Breaking



Friday, March 31, 2023

History MCQ Question & Answer Part - 05 For All Competitive Exam

History MCQ Question & Answer Part - 05 For All Competitive Exam
History MCQ Question & Answer Part - 05 For All Competitive Exam
Hello বন্ধুরা,
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ইতিহাস বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
ইতিহাস প্রশ্নোত্তর পর্ব - পাঁচ 



1. গোয়ালিয়র লিপি থেকে কোন প্রতিহার শাসকের কৃতিত্বপূর্ণ কাজ সম্বন্ধে জানতে পারা যায় ❓
a) মিহিরভোজ 
b) প্রথম নাক ভট্ট 
c) বৎসরাজ 
d) প্রথম মহেন্দ্র পাল 
উত্তর :- মিহির ভোজ 

2. দক্ষিণ ভারতে কারা সামুদ্রিক ক্ষমতার জন্য বিখ্যাত ছিল ❓
a) চালুক্য 
b) চোল 
c) হোসিনা 
d) পান্ডুয়া
উত্তর :- চোল 

3. বিখ্যাত জ্যোতিশাস্ত্র 'সূর্যসিদ্ধান্ত' করা রচিত❓ 
a)  বিশাখ দত্ত 
b) সুশ্রুত 
c) আর্য ভট্ট 
d) সূর্য শেখর 
উত্তর :- আর্য ভট্ট 

4. পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির কারা তৈরি করেছিলেন ❓
a) কৃষ্ণ বর্মন 
b) অনন্ত বর্মন 
c) দেব বর্মন 
d) উপরের কেউই নয় 
উত্তর :- অনন্ত বর্মন 

5. কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন ❓
a) দ্বিতীয় রাজেন্দ্র 
b) প্রথম রাজেন্দ্র
c) রাজ রাজা 
d) রাধাধিরাজ
উত্তর :- প্রথম রাজেন্দ্র

6. ভারতবর্ষে প্রথম সরকারি সেনা শাসক কে চালু করেছিল ❓
a) শক 
b) গ্রীক 
c) মুঘল
d) পার্সিয়ান 
উত্তর :- গ্রীক 

7. মহাযান শিক্ষার বিখ্যাত পাঠস্থান কোথায় ছিল❓ 
a) নালন্দা 
b) সারনাথ 
c) বারানসি 
d) তক্ষশীলা 
উত্তর :- নালন্দা 

8. কোন ধর্ম এশিয়ার বিভিন্ন অংশে বিস্তার লাভ করেছিল ❓
a) জৈন ধর্ম
b) হিন্দু ধর্ম
c) বৌদ্ধ ধর্ম
d) কোনটাই নয় 
উত্তর :- বৌদ্ধ ধর্ম 

9. আর্যদের আর্কটিক অঞ্চলে আদি বাসস্থানের তত্ত্বটিকে সমর্থন করেন ❓
a) প্যারগিটার 
b) এ সি দাস 
c) বি জি তিলক 
d) কোনটাই নয় 
উত্তর :- বি জি তিলক 

10. বুদ্ধের ধ্বংসাবশেষ কোথায় রাখা আছে ❓
a) চৈত্য 
b) বিহার
c) স্তুপ 
d) বৌদ্ধমা 
উত্তর :- স্তুপ 

11. অনুব্রত কারা সমর্থন করতো ❓
a) জৈনরা 
b) মহাজান বৌদ্ধরা 
c) হীনযান বৌদ্ধরা 
d) কোনটাই নয়
উত্তর :- জৈন রা 

12. প্রতি পাঁচ বছর অন্তর কে প্রয়াগে ধর্ম সম্মেলনে আয়োজন করতেন ❓
a) কনিষ্ক
b) হর্ষবর্ধন 
c) অশোক
d) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য 
উত্তর :- হর্ষবর্ধন 

13. কোন গ্রীক রাজা দ্বিভাষিক মুদ্রার প্রচলন করেন ❓
a) ডিমিট্রিভস 
b) মন্দার 
c) আলেকজান্ডার 
d) এদের কেউই নয় 
উত্তর :-ডিমিট্রিভস 

14. নিম্নলিখিত কোন বইটি রাষ্ট্রকূটরাজ অমঘবর্ষের লেখা ❓
a) আদি পুরাণ 
b) গণিতসার সংগ্রহ
c) কবিরাজমার্গ 
d) কোনটাই নয় 
উত্তর :-কবিরাজমার্গ 

15. দিল্লির প্রথম এবং শেষ মহিলা শাসক কে ছিলেন ❓
a) চাঁদ বিবি 
b) নুরজাহান 
c) মুমতাজ মহল 
d) রাজিয়া সুলতান 
উত্তর :- রাজিয়া সুলতান 

16.  'ছৌগান' চলাকালীন কোন শাসক মারা গিয়েছিলেন❓
a) বলবন 
b) শেরশাহ 
c) জালাল উদ্দিন খলজি 
d) কুতুবউদ্দিন আইবক 
উত্তর :- কুতুবউদ্দিন আইবক 

17. সুলতান যুগে ব্যারিক্ত বলতে কাদের বোঝানো হতো ❓
a) পুলিশ অফিসার 
b) খবর পরিবেশক 
c) অ্যাকাউটেন্ট 
d) রেভিনিউ অফিসার 
উত্তর :-খবর পরিবেশক 

18. ভারতে সর্বপ্রথম কারা ইসলাম ধর্মের প্রবেশ ঘটায় ❓
a) তুর্কিরা 
b) খলজিরা 
c) আরবরা 
d) দাস শাসকরা 
উত্তর :- খলজিরা 

19. প্রাক মধ্যযুগীয় ভারতের ভিত্তি কিসের উপর স্থাপিত হয় ❓
a) স্তম্ভ 
b) জাতি 
c) গোত্র
d) ধর্ম সম্প্রদায়
উত্তর :- জাতি 

20. কোন গ্রন্থে আরবীয়  শব্দ ডাক্তার সম্বন্ধে জানা যায় ❓
a) কিতাব -ফি -তহকিক 
b) ফতহা-ই- ফিরাজ 
c) জহর -ফিল -জহির 
d) কোনটাই নয় 
উত্তর :-জহর -ফিল -জহির 

21. বস্ত্রশিল্পে তুর্কিরা ভারতকে কোন জিনিস শিখিয়েছিল ❓
a) চরকা শিল্প 
b) রং করা
c) হাতের সূচি শিল্প 
d) তাঁত শিল্প 
উত্তর :- চরকা শিল্প 

22. কোন রাজপুত গোষ্ঠী জয়পুরে রাজত্ব করতো ❓
a) কাছোয়া 
b) শিশোদীয়া
c) রাঠোর
d) হাদাস 
উত্তর :-কাছোয়া 

23. কার উপাধি ছিল 'অন্ধ্রকবিতা পিতামহ' ❓
a) মাধব 
b) সায়ন 
c) শ্রীনাথ
d) পেদ্দান 
উত্তর :-পেদ্দান 

24. লিঙ্গরাজ মন্দির অবস্থিত ❓
a) ভুবনেশ্বরে 
b) খাজুরাহোতে 
c) মাদুরাইতে 
d) মাউন্ট আবুতে
উত্তর :- ভুবনেশ্বরে 

25. তকভি বলতে কি বুঝায় ❓
a) কৃষক ঋণ 
b) এক ধরনের উর্বর জমি 
c) হিন্দুদের উপর আরোপিত কর
d) অনুর্বর জমি 
উত্তর :- কৃষক ঋণ 

26. দিল্লির খলজি সুলতানরা ছিলেন -
a) মুঘল
b) আফগান 
c) জাঠ 
d) তুর্কি
উত্তর :- তুর্কি

27. সুফি ধর্মের সাথে হিন্দু ধর্মের কিসের মিল ছিল ❓
a) কর্ম
b) ভক্তি
c) কল্প 
d) জ্ঞান 
উত্তর :- কর্ম

28. ভক্তি যুগের কে একজন পথপ্রদর্শক ছিলেন না ❓
a) রামানন্দ
b) কবি
c) শংকরাচার্য 
d) নানক 
উত্তর :- শংকরাচার্য 

29. মধ্যপ্রদেশের নির্গুণ ভক্তির প্রচারক কে ছিলেন ❓
a) নাম দেব 
b) বল্লভআচার্য 
c) শ্রী চৈতন্য 
d) রামানন্দ 
উত্তর :- রামানন্দ 

30. কোন মানুষ যেন অন্য মানুষের ধর্ম বা জাত জিজ্ঞাসা না করে- এটি কার উক্তি ❓
a) কবীর 
b) রামানন্দ
c) রামানুজ 
d) চৈতন্য
উত্তর :- কবীর 




No comments:

Post a Comment

×close ad