 
d) প্রথম মাধব রাও 
উত্তর :- বালাজি বাজিরাও 

25. কে জাহাঙ্গীরের রাজসভায় আসেন ❓
a) এফ বার্ণিয়ে 
b) নিকোলো কন্টি 
c) স্যার টমাস রো 
d) কোনটাই নয় 
উত্তর :- স্যার টমাস রো 

26. কার আমলে প্রচলিত আমার মুদ্রা হল দাম ❓
a) শেরশাহ 
b) জাহাঙ্গীর
c) ঔরঙ্গজেব 
d) আকবর
উত্তর :- শেরশাহ 

27. হুমায়ুননামা কার রচনা ❓
a) গুলবদন বেগম 
b) আবুল ফজল 
c) হুমায়ুন 
d) আকবর 
উত্তর :- গুলবদন বেগম 

28. আগ্রায় মতি মসজিদ কে নির্মাণ করেন ❓
a) শাহজাহান
b) আকবর
c) জাহাঙ্গীর
d) কোনটাই নয়
উত্তর :- শাহজাহান

29. ঔরঙ্গজেব কোন বাদ্যযন্ত্র খুব ভালো বাজাতে পারতেন ❓
a) ফ্লুট 
b) তবলা 
c) বীনা 
d) সেতার 
উত্তর :- বীনা

30.  কে আইন -ই আকবরী রচনা করেন ❓
a) আবুল ফজল 
b) বদাউনি 
c) ফইজি 
d) গুলবদন বেগম 
উত্তর :- আবুল ফজল




Tuesday, March 7, 2023

March 07, 2023

History MCQ Question & Answer Part - 03 For All Competitive Exam

History MCQ Question & Answer Part - 03 For All Competitive Exam
History MCQ Question & Answer Part - 03 For All Competitive Exam
Hello বন্ধুরা,
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ইতিহাস বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
ইতিহাস প্রশ্নোত্তর পর্ব - তিন 



1. মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল ❓
a) অসহযোগ আন্দোলন 
b) নীল বিদ্রোহ
c) লবণ আন্দোলন 
d) ভারত ছাড়ো আন্দোলন 
উত্তর :- অসহযোগ আন্দোলন 

2. কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছে হয়, তা হবে আমাদের মৃতদের উপর দিয়ে ❓
a) মোহাম্মদ আলী জিন্নাহ 
b) আব্দুল গফফার খান 
c) গান্ধীজী 
d) মোহাম্মদ আলী 
উত্তর :- গান্ধীজী 

3. কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয় ❓
a) ফকরুদ্দিন আলি আহমেদ 
b) মোহাম্মদ আলী জিন্নাহ 
c) ডক্টর জাকির হোসেন 
d) আলী ভাইয়েরা
উত্তর :- আলী ভাইয়েরা 

4. ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন কে করেছিলেন ❓
a) সুভাষচন্দ্র বসু 
b) রাসবিহারী বসু 
c) লালা রাজপত রায় 
d) এম এন রায় 
উত্তর :- রাসবিহারী বসু 

5. কোন ভাইসরয়কে "উজ্জ্বল বিফলতা" বলা হয় ❓
a) লর্ড ক্যানিং 
b) লর্ড রিপন 
c) লর্ড কার্জন 
d) লর্ড লিটন 
উত্তর :- লর্ড লিটন 

6. কোন বছর ইংরেজদের সঙ্গে রনজিৎ সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ❓
a) 1807 খ্রিস্টাব্দে 
b) 1809 খ্রিস্টাব্দে 
c) 1811 খ্রিস্টাব্দে 
d) 1813 খ্রিস্টাব্দে 
উত্তর :- 1809 খ্রিস্টাব্দে 

7. রাইটার্স অলিন্দ যুদ্ধ কোন সালে হয়েছিল ❓
a)1930 সালে
b) 1921 সালে 
c)1916 সালে
d) 1908 সালে
উত্তর :- 1930 সালে

8. কানপুরে সিপাহী  বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ❓
a) বাহাদুর খান 
b) তাঁতিয়া তোপি 
c) কুনওয়ার সিং 
d) মঙ্গল পান্ডে 
উত্তর :- তাঁতিয়া তোপি 

9. ১৮৫৭ সালের বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন❓
a) বাহাদুর শাহ জাফর 
b) নানা সাহেব 
c) রানী লক্ষীবাঈ 
d) কেউই নন 
উত্তর :- বাহাদুর শাহ জাফর 

10. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের কে সভাপতিত্ব করেন ❓
a) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 
b) বদরুদ্দিন তৈয়বজী 
c) দাদাভাই নওরোজি 
d) জর্জ ইয়েল 
উত্তর :- দাদাভাই নওরোজি 

11. নিম্নলিখিত আন্দোলন গুলির  মধ্যে কোন আন্দোলন বঙ্গ বিভাগের অব্যবহিত পরে সংঘঠিত হয়েছিল ❓
a) আইন অমান্য আন্দোলন 
b) গদর আন্দোলন 
c) স্বদেশী আন্দোলন 
d) অসহযোগ আন্দোলন 
উত্তর :- স্বদেশী আন্দোলন 

12. নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন ❓
a) অরুন্ধতী রায়
b) মানেকা গান্ধী 
c) মেধা পাটেকর 
d) মহাশ্বেতা দেবী 
উত্তর :- মেধা পাটেকর 

13. অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মূলতুবী রাখা হয়েছিল ❓
a) 1922
b) 1924
c) 1920
d) 1918
উত্তর :- 1922

14. বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে ❓
a) পি এইচ দেশমুখ 
b) কেশব চন্দ্র সেন 
c) অ্যানি বেসান্ত 
d) এম জি রানাডে 
উত্তর :- অ্যানি বেসান্ত 

15. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন কে ❓
a) মান সিংহ 
b) নানা সাহেব 
c) রানী লক্ষ্মীবাঈ 
d) মঙ্গল পান্ডে 
উত্তর :- মঙ্গল পান্ডে 

16. 1930 সালের 6 ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত -
a) ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে 
b) মহাত্মার ডান্ডি অভিযানের সঙ্গে 
c) ভারত বিভাগের সঙ্গে
d) বঙ্গ বিভাগের সঙ্গে 
উত্তর :- মহাত্মার ডান্ডি অভিযানের সঙ্গে 

17. 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয় ❓
a) লালা রাজপত রায় 
b) বাল গঙ্গাধার তিলক 
c)  সি রাজাগোপালাচারি 
d) পি সিতারামাইয়া 
উত্তর :- বাল গঙ্গাধর তিলক 

18. "New lamps for old"  প্রবন্ধটি কে লিখেছিলেন ❓
a) শ্রী অরবিন্দ ঘোষ 
b) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 
c) জে এন ব্যানার্জি 
d) বাল গঙ্গাধর তিল 
উত্তর :- শ্রী অরবিন্দ ঘোষ 

19. "আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন"- কথাটি কে বলেছিলেন ❓
a) লর্ড লিটন 
b) লর্ড আরউইন 
c) লর্ড রিপন 
d) লর্ড কার্জন 
উত্তর :- লর্ড রিপন 

20. কংগ্রেস ওয়াকিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে ❓
a) দিল্লি 
b) ওয়ার্ধা 
c) কলকাতা 
d) বারাণসী 
উত্তর :- ওয়ার্ধা 

21. দৈবপুত্র সাহানুশাহী কাদের উপাধি ছিল ❓
a) গুপ্ত রাজাদের 
b) চোল রাজাদের 
c) কুষাণ রাজাদের 
d) মৌর্য রাজাদের 
উত্তর :- কুষাণ রাজাদের 

22. প্রতিহার রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ❓
a) বৎসরাজ 
b) প্রথম ভোজ 
c) হরিচন্দ্র 
d) নাগভট্ট 
উত্তর :- প্রথম ভোজ 

23. গ্রিক, রোমান ও ভারতীয় এই তিন শিল্পরীতির মিশ্রণ দেখা যায় কোন শিল্পরীতিতে ❓
a) গান্ধার শিল্প রীতিতে 
b) অমরাবতী শিল্প রীতিতে 
c) মধুরা শিল্প রীতিতে 
d) কোনটাই নয় 
উত্তর :- গান্ধার শিল্প রীতিতে 

24. হর্ষবর্ধন কোন রাজবংশের রাজা ছিলেন ❓
a) শক 
b) পুষ্যভূতি 
c) চালুক্য 
d) পল্লব 
উত্তর :- পুষ্যভূতি 

25. সমুদ্র গুপ্তের মায়ের নাম কি ছিল ❓
a) রুক্মিণী 
b) পদ্মিনী  
c) মুরা 
d) কুমার দেবী 
উত্তর :- কুমার দেবী 

26. কনিষ্ক এর বিখ্যাত মস্তকহীন মূর্তি কোন শিল্পনীতির উদাহরণ ❓
a) গ্রিক 
b) গান্ধার 
c) রোমান 
d) মথুরা 
উত্তর :- মথুরা 

27. এলাহাবাদ প্রশস্তি কার রচনা ❓
a) নাগসেন 
b) হরিষেণ 
c) সমুদ্রগুপ্ত 
d) অশ্ব ঘোষ 
উত্তর :- হরিষেণ 

28. গুজরাটের চালুক্য বা সোলাঙ্কি বংশের রাজধানীর নাম কি ছিল ❓
a) আনজিলওয়ারা বা পাতান 
b) কাথিয়াবার 
c) আহমেদাবাদ 
d) আজমির 
উত্তর :- আনজিলওয়ারা বা পাতান 

29. 'একরাট', 'কবিরাজ', 'পরমাণু' উপাধি গুলি কে ধারণ করেছিলেন ❓
a) স্কন্দগুপ্ত 
b) প্রথম চন্দ্রগুপ্ত 
c) সমুদ্র গুপ্ত 
d) কোনটাই নয় 
উত্তর :- সমুদ্র গুপ্ত 

30. আলেকজান্ডার ভারতে আক্রমণ করেছিলেন তখন মগধের রাজা ছিলেন ❓
a) অজাত শত্রু 
b) শিশুশুঙ্গ 
c) ধননন্দ 
d) মহা পদ্মনন্দ 
উত্তর :- ধননন্দ



×close ad