General Knowledge MCQ Question & Answer Part - 04 For All Competitive Exam 2023
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর।যে গুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচের প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখে নিন।
জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - চার
1. দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হলেন নিম্নের কে ❓
a) ওয়েসলি সো
b) ম্যাগনাস কার্লসেন
c) অভিমন্যু মিশ্র
d) হিকারু নাকুমুরা
উত্তর :- অভিমন্যু মিশ্র
2. বন্যা থেকে বাঁচতে "অপারেশন প্রবাহ" লাঞ্চ করল কোন এয়ারপোর্ট ❓
a) কোচিন এয়ারপোর্ট
b) দিল্লি এয়ারপোর্ট
c) কলকাতা এয়ারপোর্ট
d) মুম্বাই এয়ারপোর্ট
উত্তর :- কোচিন এয়ারপোর্ট
3. ভারতের কোন শহরে 100% টিকাকরণ সম্পন্ন করল ❓
a) মুম্বাই
b) ভুবনেশ্বর
c) দিল্লি
d) কলকাতা
উত্তর :- ভুবনেশ্বর
4. ভারতের কোন রাজ্য ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার জন্য মোবাইল অ্যাপ লঞ্চ করলো ❓
a) উত্তরাখণ্ড
b) জম্মু-কাশ্মীর
c) হিমাচল প্রদেশ
d) মধ্য প্রদেশ
উত্তর :- উত্তরাখণ্ড
5. রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে রাখা হলো -
a) নরেন্দ্র মোদি
b) ধ্যানচাঁদ
c) প্রণব মুখার্জি
d) বাজপেয়ী
উত্তর :- ধ্যানচাঁদ
6. ভারত কোন দেশের সঙ্গে যৌন অভ্যাস সূর্যকিরণ আয়োজিত করল ❓
a) বাংলাদেশ
b) নেপাল
c) ভুটান
d) শ্রীলংকা
উত্তর :- নেপাল
7. নব্যপ্রস্তর যুগের সভ্যতাকে 'বিপ্লব' আখ্যা দিয়েছেন -
a) ড. গাইলস
b) গর্ডন চাইল্ড
c) রোমিলা থাপার
d) কোনটাই নয়
উত্তর :- গর্ডন চাইল্ড
8. সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ❓
a) লর্ড হেস্টিংস
b) লর্ড ওয়েলেসলি
c) লর্ড ডালহৌসি
d) লর্ড ক্যানিং
উত্তর :- লর্ড ক্যানিং
9. কে রানী ভিক্টোরিয়াকে 'ভারতের সম্রাজ্ঞী' বলে ঘোষণা করেন ❓
a) লর্ড কর্নওয়ালিস
b) লর্ড ওয়েলেসলি
c) লর্ড লিটন
d) লর্ড হেস্টিংস
উত্তর :- লর্ড লিটন
10. কোথায় কংগ্রেসের প্রথম সভা অনুষ্ঠিত হয় ❓
a) বোম্বে
b) দিল্লি
c) মাদ্রাজ
d) কলকাতা
উত্তর :- বোম্বে
11. কলকাতায় 'ভারত সভা' স্থাপন করেন -
a) এস এন ব্যানার্জি
b) ডব্লুসি ব্যানার্জি
c) সুভাষচন্দ্র বসু
d) চিত্তরঞ্জন দাস
উত্তর :- এস এন ব্যানার্জি
12. আমেরিকা ভারতীয় বিপ্লবীদের কার্যকলাপের নেতৃত্বে কে দিয়েছিলেন ❓
a) শ্যামজি কৃষ্ণ বর্মা
b) লালা হরদয়াল
c) ভি.ডি. সাভারকর
d) সর্দার সিং রানা
উত্তর :- লালা হরদয়াল
13. তৃতীয় গোল টেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল ❓
a) কলকাতা
b) বোম্বে
c) ম্যানচেস্টার
d) লন্ডন
উত্তর :- লন্ডন
14. কাকে পাঞ্জাব কেশরী বলে ডাকা হতো ❓
a) ভগৎ সিং
b) রঞ্জিত সিং
c) লালা রাজপত রায়
d) সর্দার বলদেব সিং
উত্তর :- লালা রাজপত রায়
15. পৃথিবীর কোন নদীর জলের ঘনত্ব সর্বাধিক ❓
a) আমাজন
b) নীলনদ
c) মিসিসিপি মিসৌরি
d) উপরে কোনটাই নয়
উত্তর :- আমাজন
16. কোন নদীর যোগ জলপ্রপাতের সৃষ্টি করেছে ❓
a) নেত্রাবতী
b) কালিন্দি
c) সরাবতী
d) উরহাস
উত্তর :- সরাবতী
17. দাক্ষিণাত্যের সবচেয়ে বড় নদী কোনটি ❓
a) মহানদী
b) কাবেরী
c) কৃষ্ণা
d) গোদাবরী
উত্তর :- কৃষ্ণা
18. গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ❓
a) ধাওলাধার
b) কারাকোরাম
c) সিঙ্গালিলা
d) আরাবল্লী
উত্তর :- আরাবল্লী
19. কলোরাডো মালভূমি কি ধরনের মালভূমির উদাহরণ ❓
a) পিডমন্ট মালভূমি
b) অধিত্যকা
c) শীন্ড মালভূমি
d) ক্ষয়প্রাপ্ত মালভূমি
উত্তর :- পিডমন্ট মালভূমি
20. কোন উদ্ভিদ থেকে শিল্পে ব্যবহৃত কাঠ পাওয়া যায় ❓
a) সোলানেসি
b) ক্রুসিফেরি
c) লেগুমিনোসি
d) লিলিয়েসি
উত্তর :- সোলানেসি
21. ব্যাঙের করোটীয় স্নায়ু সংখ্যা কত ❓
a) 10 জোড়া
b) 12 জোড়া
c) 23 জোড়া
d) 31 জোড়া
উত্তর :- 31 জোড়া
22. ফুলকপির ভোজ্য অংশ কোনটি ❓
a) মুকুল
b) পুষ্প বিন্যাস
c) ফুল
d) ফল
উত্তর :- পুষ্পবিন্যাস
23. কোন উদ্ভিদ বায়বীয় মূল দ্বারা বাতাস থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে ❓
a) ভান্ডার মূল
b) স্বর্ণলতা
c) ট্রাপা
d) সুন্দরী
উত্তর :- ভান্ডার মূল
24. গুপ্তবীজির জনন অঙ্গ কোনটি ❓
a) মূল
b) কান্ড
c) পাতা
d) ফুল
উত্তর :- ফুল
25. আন্দামান দ্বীপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ ❓
a) স্যাডলপিক
b) ডায়াবল শৃঙ্গ
c) কার নিকোবর
d) কোনটাই নয়
উত্তর :- স্যাডলপিক
26. জওহর টানেল কোন গিরিপথের মধ্যে অবস্থিত ❓
a) পিরপাঞ্জাল পাস
b) বানিহাল পাস
c) খারদুঙলা পাস
d) রোটাং পাস
উত্তর :- বানিহাল পাস
27. স্থানান্তর চাষ পোনম কোথায় দেখতে পাওয়া যায় ❓
a) অন্ধ্রপ্রদেশ
b) ওড়িশা
c) কেরালা
d) ছত্রিশগড়
উত্তর :- কেরালা
28. সুলতানপুর পাখিরালয়টি কোন রাজ্যে রয়েছে ❓
a) হরিয়ানা
b) পাঞ্জাব
c) মধ্য প্রদেশ
d) তামিলনাড়ু
উত্তর :- হরিয়ানা
29. ভারতের কোন রাজ্যটি প্রাসাদনগরী নামে খ্যাত ❓
a) কলকাতা
b) মুম্বাই
c) বিশাখাপত্তনম
d) আমেদাবাদ
উত্তর :- কলকাতা
30. ভারতের চিনির বাটি কাকে বলে ❓
a) তামিলনাড়ু
b) উত্তর প্রদেশ
c) মহারাষ্ট্র
d) পাঞ্জাব
উত্তর :- উত্তর প্রদেশ
No comments:
Post a Comment