পরিবেশ বিজ্ঞান - ENVIRONMENTAL SCIENCE
March 10, 2023
পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর পর্ব - ০৩। Environmental Science
পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর পর্ব - ০৩। Environmental Science
![]() |
পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর পর্ব - ০৩। Environmental Science |
হ্যালো বন্ধুরা,
আজ আপনাদের সাথে শেয়ার করবো পরিবেশ বিজ্ঞান থেকে বাছাই করা ৩০টি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর, যেহেতু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে, সেহেতু আশা করছি এই সকল প্রশ্নগুলি আপনাদের খুব সাহায্য করবে। তাই আর সময় অপচয় না করে নিচের দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে দেখে নিন।
পরিবেশ বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব - তিন
1. রাজস্থানের মরু অঞ্চলের বালিয়াড়ি গুলি কে বলা হয় ❓
a) ধ্রিয়ান
b) কয়াল
c) টেরিস
d) ধান্দ
উত্তর :- ধ্রিয়ান
2. Life Line of Myanmar বলা হয় ❓
a) ধানসিরি
b) ইরাবতী
c) লোহিত
d) কপিনি
উত্তর :- ইরাবতী
3. ভারতের লুনি নদীর গতিপথ কোথায় এসে শেষ হয়েছে ❓
a) গঙ্গার বদ্বীপ
b) কচ্ছের রণ
c) কেরলের উপকূল
d) গোদাবরীর বদ্বীপ
উত্তর :- কচ্ছের রণ
4. তোলাইপঞ্জি ধান পাওয়া যায় -
a) পূর্ব বর্ধমান
b) দক্ষিণ দিনাজপুর
c) পশ্চিম বর্ধমান
d) উত্তর দিনাজপুর
উত্তর :- উত্তর দিনাজপুর
5. পরিবেশ শিক্ষার সঙ্গে সম্পর্ক সম্পর্ক রয়েছে নিম্নের কিসের ❓
a) বিজ্ঞানের
b) সাহিত্যের
c) সমাজবিজ্ঞানের
d) সবগুলির
উত্তর :- সবগুলির
6. পাঁচমারি শৈল শহর কোন পর্বত শ্রেণীতে অবস্থিত
a) বিন্ধ
b) সাতপুরা
c) নীলগিরি
d) কোনটাই নয়
উত্তর :- সাতপুরা
7. নিচের কোনটির বায়ুর গতি ও শক্তি সর্বাধিক ❓
a) টাইফুন
b) সাইক্লোন
c) হ্যারিকেন
d) টর্নেডো
উত্তর :- টর্নেডো
8. উইলি উইলি কাকে বলে ❓
a) উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়
b) সুনামির অন্য নাম
c) চিরহরিৎ বৃক্ষ
d) অস্ট্রেলিয়া উপকূলে সাইক্লোন
উত্তর :- অস্ট্রেলিয়া উপকূলে সাইক্লোন
9. সূর্যের আয়তন পৃথিবীর আয়তন থেকে কত গুণ বেশি ❓
a) দশ গুন
b) একশো চল্লিশ গুন
c) প্রায় 13 হাজার গুণ
d) প্রায় 13 লক্ষ গুণ
উত্তর :- প্রায় 13 লক্ষ গুণ
10. বিহারের দুঃখ বলে❓
a) গঙ্গা
b) কোশি
c) ঘর্ঘরা
d) কোনটাই নয়
উত্তর :- কোশি
11. ভারতের দীর্ঘতম সমুদ্রতট রেখা -
a) কেরল
b) গুজরাট
c) তামিলনাড়ু
d) ওড়িশা
উত্তর :- গুজরাট
12. ভারতের প্রাচীনতম পর্বতটির নাম -
a) হিমালয়
b) সাতপুরা
c) আরাবল্লী
d) বিন্ধ
উত্তর :- আরাবল্লী
13. ভীল উপজাতি বসবাস করে -
a) ওড়িশা
b) মধ্যপ্রদেশ
c) ঝাড়খন্ড
d) বিহার
উত্তর :- মধ্যপ্রদেশ
14. কৃষ্ণা নদীর উপনদী নয়❓
a) মুসি
b) ওয়েনগঙ্গা
c) খাটপ্রভা
d) কোয়েনা
উত্তর :- ওয়েন গঙ্গা
15. পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম -
a) মাদাগাস্কার
b) গ্রেট ব্রিটেন
c) সুমাত্রা
d) গ্রিনল্যান্ড
উত্তর :- গ্রিনল্যান্ড
16. নিম্নলিখিত কোন শহরে কুম্ভ মেলা বসে না ❓
a) নাসিক
b) বারাণসী
c) উজ্জয়িনী
d) কোনটাই নয়
উত্তর :- বারাণসী
17. ভারতের ব্যারেন দ্বীপে -
a) সঞ্চয়জাত
b) ক্ষয়জাত
c) ভঙ্গিল
d) স্তুপ পর্বত দেখা যায়
উত্তর :- সঞ্জয়জাত
18. কাঁচের চুরির জন্য বিখ্যাত ❓
a) জলন্ধর
b) ফিরোজাবাদ
c) কানপুর
d) কোনটাই নয়
উত্তর :- ফিরোজাবাদ
19. পাট চাষের জন্য প্রয়োজন -
a) উষ্ণ এবং আদ্র জলবায়ু
b) উষ্ণ এবং শুষ্ক জলবায়ু
c) ভূমধ্যসাগরীয় জলবায়ু
d) কোনটাই নয়
উত্তর :- উষ্ণ এবং আদ্র জলবায়ু
20. কোনটি হল বাস্তুতন্ত্রের একটি বিয়োজক ❓
a) শৈবাল
b) ব্যাকটেরিয়া
c) ছত্রাক
d) কোনটাই নয়
উত্তর :- ব্যাকটেরিয়া
21. চন্দ্রতাল অবস্থিত ❓
a) উত্তারাখণ্ড
b) হিমাচল প্রদেশ
c) কাশ্মীর
d) জম্মু
উত্তর :- হিমাচল প্রদেশ
22. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত ❓
a) প্রায় 15 কোটি কিলোমিটার
b) 3 লক্ষ 85 হাজার কিলোমিটার
c) প্রায় 51কোটি কিলোমিটার
d) কোনটাই নয়
উত্তর :- প্রায় 15 কোটি কিলোমিটার
23. হুগলি জেলা কোন প্রশাসনিক বিভাগের মধ্যে পড়ে ❓
a) বর্ধমান বিভাগ
b) প্রেসিডেন্সি বিভাগ
c) মেদিনীপুর বিভাগ
d) কোনটাই নয়
উত্তর :- বর্ধমান বিভাগ
24. সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত ❓
a) কারাকোরাম
b) পিরপাঞ্জাল
c) জাষ্কর
d) কোনটাই নয়
উত্তর :- কারাকোরাম
25. প্রাচ্যের ভেনিস বলা হয় ❓
a) মুম্বাই
b) আলেপ্পি
c) উদয়পুর
d) কোনটাই নয়
উত্তর :- আলেপ্পি
26. জম্মু শহরটি কোন নদীর তীরে অবস্থিত ❓
a) তাওয়াই
b) সিন্ধু
c) চেনাব
d) কোনটাই নয়
উত্তর :- তাওয়াই
27. পশ্চিমবঙ্গের জনসংখ্যা কোন দেশের সমতুল্য ❓
a) হাঙ্গেরি
b) জর্ডন
c) ভিয়েতনাম
d) কোনটাই নয়
উত্তর :- ভিয়েতনাম
28. কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ তিরিচমির ❓
a) পামীর
b) কুনলুন
c) কারাকোরাম
d) হিন্দুকুশ
উত্তর :- হিন্দুকুশ
29. ঝুলন্ত উপত্যকা কোথায় অবস্থিত ❓
a) নদীর পার্বত্য প্রবাহ
b) হিমবাহ অঞ্চলে
c) মরুদ্যানে
d) কোনটাই নয়
উত্তর :- হিমবাহ অঞ্চলে
30. রিও ঘোষণা বলতে বোঝায় ❓
a) বসুন্ধরা সম্মেলন
b) স্টক হোমস সম্মেলন
c) রামসার সম্মেলন
d) কোনটাই নয়
উত্তর :- বসুন্ধরা সম্মেলন