Breaking



Showing posts with label পরিবেশ বিজ্ঞান - ENVIRONMENTAL SCIENCE. Show all posts
Showing posts with label পরিবেশ বিজ্ঞান - ENVIRONMENTAL SCIENCE. Show all posts

Friday, March 10, 2023

March 10, 2023

পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর পর্ব - ০৩। Environmental Science

পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর পর্ব - ০৩। Environmental Science
পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর পর্ব - ০৩। Environmental Science
 হ্যালো বন্ধুরা,
আজ আপনাদের সাথে শেয়ার করবো পরিবেশ বিজ্ঞান থেকে বাছাই করা ৩০টি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর, যেহেতু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে, সেহেতু আশা করছি এই সকল প্রশ্নগুলি আপনাদের খুব সাহায্য করবে। তাই আর সময় অপচয় না করে নিচের দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে দেখে নিন।
               পরিবেশ বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব - তিন 



1. রাজস্থানের মরু অঞ্চলের বালিয়াড়ি গুলি কে বলা হয় ❓
a) ধ্রিয়ান 
b) কয়াল
c) টেরিস 
d) ধান্দ
উত্তর :- ধ্রিয়ান 

2. Life Line of Myanmar বলা হয় ❓
a) ধানসিরি 
b) ইরাবতী 
c) লোহিত
d) কপিনি 
উত্তর :- ইরাবতী

3. ভারতের লুনি নদীর গতিপথ কোথায় এসে শেষ হয়েছে ❓
a) গঙ্গার বদ্বীপ 
b) কচ্ছের রণ 
c) কেরলের উপকূল 
d) গোদাবরীর বদ্বীপ 
উত্তর :- কচ্ছের রণ 

4. তোলাইপঞ্জি ধান পাওয়া যায় -
a) পূর্ব বর্ধমান 
b) দক্ষিণ দিনাজপুর 
c) পশ্চিম বর্ধমান
d) উত্তর দিনাজপুর 
উত্তর :- উত্তর দিনাজপুর 

5. পরিবেশ শিক্ষার সঙ্গে সম্পর্ক সম্পর্ক রয়েছে নিম্নের কিসের ❓
a) বিজ্ঞানের 
b) সাহিত্যের 
c) সমাজবিজ্ঞানের 
d) সবগুলির 
উত্তর :- সবগুলির 

6. পাঁচমারি শৈল শহর কোন পর্বত শ্রেণীতে অবস্থিত 
a) বিন্ধ 
b) সাতপুরা 
c) নীলগিরি 
d) কোনটাই নয়
উত্তর :- সাতপুরা 

7. নিচের কোনটির বায়ুর গতি ও শক্তি সর্বাধিক ❓
a) টাইফুন 
b) সাইক্লোন
c) হ্যারিকেন 
d) টর্নেডো 
উত্তর :- টর্নেডো 

8. উইলি উইলি কাকে বলে ❓
a) উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়
b) সুনামির অন্য নাম 
c) চিরহরিৎ বৃক্ষ 
d) অস্ট্রেলিয়া উপকূলে সাইক্লোন 
উত্তর :- অস্ট্রেলিয়া উপকূলে সাইক্লোন 

9. সূর্যের আয়তন পৃথিবীর আয়তন থেকে কত গুণ বেশি ❓
a) দশ গুন 
b) একশো চল্লিশ গুন 
c) প্রায় 13 হাজার গুণ 
d) প্রায় 13 লক্ষ গুণ 
উত্তর :- প্রায় 13 লক্ষ গুণ 

10. বিহারের দুঃখ বলে❓
a) গঙ্গা 
b) কোশি 
c) ঘর্ঘরা 
d) কোনটাই নয় 
উত্তর :- কোশি 

11. ভারতের দীর্ঘতম সমুদ্রতট রেখা -
a) কেরল 
b) গুজরাট 
c) তামিলনাড়ু 
d) ওড়িশা 
উত্তর :- গুজরাট 

12. ভারতের প্রাচীনতম পর্বতটির নাম -
a) হিমালয়
b) সাতপুরা 
c) আরাবল্লী 
d) বিন্ধ 
উত্তর :- আরাবল্লী 

13.  ভীল উপজাতি বসবাস করে -
a) ওড়িশা 
b) মধ্যপ্রদেশ 
c) ঝাড়খন্ড 
d) বিহার
উত্তর :- মধ্যপ্রদেশ 

14. কৃষ্ণা নদীর উপনদী নয়❓
a) মুসি 
b) ওয়েনগঙ্গা 
c) খাটপ্রভা 
d) কোয়েনা 
উত্তর :- ওয়েন গঙ্গা 

15. পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম -
a) মাদাগাস্কার 
b) গ্রেট ব্রিটেন 
c) সুমাত্রা 
d) গ্রিনল্যান্ড 
উত্তর :- গ্রিনল্যান্ড 

16. নিম্নলিখিত কোন শহরে কুম্ভ মেলা বসে না ❓
a) নাসিক 
b) বারাণসী 
c) উজ্জয়িনী
d) কোনটাই নয় 
উত্তর :- বারাণসী 

17. ভারতের ব্যারেন দ্বীপে -
a) সঞ্চয়জাত 
b) ক্ষয়জাত 
c) ভঙ্গিল 
d) স্তুপ পর্বত দেখা যায় 
উত্তর :- সঞ্জয়জাত 

18. কাঁচের চুরির জন্য বিখ্যাত ❓
a) জলন্ধর 
b) ফিরোজাবাদ 
c) কানপুর
d) কোনটাই নয় 
উত্তর :- ফিরোজাবাদ 

19. পাট চাষের জন্য প্রয়োজন -
a) উষ্ণ এবং আদ্র জলবায়ু 
b) উষ্ণ এবং শুষ্ক জলবায়ু 
c) ভূমধ্যসাগরীয় জলবায়ু 
d) কোনটাই নয় 
উত্তর :- উষ্ণ এবং আদ্র জলবায়ু 

20. কোনটি হল বাস্তুতন্ত্রের একটি বিয়োজক ❓
a) শৈবাল 
b) ব্যাকটেরিয়া 
c) ছত্রাক 
d) কোনটাই নয় 
উত্তর :- ব্যাকটেরিয়া 

21. চন্দ্রতাল অবস্থিত ❓
a) উত্তারাখণ্ড 
b) হিমাচল প্রদেশ
c) কাশ্মীর 
d) জম্মু 
উত্তর :- হিমাচল প্রদেশ

22. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত ❓
a) প্রায় 15 কোটি কিলোমিটার 
b) 3 লক্ষ 85 হাজার কিলোমিটার 
c) প্রায় 51কোটি কিলোমিটার 
d) কোনটাই নয় 
উত্তর :- প্রায় 15 কোটি কিলোমিটার 

23. হুগলি জেলা কোন প্রশাসনিক বিভাগের মধ্যে পড়ে ❓
a) বর্ধমান বিভাগ 
b) প্রেসিডেন্সি বিভাগ 
c) মেদিনীপুর বিভাগ
d) কোনটাই নয় 
উত্তর :- বর্ধমান বিভাগ 

24. সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত ❓
a) কারাকোরাম 
b) পিরপাঞ্জাল 
c) জাষ্কর 
d) কোনটাই নয় 
উত্তর :- কারাকোরাম 

25. প্রাচ্যের ভেনিস বলা হয় ❓
a) মুম্বাই
b) আলেপ্পি 
c) উদয়পুর 
d) কোনটাই নয় 
উত্তর :- আলেপ্পি 

26. জম্মু শহরটি কোন নদীর তীরে অবস্থিত ❓
a) তাওয়াই 
b) সিন্ধু 
c) চেনাব 
d) কোনটাই নয় 
উত্তর :- তাওয়াই 

27. পশ্চিমবঙ্গের জনসংখ্যা কোন দেশের সমতুল্য ❓
a) হাঙ্গেরি 
b) জর্ডন 
c) ভিয়েতনাম 
d) কোনটাই নয় 
উত্তর :- ভিয়েতনাম 

28. কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ তিরিচমির ❓
a) পামীর 
b) কুনলুন 
c) কারাকোরাম 
d) হিন্দুকুশ 
উত্তর :- হিন্দুকুশ 

29. ঝুলন্ত উপত্যকা কোথায় অবস্থিত ❓
a) নদীর পার্বত্য প্রবাহ 
b) হিমবাহ অঞ্চলে 
c) মরুদ্যানে 
d) কোনটাই নয় 
উত্তর :- হিমবাহ অঞ্চলে 

30. রিও ঘোষণা বলতে বোঝায় ❓
a) বসুন্ধরা সম্মেলন 
b) স্টক হোমস সম্মেলন 
c) রামসার সম্মেলন 
d) কোনটাই নয়
উত্তর :- বসুন্ধরা সম্মেলন




Tuesday, February 28, 2023

February 28, 2023

পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর পর্ব - ০২। Environmental Science

পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর পর্ব - ০২। Environmental Science
পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর পর্ব - ০২। Environmental Science
 হ্যালো বন্ধুরা,
আজ আপনাদের সাথে শেয়ার করবো পরিবেশ বিজ্ঞান থেকে বাছাই করা ৩০টি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর, যেহেতু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে, সেহেতু আশা করছি এই সকল প্রশ্নগুলি আপনাদের খুব সাহায্য করবে। তাই আর সময় অপচয় না করে নিচের দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে দেখে নিন।
               পরিবেশ বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব - দুই

1. বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটি কোনটি ❓
a) আয়োনোস্ফিয়ার 
b) স্ট্যাটোস্ফিয়ার 
c) ট্রপোস্ফিয়ার  
d) থার্মোস্ফিয়ার 
উত্তর :- ট্রপোস্ফিয়ার  

2. জীবগোষ্ঠীতে খাদ্য ও রসদ এর মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় তাকে বলে -
a) ট্রফিক নিচ 
b) কমিউনিটি 
c) মিউচুয়ালিজম 
d) ট্রফিক লেভেল 
উত্তর :- ট্রফিক লেভেল 

3. কোনটি হলো বাস্তুতন্ত্রের একটি বিয়োজক ❓
a) শৈবাল
b) প্রাণী
c) ব্যাকটেরিয়া 
d) ছত্রাক
উত্তর :- ব্যাকটেরিয়া 

4. একজন শিক্ষক তার কিছু ছাত্রকে প্রত্যাশিতভাবে উজ্জ্বল এবং বুদ্ধিমান খুঁজে পান । তিনি কিভাবে তাদের শেখাবেন ❓
a) উঁচু শ্রেণীসহ 
b) শিক্ষকের ইচ্ছা অনুযায়ী 
c) সমৃদ্ধ পাঠক্রম ব্যবহার করে 
d) বাকি অন্যান্য ক্লাসের সঙ্গে 
উত্তর :- সমৃদ্ধ পাঠক্রম ব্যবহার করে 

5. পরিবেশ বিদ্যা নিচের কোন বিষয় নিয়ে চর্চা করে না ❓
a) ঘটনা
b) তত্ত্ব
c) সূত্র
d) মূল্য
উত্তর :- মূল্য

6. রিও ঘোষণা বলতে বোঝায় -
a) বসুন্ধরা সম্মেলন 
b) স্টকহোমস সম্মেলন 
c) রামসার সম্মেলন 
d) কিওটো সম্মেলন 
উত্তর :- বসুন্ধরা সম্মেলন

7. শব্দের নিরাপদ মাত্রা কত ❓
a) 85 ডেসিবেল 
b) 75 ডেসিবেল 
c) 65 ডেসিবেল 
d) 90 ডেসিবেল 
উত্তর :- 65 ডেসিবেল 

8. সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত ❓
a) অন্ধ্রপ্রদেশ 
b) কেরালা
c) হিমাচল প্রদেশ
d) মধ্যপ্রদেশ 
উত্তর :- কেরালা

9. পৃথিবীর বাস্তুতন্ত্রের মূল শক্তির উৎস কি ❓
a) জোয়ার ভাটার শক্তি 
b) সৌরশক্তি 
c) বিদ্যুৎ শক্তি 
d) জল শক্তি 
উত্তর :- সৌরশক্তি 

10. মেসোথার্ম উদ্ভিদের উদাহরণ হল -
a) মহুয়া
b) সিডার 
c) মস 
d) লাইকেন
উত্তর :- মহুয়া

11. পরিবেশ বিদ্যার সমস্যা সমাধান শিখনের সুযোগ কোথায় অধিক দেখা যায় ❓
a) পরিবেশগত সম্পদের উৎস সম্পর্কে তথ্য সংগ্রহে 
b) সম্পদ ব্যবহারের ক্ষেত্রে 
c) সম্পদ ব্যবহারের নিয়ন্ত্রণের ক্ষেত্রে 
d) সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে 
উত্তর :- সম্পদ ব্যবহারের নিয়ন্ত্রণের ক্ষেত্রে 

12. প্রাথমিক পরিবেশ শিক্ষায় টেক্সট বইয়ে থাকা উচিত কেন ❓
a) বিভিন্ন বিষয় নিয়ে ছোট করে বক্তব্য
b) চিত্রের মাধ্যমে ছোট করে বর্ণনা 
c) চিত্রের প্রয়োজন নেই 
d) বর্ণনাধর্মী লেখা 
উত্তর :- চিত্রের মাধ্যমে ছোট করে বর্ণনা 

13. নিম্নলিখিত কোন প্রজাতিটি ক্লোরেল্লা নামক শৈবালের সঙ্গে সহাবস্থান করে ❓
a) পাইনাস 
b) ট্রাইকোনিস্ফা 
c) হাইড্রা 
d) পাইসাম 
উত্তর :- হাইড্রা 

14. নিচের কোনটি স্বভোজী ❓
a) সবুজ উদ্ভিদ 
b) মাছ
c) ছত্রাক
d) স্বর্ণলতা 
উত্তর :- সবুজ উদ্ভিদ 

15. ------- পিরামিড কখনো বিপরীতমুখী হয় না ❓
a) সংখ্যা 
b) শক্তি
c) খাদ্য 
d) জিবভর 
উত্তর :- শক্তি 

16. হাঙ্গরের সঙ্গে চোষক মাছের সহবাস হলো এক প্রকার -
a) কমেনসালিজম 
b) আমেসালিজম 
c) প্রিডেশন 
d) কোনটাই নয় 
উত্তর :- কমেনসালিজম 

17. এর মধ্যে কোনটি বহিঃ পরজীবী নয় ❓
a) মাইট 
b) এন্টামিবা 
c) উকুন 
d) টিক 
উত্তর :- এন্টামিবা 

18. খাদ্য শৃঙ্খলে শক্তি প্রবেশ করে ---------- দ্বারা। 
a) উৎপাদক 
b) বিয়োজক 
c) খাদক
d) রূপান্তরক 
উত্তর :- উৎপাদক

19. নিউক্লিক অ্যাসিড গঠনের জন্য অপরিহার্য -
a) হাইড্রোজেন 
b) কার্বন 
c) ফসফরাস 
d) সালফার
উত্তর :- ফসফরাস 

20. খাদ্য শৃঙ্খলে  তৃতীয় শ্রেণীর খাদক হল -
a) বাজপাখি
b) ময়ূর
c) সাপ 
d) লিমাটোড 
উত্তর :- সাপ

21. এর মধ্যে কোনটি খাদ্য স্তরের অপর নাম ❓
a) ট্রফিক লেভেল 
b) কনজিউমার লেবেল 
c) হার্বিভোর লেভেল 
d) প্রোডিউসার লেভেল 
উত্তর :- ট্রফিক লেভেল 

22. এর মধ্যে কোনটি প্রথম শ্রেণীর খাদক ❓
a) শকুন
b) বাঘ 
c) ঘাস ফড়িং
d) বাজপাখি 
উত্তর :- ঘাস ফড়িং

23. পরিবেশ শিক্ষার সঙ্গে সম্পর্ক রয়েছে নিম্নের কিসের ❓
a) সাহিত্যের
b) বিজ্ঞানের
c) সমাজ বিজ্ঞানের 
d) সবগুলির 
উত্তর :- সবগুলির 

24. পারস্পারিক সম্পর্কযুক্ত অনেকগুলি খাদ্যশৃঙ্খল কে বলে -
a) খাদ্যজাল 
b) পরজীবী খাদ্য শৃংখল 
c) শিকারজীবী খাদ্য শৃংখল 
d) সবগুলি 
উত্তর :- খাদ্যজাল 

25. নিম্নলিখিত কোনটি মরুজ প্রাণী ❓
a) কুমির 
b) কচ্ছপ 
c) মোলক হরিদাস 
d) কোনটাই নয় 
উত্তর :- মোলক হরিদাস 

26. বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের সমগ্র উদ্ভিদগোষ্ঠীকে একত্রে বলা হয় -
a) বেনথস 
b)ফ্লোরা 
c) নেকটন 
d) ফনা 
উত্তর :- ফ্লোরা 

27. ম্যালেরিয়ার জীবাণুর নাম কি ❓
a) ভাইরাস
b) ছত্রাক
c) ব্যাকটেরিয়া
d) প্রোটোজোয়া 
উত্তর :- প্রোটোজোয়া 

28. যে আন্তঃক্রিয়ায় উভয় প্রজাতির লাভবান হয় তা হল -
a) মিথোজীবীতা 
b) প্রতিযোগিতা 
c) শিকার 
d) পরজীবিতা 
উত্তর :- মিথোজীবীতা 

29. সমাজ পরিবেশে সামাজিক সম্পর্কগুলো পাঠে নিচের কোন শিক্ষা সহায়ক উপকরণ কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে ❓
a) ব্ল্যাকবোর্ড 
b) চার্ট ও গ্রাফ 
c) অডিওভিস্যুয়াল পদ্ধতি 
d) মডেল
উত্তর :- অডিওভিস্যুয়াল পদ্ধতি 

30. জলে সাঁতার কাটে যে সকল প্রাণী তাদের বলে -
a) বেনথস 
b) বায়োমাস 
c) ফনা 
d) নেকটন 
উত্তর :- নেকটন

Wednesday, February 22, 2023

February 22, 2023

পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর পর্ব - ০১। Environmental Science

পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর পর্ব - ০১। Environmental Science
পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর পর্ব - ০১
 হ্যালো বন্ধুরা,
আজ আপনাদের সাথে শেয়ার করবো পরিবেশ বিজ্ঞান থেকে বাছাই করা ৩০টি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর, যেহেতু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে, সেহেতু আশা করছি এই সকল প্রশ্নগুলি আপনাদের খুব সাহায্য করবে। তাই আর সময় অপচয় না করে নিচের দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে দেখে নিন।
               পরিবেশ বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব - এক

1. সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত❓️
a) কারাকোরাম 
b) পিরপাঞ্জাল 
c) জাঙ্কর 
d) কোনটাই নয় 
উত্তর :- কারাকোরাম ।

2. উইলি উইলি কাকে বলে❓️
a) উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিবাদ 
b) সুনামির অন্য নাম
c) চিরহরিৎ বৃক্ষ 
d) অস্ট্রেলিয়া উপকূলে সাইক্লোন 
উত্তর :- অস্ট্রেলিয়া উপকূলে সাইক্লোন।

3. ভারতের কোন রাজ্য বৃষ্টির জল ধরে রাখা শহরের সব বাড়ির বাধ্যতামূলক, প্রথম করা হয়েছে❓️
a) কেরালা
b) অরুণাচল প্রদেশ
c) তামিলনাড়ু 
d) মহারাষ্ট্র 
উত্তর :- তামিলনাড়ু।

4. ওজন অনুসারে কোন মৌলটি ভূপৃষ্ঠে সর্বাধিক মাত্রায় বিদ্যমান❓️
a) লোহা
b) সিলিকন 
c) অক্সিজেন
d) কার্বন 
উত্তর :- অক্সিজেন ।

5. বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোন পদ্ধতিটি গ্রহণ করা হয় না ❓️
a) ইনসিনারেশন (পুড়িয়ে ফেলা)
b) হাইড্রোক্লেভিং 
c) ল্যান্ড ফিলিং 
d) কোনটাই নয়
উত্তর :- ল্যান্ড ফিলিং ।

6. আবহাওয়া পরিবর্তনের প্যারিস চুক্তি কোন দেশ গ্রহণ করেনি❓️
a) ইউ. এস. এ 
b) কানাডা
c) অস্ট্রেলিয়া
d) রাশিয়া
উত্তর :- ইউ.এস.এ ।

7. পৃথিবীতে জনপ্রতি প্রতিদিন ব্যাবহার্য্য জলের গড় পরিমাণ -
a) প্রায় 53 লিটার 
b) প্রায় 20 লিটার 
c) প্রায় 43 লিটার 
d) প্রায় 50 লিটার 
উত্তর :- প্রায় 53 লিটার ।

8. বায়ুমন্ডলের কোনটি সর্বাধিক ক্ষতিকর রাসায়নিক পদার্থ ❓️
a) CFC 
b) কার্বন মনোক্সাইড 
c) হ্যালোন 
d) ডায়োক্সিন 
উত্তর :- ডায়োক্সিন ।

9. ভারতের কোন রাজ্যের সংলগ্ন সর্বাধিক সমুদ্রতট রয়েছে ❓️
a) পশ্চিমবঙ্গ
b) কর্ণাটক  
c) গুজরাট 
d) ওড়িশা 
উত্তর :- গুজরাট ।

10. বর্তমানে সবচেয়ে বেশি বিক্রিত কৃষি বিষ হলো কোনটি ❓️
a) কীটনাশক 
b) আগাছা নাশক 
c) ছত্রাক নাশক 
d) অনুজীব নাশক 
উত্তর :- আগাছা নাশক ।

11. ভারতের জনঘনত্ব সবচেয়ে বেশি কোন রাজ্য❓️
a) বিহারে
b) পশ্চিমবঙ্গে 
c) উত্তরপ্রদেশে 
d) গোয়া
উত্তর :- পশ্চিমবঙ্গ ।

12. কত সালে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিভিশন নামে বনবিভাগের নাম বদল করে রাখা হয় ❓️
a) 1949 সালে
b) 1948 সালে 
c) 1947 সালে
d) এর কোনটাই নয় 
উত্তর :- 1948 সালে  ।

13. পুরনো গাড়ির দূষণ নিয়ন্ত্রণের জন্য যে আইন চালু হয়েছে তা হল -
a) URO -2000
b) URO -2001
c) URO - 2002
d) URO -2003
উত্তর :- URO -2000 ।

14. গাছের উচ্চতা মাপার জন্য রিমোট সেনসিং পদ্ধতিতে কোন মাইক্রোওয়েভ ব্যান্ডটি সর্বাধিক প্রযোজ্য❓️
a) X 
b) C 
c) S 
d) L 
উত্তর :- L ।

15. বাস্তুবিদ্যার মূল কার্যকরী একক কোনটি ❓️
a) বাস্তুতন্ত্র 
b) বিদ্যাতন্ত্র 
c) মূল তন্ত্র 
d) এর কোনটাই নয় 
উত্তর :- বাস্তুতন্ত্র ।

16. ব্ল্যাক ফুট রোগের কারণ হলো -
a) আর্সেনিক দূষণ
b) পারদ দূষণ
c) ক্যাডমিয়াম দূষণ 
d) ফ্লুরাইড দূষণের ফলে হয় 
উত্তর :- আর্সেনিক দূষণ ।


17. কোন দেশটিতে জীববৈচিত্রের মেগা ডাইভার্সিটি কেন্দ্র নেই ❓️
a) কলম্বিয়া
b) ব্রাজিল
c) আর্জেন্টিনা
d) ভারত
উত্তর :- আর্জেন্টিনা ।

18. চিপকো আন্দোলনের সঙ্গে কোন ব্যক্তি যুক্ত ছিলেন ❓️
a) মেধা পাটেকর
b) অরুন্ধতী চৌধুরী 
c) মিরা নায়ার 
d) সুন্দরলাল বহুগুণা 
উত্তর :- সুন্দরলাল বহুগুনা ।

19. প্রাকৃতিক আঁচল কাকে বলা হয় ❓️
a) জলাশয় 
b) অরণ্য
c) মরুভূমি
d) এর কোনটাই নয় 
উত্তর :- অরণ্য ।

20. কোন জাতীয় প্রাণীর সংখ্যা পৃথিবীতে অত্যন্ত দ্রুত হারে কমছে ❓️
a) স্তন্যপায়ী 
b) সরীসৃপ 
c) পাখি
d) মৎস 
উত্তর :- পাখি ।

21. ভূমিকম্পের কারণ হিসেবে কয়টি বিষয়ের  ওপর গুরুত্ব দেয়া হয়েছে ❓️
a) তিনটি বিষয়ের উপর
b) দুটি বিষয়ের উপর
c) চারটি বিষয়ের উপর 
d) এর কোনটাই নয় 
উত্তর :- তিনটি বিষয়ের উপর ।

22. বাস্তুতন্ত্রে শক্তির উৎস কোনটি ❓️
a) জল
b) সূর্য
c) গাছ
d) মাটি
উত্তর :- সূর্য ।

23. ওজোনস্তর বিনাশের জন্য প্রধানত দায়ী হল -
a) ক্লোরোফ্লুরোকার্বন 
b) মেটাসাইক্লিন 
c) প্যান হাইড্রক্সি অ্যাসিমাইল 
d) সবগুলি
উত্তর :- ক্লোরোফ্লুরোকার্বন ।

24. গ্রীনহাউজ শব্দটির অর্থ কি ❓️
a) ঘাস পরিচর্যা 
b) গাছপালার পরিচর্যা 
c) ফুল চাষ 
d) কৃষিকাজ 
উত্তর :- গাছপালার পরিচর্যা ।

25. ভারতের সবচেয়ে সস্তা ও পরিবেশ অনুকূল শক্তির উৎস হল -
a) জোয়ার ভাটা শক্তি 
b) পারমাণবিক শক্তি
c) বায়ু শক্তি 
d) জলবিদ্যুৎ শক্তি 
উত্তর :- জোয়ার ভাটা শক্তি।

26. জলের সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থাকে এক কথায় কি বলা হয় ❓️
a) নীল বিপ্লব 
b) সবুজ বিপ্লব 
c) লাল বিপ্লব 
d) জল বিপ্লব 
উত্তর :- নীল বিপ্লব ।

27. মরুভূমিকরণে প্রধান কারণ কি ❓️
a) বায়ুপ্রবাহের সময়কাল 
b) মাটির তলার জল তুলে নেওয়া
c) বনাঞ্চল ধ্বংস
d) তাপমাত্রা বেড়ে যাওয়া
উত্তর :- বনাঞ্চল ধ্বংস ।

28. সালোকসংশ্লেষণ উৎপন্ন করে-
a) প্রোটিন 
b) ফ্যাট
c) কার্বোহাইড্রেট 
d) কোনটাই নয় 
উত্তর :- কার্বোহাইড্রেট।

29. সাধারণ খাদ্যশৃঙ্খলে সর্বপ্রথম থাকে -
a) উৎপাদক 
b) প্রাথমিক খাদক 
c) প্রাথমিক উৎপাদক 
d) বিয়োজক 
উত্তর :- উৎপাদক ।

30. বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ শতকরা কত ❓️
a) ২১ ভাগ 
b) ২৩ ভাগ 
c) ২২ ভাগ 
d) ২৫ ভাগ 
উত্তর :- ২১ ভাগ ।

×close ad