Breaking



Thursday, March 16, 2023

History MCQ Question & Answer Part - 04 For All Competitive Exam

History MCQ Question & Answer Part - 04 For All Competitive Exam
History MCQ Question & Answer Part - 04 
Hello বন্ধুরা,
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ইতিহাস বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
ইতিহাস প্রশ্নোত্তর পর্ব - চার 



1. আর্যদের প্রধান উপজীবিকা কি ছিল ❓
a) ব্যবসা
b) কৃষিকাজ 
c) পশুপালন 
d) উপরের সবকটি 
উত্তর :- কৃষিকাজ 

2. যে রথ চালাত তাকে কি বলা হত ❓
a) ভি কল 
b) ভোজ 
c) সুতা 
d) সংগৃহিতা 
উত্তর :- সুতা

3. কতগুলি গ্রাম নিয়ে কি তৈরি হতো ❓
a) জন 
b) সভা 
c) সমিতি
d) বিশ 
উত্তর :- বিশ

4. আর্যরা প্রথম কোথায় বসতি স্থাপন করে ❓
a) পাঞ্জাব
b) সিন্ধু 
c) কাশ্মীর
d) গুজরাট 
উত্তর :- পাঞ্জাব

5. মানুষ এবং ঈশ্বরের যোগাযোগকারী হিসেবে বৈদিক যুগে কে পরিচিত ❓
a) অগ্নি
b) অশ্বিন 
c) ইন্দ্র
d) মরুৎ 
উত্তর :- অগ্নি

6. কোন স্থানের উল্লেখ রামায়ণ ও মহাভারতে নেই ❓
a) পাঁচলা 
b) কৌশম্বি 
c) মগধ 
d) কাশি
উত্তর :- কৌশম্বি 

7. কুমার সম্ভবম গ্রন্থটি কার রচিত ❓
a) চন্দবরদাই 
b) হরি সেন 
c) বানভট্ট
d) কালিদাস 
উত্তর :- কালিদাস 

8. অজন্তা গুহাচিত্র গুলির দৃশ্য কোথা থেকে নেওয়া হয়েছে ❓
a) রামায়ণ থেকে 
b) উপনিষদ থেকে
c) জাতক থেকে 
d) মহাভারত থেকে
উত্তর :- জাতক থেকে 

9. মহাকবি কালিদাস কার রাজত্বকালে বাস করতেন ❓
a) অশোক 
b) চন্দ্রগুপ্ত মৌর্য 
c) সমুদ্র গুপ্ত 
d) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 
উত্তর :- দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

10. পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন ❓
a) কালিদাস 
b) বিষ্ণু শর্মা 
c) বানভট্ট
d) তুলসী দাস 
উত্তর :- বিষ্ণু শর্মা 

11. কারা প্রথম সোনার মুদ্রা চালু করেন ❓
a) শকরা 
b) ইন্দো গ্রিক 
c) পার্শিয়ান 
d) কুষাণ 
উত্তর :- ইন্দো গ্রিক 

12. রুদ্রদমন কোথাকার শাসক ছিলেন❓
a) পল্লব 
b) কুষাণ 
c) মৌর্য 
d) শক 
উত্তর :- শক 

13. চরক কার রাজসভায় বিখ্যাত চিকিৎসক ছিলেন ❓
a) হর্ষ 
b) চন্দ্রগুপ্ত মৌর্য 
c) অশোক 
d) কনিষ্ক 
উত্তর :- কনিষ্ক 

14. দক্ষিণ ভারতের কোন রাজ্যটি নৌশক্তির জন্য বিখ্যাত ছিল ❓
a) চালুক্য 
b) চোল 
c) হোয়সল 
d) পান্ড্য
উত্তর :- চোল 

15. অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন -
a) বিন্দুসার 
b) অশোক 
c) কালাশোক 
d) বিম্বিসার 
উত্তর :- বিন্দুসার 

16. কোন গ্রন্থটি হর্ষবর্ধনের রচিত নয় ❓
a) হর্ষচরিত 
b) নাগানন্দ 
c) প্রিয়দর্শিকা 
d) রত্নাবলী 
উত্তর :- হর্ষচরিত 

17. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ❓
a) তামাত্তা 
b) তাম্রলিপ্ত
c) লক্ষনৌবতী 
d) কর্ণসুবর্ণ 
উত্তর :- কর্ণসুবর্ণ 

18. কোন রাজবংশ সবচেয়ে বেশি মন্দির এবং ব্রাহ্মণদের পৃষ্ঠপোষকতা করেছিল ❓
a) গুপ্ত রাজবংশ
b) প্রতিহার রাজবংশ 
c) রাষ্ট্রকূট বংশ 
d) পাল রাজবংশ 
উত্তর :- গুপ্ত রাজবংশ 

19. কোন রাজবংশ সবথেকে প্রাচীন ছিল ❓
a) পল্লব বংশ 
b) চোল বংশ
c) মৌর্য বংশ 
d) গুপ্ত বংশ 
উত্তর :- মৌর্য বংশ 

20. সবচেয়ে প্রাচীন কোন সময়কার মন্দিরের অস্তিত্ব এখন রয়েছে ❓
a) গুপ্ত যুগ 
b) বৈদিক যুগ 
c) মৌর্য যুগ 
d) শূঙ্গ যুগ 
উত্তর :- গুপ্ত যুগ 

21. প্রাচীনকালে গুজরাট কি নামে পরিচিত ছিল ❓
a) সৌরাষ্ট
b) তেলেঙ্গানা 
c) কচ্ছের রান 
d) কলহান 
উত্তর :- সৌরাষ্ট

22. প্রথম বাংলায় স্বাধীন সুলতানি স্থাপন করেন -
a)  শামসউদ্দিন ইলয়াস  শাহ 
b) মুর্শিদকুলি খাঁ 
c) হোসেন শাহ 
d) আলীবর্দী খাঁ 
উত্তর :- মুর্শিদকুলিকা 

23. দিল্লির খলজি সুলতানরা ছিলেন -
a) মুঘল
b) আফগান 
c) তুর্কি 
d) কোনটাই নয় 
উত্তর :- তুর্কি 

24. পেশোয়ার নানা সাহেব বলে কে পরিচিত ছিল ❓
a) বাজিরাও 
b) বালাজি বিশ্বনাথ 
c) বালাজি বাজিরাও 
d) প্রথম মাধব রাও 
উত্তর :- বালাজি বাজিরাও 

25. কে জাহাঙ্গীরের রাজসভায় আসেন ❓
a) এফ বার্ণিয়ে 
b) নিকোলো কন্টি 
c) স্যার টমাস রো 
d) কোনটাই নয় 
উত্তর :- স্যার টমাস রো 

26. কার আমলে প্রচলিত আমার মুদ্রা হল দাম ❓
a) শেরশাহ 
b) জাহাঙ্গীর
c) ঔরঙ্গজেব 
d) আকবর
উত্তর :- শেরশাহ 

27. হুমায়ুননামা কার রচনা ❓
a) গুলবদন বেগম 
b) আবুল ফজল 
c) হুমায়ুন 
d) আকবর 
উত্তর :- গুলবদন বেগম 

28. আগ্রায় মতি মসজিদ কে নির্মাণ করেন ❓
a) শাহজাহান
b) আকবর
c) জাহাঙ্গীর
d) কোনটাই নয়
উত্তর :- শাহজাহান

29. ঔরঙ্গজেব কোন বাদ্যযন্ত্র খুব ভালো বাজাতে পারতেন ❓
a) ফ্লুট 
b) তবলা 
c) বীনা 
d) সেতার 
উত্তর :- বীনা

30.  কে আইন -ই আকবরী রচনা করেন ❓
a) আবুল ফজল 
b) বদাউনি 
c) ফইজি 
d) গুলবদন বেগম 
উত্তর :- আবুল ফজল




No comments:

Post a Comment

×close ad