History MCQ Question & Answer Part - 03 For All Competitive Exam
![]() |
History MCQ Question & Answer Part - 03 For All Competitive Exam |
Hello বন্ধুরা,
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ইতিহাস বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
ইতিহাস প্রশ্নোত্তর পর্ব - তিন
1. মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল ❓
a) অসহযোগ আন্দোলন
b) নীল বিদ্রোহ
c) লবণ আন্দোলন
d) ভারত ছাড়ো আন্দোলন
উত্তর :- অসহযোগ আন্দোলন
2. কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছে হয়, তা হবে আমাদের মৃতদের উপর দিয়ে ❓
a) মোহাম্মদ আলী জিন্নাহ
b) আব্দুল গফফার খান
c) গান্ধীজী
d) মোহাম্মদ আলী
উত্তর :- গান্ধীজী
3. কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয় ❓
a) ফকরুদ্দিন আলি আহমেদ
b) মোহাম্মদ আলী জিন্নাহ
c) ডক্টর জাকির হোসেন
d) আলী ভাইয়েরা
উত্তর :- আলী ভাইয়েরা
4. ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন কে করেছিলেন ❓
a) সুভাষচন্দ্র বসু
b) রাসবিহারী বসু
c) লালা রাজপত রায়
d) এম এন রায়
উত্তর :- রাসবিহারী বসু
5. কোন ভাইসরয়কে "উজ্জ্বল বিফলতা" বলা হয় ❓
a) লর্ড ক্যানিং
b) লর্ড রিপন
c) লর্ড কার্জন
d) লর্ড লিটন
উত্তর :- লর্ড লিটন
6. কোন বছর ইংরেজদের সঙ্গে রনজিৎ সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ❓
a) 1807 খ্রিস্টাব্দে
b) 1809 খ্রিস্টাব্দে
c) 1811 খ্রিস্টাব্দে
d) 1813 খ্রিস্টাব্দে
উত্তর :- 1809 খ্রিস্টাব্দে
7. রাইটার্স অলিন্দ যুদ্ধ কোন সালে হয়েছিল ❓
a)1930 সালে
b) 1921 সালে
c)1916 সালে
d) 1908 সালে
উত্তর :- 1930 সালে
8. কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ❓
a) বাহাদুর খান
b) তাঁতিয়া তোপি
c) কুনওয়ার সিং
d) মঙ্গল পান্ডে
উত্তর :- তাঁতিয়া তোপি
9. ১৮৫৭ সালের বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন❓
a) বাহাদুর শাহ জাফর
b) নানা সাহেব
c) রানী লক্ষীবাঈ
d) কেউই নন
উত্তর :- বাহাদুর শাহ জাফর
10. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের কে সভাপতিত্ব করেন ❓
a) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
b) বদরুদ্দিন তৈয়বজী
c) দাদাভাই নওরোজি
d) জর্জ ইয়েল
উত্তর :- দাদাভাই নওরোজি
11. নিম্নলিখিত আন্দোলন গুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গ বিভাগের অব্যবহিত পরে সংঘঠিত হয়েছিল ❓
a) আইন অমান্য আন্দোলন
b) গদর আন্দোলন
c) স্বদেশী আন্দোলন
d) অসহযোগ আন্দোলন
উত্তর :- স্বদেশী আন্দোলন
12. নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন ❓
a) অরুন্ধতী রায়
b) মানেকা গান্ধী
c) মেধা পাটেকর
d) মহাশ্বেতা দেবী
উত্তর :- মেধা পাটেকর
13. অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মূলতুবী রাখা হয়েছিল ❓
a) 1922
b) 1924
c) 1920
d) 1918
উত্তর :- 1922
14. বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে ❓
a) পি এইচ দেশমুখ
b) কেশব চন্দ্র সেন
c) অ্যানি বেসান্ত
d) এম জি রানাডে
উত্তর :- অ্যানি বেসান্ত
15. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন কে ❓
a) মান সিংহ
b) নানা সাহেব
c) রানী লক্ষ্মীবাঈ
d) মঙ্গল পান্ডে
উত্তর :- মঙ্গল পান্ডে
16. 1930 সালের 6 ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত -
a) ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে
b) মহাত্মার ডান্ডি অভিযানের সঙ্গে
c) ভারত বিভাগের সঙ্গে
d) বঙ্গ বিভাগের সঙ্গে
উত্তর :- মহাত্মার ডান্ডি অভিযানের সঙ্গে
17. 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয় ❓
a) লালা রাজপত রায়
b) বাল গঙ্গাধার তিলক
c) সি রাজাগোপালাচারি
d) পি সিতারামাইয়া
উত্তর :- বাল গঙ্গাধর তিলক
18. "New lamps for old" প্রবন্ধটি কে লিখেছিলেন ❓
a) শ্রী অরবিন্দ ঘোষ
b) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
c) জে এন ব্যানার্জি
d) বাল গঙ্গাধর তিল
উত্তর :- শ্রী অরবিন্দ ঘোষ
19. "আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন"- কথাটি কে বলেছিলেন ❓
a) লর্ড লিটন
b) লর্ড আরউইন
c) লর্ড রিপন
d) লর্ড কার্জন
উত্তর :- লর্ড রিপন
20. কংগ্রেস ওয়াকিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে ❓
a) দিল্লি
b) ওয়ার্ধা
c) কলকাতা
d) বারাণসী
উত্তর :- ওয়ার্ধা
21. দৈবপুত্র সাহানুশাহী কাদের উপাধি ছিল ❓
a) গুপ্ত রাজাদের
b) চোল রাজাদের
c) কুষাণ রাজাদের
d) মৌর্য রাজাদের
উত্তর :- কুষাণ রাজাদের
22. প্রতিহার রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ❓
a) বৎসরাজ
b) প্রথম ভোজ
c) হরিচন্দ্র
d) নাগভট্ট
উত্তর :- প্রথম ভোজ
23. গ্রিক, রোমান ও ভারতীয় এই তিন শিল্পরীতির মিশ্রণ দেখা যায় কোন শিল্পরীতিতে ❓
a) গান্ধার শিল্প রীতিতে
b) অমরাবতী শিল্প রীতিতে
c) মধুরা শিল্প রীতিতে
d) কোনটাই নয়
উত্তর :- গান্ধার শিল্প রীতিতে
24. হর্ষবর্ধন কোন রাজবংশের রাজা ছিলেন ❓
a) শক
b) পুষ্যভূতি
c) চালুক্য
d) পল্লব
উত্তর :- পুষ্যভূতি
25. সমুদ্র গুপ্তের মায়ের নাম কি ছিল ❓
a) রুক্মিণী
b) পদ্মিনী
c) মুরা
d) কুমার দেবী
উত্তর :- কুমার দেবী
26. কনিষ্ক এর বিখ্যাত মস্তকহীন মূর্তি কোন শিল্পনীতির উদাহরণ ❓
a) গ্রিক
b) গান্ধার
c) রোমান
d) মথুরা
উত্তর :- মথুরা
27. এলাহাবাদ প্রশস্তি কার রচনা ❓
a) নাগসেন
b) হরিষেণ
c) সমুদ্রগুপ্ত
d) অশ্ব ঘোষ
উত্তর :- হরিষেণ
28. গুজরাটের চালুক্য বা সোলাঙ্কি বংশের রাজধানীর নাম কি ছিল ❓
a) আনজিলওয়ারা বা পাতান
b) কাথিয়াবার
c) আহমেদাবাদ
d) আজমির
উত্তর :- আনজিলওয়ারা বা পাতান
29. 'একরাট', 'কবিরাজ', 'পরমাণু' উপাধি গুলি কে ধারণ করেছিলেন ❓
a) স্কন্দগুপ্ত
b) প্রথম চন্দ্রগুপ্ত
c) সমুদ্র গুপ্ত
d) কোনটাই নয়
উত্তর :- সমুদ্র গুপ্ত
30. আলেকজান্ডার ভারতে আক্রমণ করেছিলেন তখন মগধের রাজা ছিলেন ❓
a) অজাত শত্রু
b) শিশুশুঙ্গ
c) ধননন্দ
d) মহা পদ্মনন্দ
উত্তর :- ধননন্দ
No comments:
Post a Comment