ভূগোল - Geography
April 04, 2023
Geography question & Answer Part - 05 for All Competitive Exam
Geography question & Answer Part - 05 for All Competitive Exam
![]() |
Geography question & Answer Part - 05 for All Competitive Exam |
Hello বন্ধুরা,
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ভূগোল বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
ভূগোল প্রশ্নোত্তর পর্ব - ০৫
1. ধুয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত ❓
a) গোদাবরী
b) কাবেরী
c) নর্মদা
d) চেনাব
উত্তর :- নর্মদা
2. "P" তরঙ্গ বা Primary wave নিচের কোনটির সাথে জড়িত ❓
a) ভূমিকম্প
b) শীতল সমুদ্র স্রোত
c) উষ্ণ সমুদ্র স্রোত
d) নদীর নিম্নগতি
উত্তর :- ভূমিকম্প
3. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি❓
a) অ্যাঞ্জেল
b) গেরসোপ্পা
c) ভিক্টোরিয়া
d) নায়েগ্রা
উত্তর :-অ্যাঞ্জেল
4. চীনে ঘূর্ণবাত কি নামে পরিচিত ❓
a) সাইক্লোন
b) রিকেন
c) টাইফুন
d) টর্নেডো
উত্তর :-টাইফুন
5. ক্রোনোমিটার সাধারণত নিম্নলিখিত কোনটির সময় অনুসারে চলে ❓
a) গ্রীনিচের সময়
b) প্রমাণ সময়
c) আন্তর্জাতিক তারিখ রেখার সময়
d) স্থানীয় সময়
উত্তর :- গ্রীনিচের সময়ে
6. সৌরজগতের বৃহত্তম গ্রহের কি নাম❓
a) বৃহস্পতি
b) শনি
c) নেপচুন
d) পৃথিবী
উত্তর :- বৃহস্পতি
7. কোন অঞ্চলের রাসায়নিক আবহবিকারের প্রভাব সাধারণত বেশি ❓
a) শীতল শুষ্ক অঞ্চল
b) শীতল আর্দ্র অঞ্চল
c) উষ্ণ মরু অঞ্চল
d) উষ্ণ আর্দ্র অঞ্চল
উত্তর :-উষ্ণ আর্দ্র অঞ্চল
8. এক্সফোলিয়েশন বা গোলাকৃতি আবহবিকার কোন শিলায় বেশি দেখা যায় ❓
a) গ্রানাইট
b) ব্যাসল্ট
c) সাগুস্টোন
d) চুনা পাথর
উত্তর :- গ্রানাইট
9. কোনটির আরেক নাম "বরফের চাদর" ( Ice sheet )❓
a) মহাদেশীয় হিমবাহ
b) হিমশৈল
c) উপত্যকা হিমবাহ
d) পর্বত পাদদেশের হিমবাহ
উত্তর :- মহাদেশীয় হিমবাহ
10. এশিয়ার আর্দ্র অঞ্চলের উপকূলীয় অরণ্যের অপর নাম কি ❓
a) ম্যানগ্রোভ
b) সরলবর্গীয় অরণ্য
c) চিরহরিৎ বনভূমি
d) পর্ণমোচীয় বৃক্ষের অরণ্য
উত্তর :- ম্যানগ্রোভ
11. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ❓
a) গুরু শিখর
b) ধূপগড়
c) পাঁচমারি
d) ডোড়াবেট্টা
উত্তর :- গুরু শিখর
12. কোন প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে ❓
a) বেরিং প্রণালী
b) কুক প্রণালী
c) জিব্রাল্টার প্রণালী
d) হাড়সন প্রণালী
উত্তর :- বেরিং প্রণালী
13. ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টি হয় ❓
a) তামিলনাড়ু
b) অসম
c) মহারাষ্ট্র
d) পশ্চিমবঙ্গ
উত্তর :- তামিলনাড়ু
14. নিচের কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি ❓
a) মহানদী
b) গোদাবরী
c) কৃষ্ণা
d) নর্মদা
উত্তর :- নর্মদা
15. সিরোজেম কি ❓
a) মরু অঞ্চলের মাটি
b) পড়ল
c) পলিমাটি
d) কৃষ্ণ মৃত্তিকা
উত্তর :- মরু অঞ্চলের মাটি
16. কোন নদীর তীরে মস্কো শহরে অবস্থিত ❓
a) মস্কভা
b) দানিয়ুপ
c) ডন
d) কোনটাই নয়
উত্তর :-মস্কভা
17. ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম ❓
a) লুনি
b) মন্দাকিনী
c) সবরমতী
d) গোমতী
উত্তর :- লুনি
18. ঝুলন্ত উপত্যকা সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যেতে পারে ❓
a) হিমবাহ অঞ্চলে
b) মরুদ্দানে
c) নদীর পার্বত্য প্রবাহ
d) মালভূমি অঞ্চলে
উত্তর :- হিমবাহ অঞ্চলে
19. ঠেসমূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায় ❓
a) গর্জন
b) সুন্দরী
c) ফনিমনসা
d) পাইন
উত্তর :- সুন্দরী
20. পর্বতের গায়ে যে সীমারেখার উপরে সারা বছর তুষার বা বরফ জমে থাকে,তাকে কি বলে ❓
a) হিম রেখা
b) গ্রাব রেখা
c) এরিটি
d) হিমশৈল
উত্তর :- হিমরেখা
21. গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় পরিবর্তিত হলে কোন পাথরে পরিনত হয় ❓
a) কোয়ার্টজাইট
b) শ্বেতপাথর
c) স্লেট
d) নিস
উত্তর :-নিস
22. কোন পর্বতের পূর্বাংশ "কাইমুর" নামে পরিচিত ❓
a) বিন্ধ্য
b) মহাকাল
c) সাতপুরা
d) মহাদেব
উত্তর :-বিন্ধ্য
23. জেরোফাইটিক প্লান্টস কোন অঞ্চলে বেশি দেখা যায় ❓
a) মরু অঞ্চল
b) সুন্দরবন
c) হিমালয়ের পাদদেশ
d) কচ্ছের রণ
উত্তর :- মরু অঞ্চল
24. কোন সমুদ্রের মধ্যাংশে নানারকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায় ❓
a) ক্যাম্পিয়ান সমুদ্র
b) সারগোসা সমুদ্র
c) ক্যারিবিয়ান সাগর
d) কৃষ্ণ সাগর
উত্তর :-সারগোসা সমুদ্র
25. প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয় ❓
a) 4 মিনিট
b) 4 সেকেন্ড
c) 1 মিনিট
d) 1 সেকেন্ড
উত্তর :-4 মিনিট
26. চম্বল কোন নদীর উপনদী ❓
a) যমুনা
b) গঙ্গা
c) কাবেরী
d) মহানদী
উত্তর :- যমুনা
27. হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত ❓
a) কৃষ্ণা
b) গোদাবরী
c) নর্মদা
d) মহানদী
উত্তর :- মহানদী
28. ডালহৌসি শৈল শহরটি কোন রাজ্যে অবস্থিত ❓
a) হিমাচল প্রদেশ
b) উত্তরাখণ্ড
c) জম্মু ও কাশ্মীর
d) উত্তর প্রদেশ
উত্তর :- হিমাচল প্রদেশ
29. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত ❓
a) কৃষ্ণা ও কাবেরীর মধ্যে
b) গোদাবরী ও কৃষ্ণার মধ্যে
c) মহানদী ও গোদাবরির মধ্যে
d) গোদাবরী ও কাবেরী
উত্তর :- গোদাবরী ও কৃষ্ণার মধ্যে
30. মৃতের সাগরে সঞ্চিত আছে -
a) ব্রোমাইন
b) পটাস
c) জিপসাম
d) চুনাপাথর
উত্তর :- ব্রোমাইন