Breaking



Sunday, March 26, 2023

General Knowledge MCQ Question & Answer Part - 09 For All Competitive Exam 2023

General Knowledge MCQ Question & Answer Part - 09 For All Competitive Exam 2023
General Knowledge MCQ Question & Answer Part - 09 For All Competitive Exam 2023
Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ ত্রিশটি  এম. সি. কিউ  প্রশ্ন-উত্তর।যে গুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচের প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখে নিন।
               জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - নয় 



1. ভোরের পাখি কাকে বলা হয়❓
a) আমির খসরু 
b) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) বিহারীলাল চক্রবর্তী 
উত্তর :- বিহারীলাল চক্রবর্তী 

2. বিশ্বের বৃহত্তম মরুভূমি এর নাম কি ❓
a) সাহারা
b) গোবি
c) কালাহারি 
d) থর 
উত্তর :- সাহারা

3. ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি ❓
a) ব্যারোমিটার
b) রিখটার স্কেল 
c) উভয় 
d) কোনটাই নয় 
উত্তর :- রিখটার স্কেল 

4. সুলতান-ই আজম কার উপাধি ❓
a) ইলতুৎমিস 
b) আরাম শাহ 
c) আবু রিহান 
d) কোনটাই নয় 
উত্তর :- ইলতুৎমিস 

5. স্বদেশ বান্ধব সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল❓
a) মেঘালয় 
b) বরিশালে 
c) উত্তরাখণ্ডে 
d) লখনৌ তে 
উত্তর :- বরিশালে 

6. ভারতের ছদ্ম বেকারত্ব প্রধানত কোন ক্ষেত্রে সর্বাধিক ❓
a) শহরাঞ্চলে 
b) কৃষি ক্ষেত্রে 
c) শিল্প উৎপাদন ক্ষেত্রে 
d) কোনটাই নয় 
উত্তর :- কৃষি ক্ষেত্রে 

7. দুটি গ্যামেটের মিলনকে কি বলে ❓
a) নিষেক 
b) যৌন জনন 
c) অযৌন জনন 
d) অঙ্গজ জনন 
উত্তর :- নিষেক

8. সবুজ আলোর মধ্যে লাল ফুল রাখলে ফুলটিকে কেমন দেখায় ❓
a) কালো 
b) সাদা
c) হলুদ
d) কমলা
উত্তর :- কালো 

9. ভূগোলের ব্যাপক পরিবর্তন ঘটে কত সালে ❓
a) 1960
b) 1990
c) 1980
d) 1950
উত্তর :- 1980

10. আমজাদ আলী খান নিচের কোন সংগীত যন্ত্রের সাথে যুক্ত ❓
a) সরোদ 
b) সানাই
c) গিটার
d) তবলা
উত্তর :- সরোদ

11. বক্সিং খেলার ক্রিয়াক্ষেত্র কে কি বলা হয় ❓
a) রিং 
b) কোর্ট 
c) ফ্যাট 
d) ফিল 
উত্তর :-রিং 

12. বিশ্বখ্যাত মোনালিসা ছবিটি কে এঁকেছিলেন ❓
a) পাবলো পিকাসো 
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) লিওনার্দো দ্য  ভিঞ্চি
d) কোনটাই নয় 
উত্তর :- লিওনার্দো দ্য ভিঞ্চি 

13. ভারতের তালাচাবির শহর বলা হয়❓ 
a) হরিদ্দার 
b) আলিগড় 
c) অমৃতসর 
d) পুনে 
উত্তর :- আলিগড় 

14. পৃথ্বীরাজ রাসো গ্রন্থটি কার লেখা ❓
a) চাঁদ বরদৈই 
b) ইলতুৎমিস 
c) কুতুবউদ্দিন আইবক 
d) কোনটাই নয় 
উত্তর :- চাঁদ বরদৈই 

15. ফুল তারা কার ছদ্মনাম ❓
a) মালাধর বসু 
b) কামিনী রায় 
c) প্রীতিলতা ওয়াদ্দেদার 
d) যামিনী রায় 
উত্তর :- প্রীতিলতা ওয়াদ্দেদার 

16. আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল ❓
a) গান্ধী ব্রিগেড 
b) নেহেরু ব্রিগেট 
c) ঝাসি বাহিনী
d) কোনটাই নয় 
উত্তর :- ঝাসি বাহিনী 

17. নদীয়া জেলার সদর দপ্তর কোনটি ❓
a) কৃষ্ণনগর
b) সিউড়ি 
c) বহরমপুর 
d) চুঁচুড়া 
উত্তর :- কৃষ্ণনগর

18. কেন্দ্রীয় ঔষধ গবেষণাগারটি কোথায় অবস্থিত ❓
a) মুম্বাই
b) দিল্লি 
c) হায়দ্রাবাদ 
d) চন্ডিগড় 
উত্তর :- দিল্লি 

19. প্রথম কোন বাংলা উপন্যাস জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে ❓
a) গণদেবতা 
b) গোরা 
c) পথের পাঁচালী
d) অহিংসা 
উত্তর :- গণদেবতা

20. পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি ❓
a) শিয়ালদহ 
b) হাওড়া
c) ফারাক্কা 
d) কলকাতা 
উত্তর :- হাওড়া

21. আম্ফান ঝড়ের নামকরণ করেন কোন দেশ ❓
a) শ্রীলংকা 
b) জাপান 
c) থাইল্যান্ড 
d) ওমান
উত্তর :- থাইল্যান্ড

22. টেনিদা চরিত্রের স্রষ্টা হলেন -
a) সুকুমার সেন 
b) নারায়ণ গঙ্গোপাধ্যায় 
c) রাজ শেখর বস 
d) সমরেশ বসু 
উত্তর :- নারায়ণ গঙ্গোপাধ্যায় 

23. ফারেনহাইট স্কেল কে আবিষ্কার করেন ❓
a) কুক 
b) ফ্লেমিং
c) ড্যানিয়েল গাব্রিয়েল 
d) কেউই নয় 
উত্তর :- ড্যানিয়েল গাব্রিয়েল 

24. তুঙ্গ ভদ্র অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ❓
a) তামিলনাড়ু 
b) কর্ণাটক 
c) সিকিম
d) উত্তর প্রদেশ 
উত্তর :- কর্ণাটক 

25. গ্রীন হাউজ গ্যাসের প্রভাবের ফলে পৃথিবীর তাপমাত্রা কেমন হয় ❓
a) কমে
b) বাড়ে 
c) উঠানামা করে 
d) স্থির থাকে 
উত্তর :- বাড়ে 

26. হরিজন পত্রিকার সম্পাদক কে ❓
a) মহাত্মা গান্ধী 
b) ডিরোজিও 
c) সুভাষচন্দ্র বসু 
d) রাজীব গান্ধী 
উত্তর :- মহাত্মা গান্ধী 

27. জীবনের ঝরাপাতা আত্মজীবনীটি কার ❓
a) সরলা দেবী চৌধুরানী 
b) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 
c) দীনবন্ধু মিত্র
d) প্রেমেন্দ্র মিত্র 
উত্তর :- সরলা দেবী চৌধুরানী 

28. রামলীলা কোন রাজ্যের নৃত্য ❓
a) উত্তর প্রদেশ 
b) মেঘালয়
c) কেরল 
d) মনিপুর 
উত্তর :- উত্তর প্রদেশ 

29. বৃষ্টির ফোঁটা গোলাকার হয় _____ এর জন্য ❓
a) স্থিতিস্থাপকতা 
b) সান্দ্রতা
c) পৃষ্ঠটান 
d) বায়ুমণ্ডলীয় চাপ 
উত্তর :- পৃষ্ঠটান 

30. ভারতের কেন্দ্রীয় পাঠ গবেষণাগারটি কোন রাজ্যে অবস্থিত ❓
a) পশ্চিমবঙ্গ
b) মেঘালয়
c) ঝাড়খন্ড 
d) দিল্লি 
উত্তর :- পশ্চিমবঙ্গ



No comments:

Post a Comment

×close ad