Breaking



Wednesday, April 12, 2023

History MCQ Question & Answer Part - 06 For All Competitive Exam

History MCQ Question & Answer Part - 06 For All Competitive Exam
History MCQ Question & Answer Part - 06
Hello বন্ধুরা,
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ইতিহাস বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
ইতিহাস প্রশ্নোত্তর পর্ব - ছয় 



1. মোঘল সাম্রাজ্যের সবথেকে বেশি দিন ধরে কে শাসন করেছিলেন ❓
a) ফারুকশিয়ার
b) জাহান্দার শাহ 
c) বাহাদুর শাহ
d) মহম্মদ শাহ 
উত্তর :-মহম্মদ শাহ 

2. ফরাসিদের কে মুসোলিপত্তনম নগর প্রদান করেছিল ❓
a) আসফ জাহ 
b) নাসির জঙ্গ 
c) মুজাফফর জঙ্গ 
d) সালাবত জঙ্গ
উত্তর :-সালাবত জঙ্গ

3. কোন সন্ধির দ্বারা তৃতীয় কর্ণাটকের যুদ্ধ শেষ হয়েছিল ❓
a) বেসিন 
b) প্যারিস 
c) সুরাট
d) এন্স -লা - চ্যাপেল 
উত্তর :-প্যারিস 

4. প্রথম কোন ইউরোপিয়ানরা ভারতে এসেছিলেন ❓
a) ব্রিটিশ 
b) ফরাসি 
c) ডাচ 
d) পর্তুগিজ 
উত্তর :- পর্তুগিজ 

5. ভারতে কোথায় পর্তুগিজ সংস্কৃতি দেখতে পাওয়া যায় ❓
a) কালিকট
b) কোচিন 
c) গোয়া 
d) কন্নড় 
উত্তর :- গোয়া

6. ব্রিটিশ রাজনীতির প্রভাব ভারতের ওপর কোন যুদ্ধে দেখা গিয়েছিল ❓
a) বন্দিবাস 
b) পানিপথ 
c) পলাশী 
d) বক্সার 
উত্তর :- পলাশী 

7. কোন ব্রিটিশ জাহাজ সর্বপ্রথম ভারতে এসেছিল ❓
a) রেড ড্রাগন 
b) বাংলা
c) মেক্লাওয়ার 
d) এলিজাবেথ 
উত্তর :- রেড ড্রাগন 

8. বাংলাতে কোথায় পর্তুগিজরা কারখানা স্থাপন করেছিলেন ❓
a) হুগলি 
b) চুঁচুড়া
c) শ্রীরামপুর 
d) কাশিমবাজার 
উত্তর :- হুগলি

9. কত সালে বাংলার দেওয়ানি দেওয়া হয় ❓
a) 1757
b) 1756
c) 1772
d) 1784
উত্তর :-1757

10. ইংল্যান্ডের রাজার দূত হিসেবে কে জাহাঙ্গীরের সভায় ছিল ❓
a) স্যার এডওয়র্ডে টেরী 
b) উইলিয়াম হকিংস 
c) স্যার টমাস রো 
d) কর্নিয়র 
উত্তর :-স্যার টমাস রো 

11. কে অযোধ্যায় স্বাধীন সুলতানের প্রতিষ্ঠা করেন ❓
a) সফদর জঙ্গ 
b) শেরশাহ 
c) সাদাত খা বুরহান উল মূলক 
d) সুজাউদ্দৌলা
উত্তর :-সাদাত খা বুরহান উল মূলক 

12. নিচের কোনটি গুরু নানকের জন্মস্থান ❓
a) আনন্দপুর
b) তালবন্দী 
c) অমৃতসর 
d) নানদেদ 
উত্তর :-তালবন্দী 

13. শ্রীরঙ্গপতনম কার সাথে যুক্ত ❓
a) ঔরঙ্গজেব 
b) হায়দার আলী
c) টিপু সুলতান
d) আহমেদ শাহ আবদালি 
উত্তর :- টিপু সুলতান

14. টিপু সুলতান অপর যে নামে  পরিচিত -
a) মহীশুরের বাঘ 
b) দিল্লির বাঘ 
c) আগ্রার বাঘ 
d) গোয়ালিয়রের বাঘ 
উত্তর :-মহীশুরের বাঘ 

15. কে 'আদিগ্রন্থ' বা 'গুরুগ্রন্থসাহেব' সংকলন করেন ❓
a) গুরু গোবিন্দ সিং 
b) গুরুতেগ বাহাদুর 
c) গুরু নানক দেব 
d) গুরু অর্জুন দেব 
উত্তর :- গুরু অর্জুন দেব 

16. "ভারত ভারতীয়দের জন্য" এটা কার রাজনৈতিক মতাদর্শ ছিল ❓
a) এ.ও. হোম 
b) দয়ানন্দ সরস্বতী 
c) স্বামী বিবেকানন্দ
d)  ডি ওয়াচা 
উত্তর :- দয়ালন্দ সরস্বতী 

17. প্রথম সাপ্তাহিক বাঙালি সংবাদপত্র "সমাচার দর্পণ" কে প্রকাশ করেছিলেন ❓
a) হরিশচন্দ্র মুখার্জী 
b) দীনবন্ধু মিত্র 
c) মার্শ ম্যান 
d) বিদ্যাসাগর 
উত্তর :-মার্শ ম্যান 

18. 'দেব সমাজ' কে স্থাপিত করেছিলেন ❓
a) দাদাভাই নওরোজি 
b) শিব নারায়ন অগ্নিহোত্রী 
c) রামকৃষ্ণ পরমহংস
d) সরদার বল্লভ ভাই প্যাটেল 
উত্তর :- শিব নারায়ন অগ্নিহোত্রী 

19. উনিশ শতকে কে মহিলাদের শিক্ষার জন্য উদ্যোগী হয়ে খ্যাতি অর্জন করেছিলেন ❓
a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
b) ব্রিটিশ সরকার
c) ডি.কে. কাউ 
d) জে. ই. ডি বেথুন 
উত্তর :-জে. ই. ডি বেথুন 

20. ভারতের "প্রবীণ বুদ্ধ মানুষ" বলে  কাকে অভিহিত করা হতো ❓
a) লালা রাজপত রায় 
b) দাদাভাই নওরোজি 
c) খান আব্দুল গাফফার খান 
d) সি রাজ পলিচেরী 
উত্তর :- দাদাভাই নওরোজি 

21. "বেদে ফিরে যাও" মতবাদ কে প্রবর্তন করেছিলেন ❓
a) রামকৃষ্ণ পরমহংস
b) স্বামী বিবেকানন্দ
c) স্বামী দয়ানন্দ সরস্বতী 
d) রাজা রামমোহন রায়
উত্তর :- স্বামী দয়ানন্দ সরস্বতী 

22. ভারতে ব্রিটিশদের প্রতি ফরাসি চ্যালেঞ্জ শেষ হয়েছিল কোন যুদ্ধের পর ❓
a) বন্দিবাসের যুদ্ধ 
b) শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধ 
c) পলাশীর যুদ্ধ
d) বক্সারের যুদ্ধ 
উত্তর :- বন্দিবাসের যুদ্ধ 

23. কে ভারতীয় অ্যাসোসিয়েশনের সাথে সংযুক্ত ছিল ❓
a) এস.এন. ব্যানার্জি 
b) আনন্দমোহন বোস 
c) এরা দুজনেই 
d) এরা কেউই নয় 
উত্তর :- এরা দুজনেই 

24. কোন ভাইসরয় এর আমলে বাজেট প্রথা চালু হয়েছিল ❓
a) এলগিন 
b) ডালহৌসি
c) রিপন
d) ক্যানিং
উত্তর :- ক্যানিং

25. "মুদ্রণ যন্ত্রের মুক্তিদাতা" হিসেবে কাকে অভিহিত করা হয় ❓
a) মেটকাফে 
b) হেস্টিংস 
c) বেন্টিঙ্ক 
d) ম্যাকজিল 
উত্তর :-মেটকাফে 

26. কার আমলে ভারতে জনগণনার নিয়ম চালু হয়েছিল ❓
a) লর্ড ডাফরিন 
b) লর্ড লিটন 
c) লর্ড রিপন 
d) লর্ড মেয়ো 
উত্তর :-লর্ড মেয়ো 

27. ভারতে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে কে পরিচিত করেছিলেন ❓
a) অ্যালেন অক্টোভিয়ান হিউম 
b) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 
c) স্যার চালর্স উড 
d) মার্কাস অফ ডালহৌসি 
উত্তর :-স্যার চালর্স উড 

28. "কংগ্রেস" শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছিল❓
a) আইরিশ ইতিহাস 
b) উত্তর আমেরিকার ইতিহাস 
c) ব্রিটিশ কমনওয়েলথ 
d) আমেরিকান পার্লামেন্টের নাম 
উত্তর :- উত্তর আমেরিকার ইতিহাস 

29. স্ট্যাফোর্ড ক্রিপস কোথাকার সদস্য ছিলেন ❓
a) শ্রমিক সংঘ
b) উদার মনসংঘ 
c) রক্ষণশীল সংঘ 
d) সরকারি যাজকগণ 
উত্তর :-শ্রমিক সংঘ

30. দক্ষিণ আফ্রিকাতে কোন ইংরেজ গান্ধীজীর সহকর্মী ছিলেন ❓
a) পোলাক 
b) পিটারসন 
c) সি.এফ অ্যান্ড্রুজ 
d) কোনটাই নয় 
উত্তর :-পোলাক




No comments:

Post a Comment

×close ad