Breaking



Tuesday, April 11, 2023

General Knowledge MCQ Question & Answer Part - 12 For All Competitive Exam 2023

General Knowledge MCQ Question & Answer Part - 12 For All Competitive Exam 2023
General Knowledge MCQ Question & Answer Part - 12 
Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ ত্রিশটি  এম. সি. কিউ  প্রশ্ন-উত্তর।যে গুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচের প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখে নিন।
               জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - ১২ 



1. দুমহাল নৃত্য কোন রাজ্যে দেখা যায় ❓
a) চন্ডিগড় 
b) পাঞ্জাব 
c) জম্মু -কাশ্মীর 
d) হরিয়ানা 
উত্তর :- জম্মু-কাশ্মীর 

2. ভারতে আক্রমণের জন্য নিম্নের কে বাবর কে আমন্ত্রণ জানিয়েছিল ❓
a) সিকান্দার লোদী 
b) দৌলতখান লোদী 
c) শের খান 
d) ইব্রাহিম লোদী 
উত্তর :- দৌলতখান লোদী 

3. বার্ধক্য সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা কি নামে পরিচিত ❓
a) জেরোন্টোলজি 
b) ইটিওলজি 
c) টেরাটোলোজি 
d) কোনটাই নয় 
উত্তর :-জেরোন্টোলজি 

4. ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত❓
a) দেরাদুন, উত্তরাখন্ড 
b) শিমলা, হিমাচল প্রদেশ 
c) লখনৌ, উত্তর প্রদেশ 
d) কোনটাই নয় 
উত্তর :- দেরাদুন, উত্তরাখন্ড 

5. 11 তম হকি জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতল কোন রাজ্য ❓
a) কেরল 
b) উত্তর প্রদেশ
c) কর্ণাটক 
d) অন্ধ্রপ্রদেশ 
উত্তর :- উত্তর প্রদেশ 

6. দেশের প্রথম ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় লঞ্চ করা হলো ❓
a) উত্তর প্রদেশ 
b) সিকিম
c) অরুণাচল প্রদেশ
d) মহারাষ্ট্র 
উত্তর :- উত্তর প্রদেশ 

7. চৈতন্য দেবের সবচেয়ে বিখ্যাত জীবনীগ্রন্থ চৈতন্য চরিতামৃত কে রচনা করেন ❓
a) সুন্দর দাস 
b) তুলসী দাস 
c) মাধবাচার্য 
d) কৃষ্ণ দাস কবিরাজ 
উত্তর :- কৃষ্ণ দাস কবিরাজ 

8. মাইকেল ফ্রান্সিস ও ডায়ার কে নিম্নের কে হত্যা করেন ❓
a) চন্দ্রশেখর আজাদ
b) উধাম সিং 
c) মঙ্গল পান্ডে 
d) ভগৎ সিং 
উত্তর :-উধাম সিং 

9. কোন সুলতান মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছিলেন ❓
a) আলাউদ্দিন খলজি 
b) ইলতুৎমিস 
c) বলবন 
d) কোনটাই নয় 
উত্তর :- আলাউদ্দিন খলজি 

10. বিশ্ব নারী দিবস কবে পালন করা হয়❓
a) 18 মার্চ 
b) 8 মার্চ 
c) 24 মার্চ 
d) 4 ফেব্রুয়ারি 
উত্তর :-8 মার্চ

11. নিম্নের কোনটির ভরকেন্দ্র বস্তুর দেহের বাইরে অবস্থিত ❓
a) ফাউন্টেন পেন 
b) রিং 
c) ক্রিকেট বল
d) বই
উত্তর :- রিং 

12. নিম্নের কোনটি ন্যূনতম গ্রহন না করলে মানুষ বাঁচতে পারে না ❓
a) প্রোটিন
b) শর্করা
c) ফ্যাট 
d) খনিজ পদার্থ 
উত্তর :- প্রোটিন 

13. কোন সাতবাহন শাসক এক ব্রাহ্মণ উপাধি গ্রহণ করেছিলেন ❓
a) গৌতমীপুত্র সাতকর্ণী 
b) প্রথম সাতকর্ণী  
c) হাল
d) কোনটাই নয় 
উত্তর :-গৌতমীপুত্র সাতকর্ণী 

14. কোন সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেন ❓
a) 1784
b) 1748
c) 1884
d) 1848
উত্তর :-1784

15. নিম্নের কোন দিল্লি  সুলতান সম্রাটের দাসেদের নিয়ে আলাদা একটি দপ্তর ছিল ❓
a) ফিরোজ শাহ তুঘলক 
b) ইলতুৎমিস 
c) বল বন 
d) মোহাম্মদ বিন তুঘলক 
উত্তর :- ফিরোজ শাহ তুঘলক 

16. বিশ্বের সাথে একটি দেশের পণ্য পরিবহনের মোট রেকর্ড কে কি বলে ❓
a) ক্যাপিটাল এমাউন্ট 
b) কারেন্ট এমাউন্ট 
c) ব্যালেন্স অফ পেমেন্ট 
d) ব্যালেন্স অফ ট্রেড 
উত্তর :-ব্যালেন্স অফ পেমেন্ট 

17. নুমালিগড় তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত ❓
a) অসম 
b) হরিয়ানা 
c) গুজরাট 
d) বিহার 
উত্তর :- অসম 

18. সুশীলা দেবী আওয়ার্ড 2021 কে জিতলেন❓
a) অরুন্ধতী রায় 
b) কমলেশ গান্ধী
c) অনুকীর্তি উপাধ্যায় 
d) উপরের কেউ নয় 
উত্তর :- অনুকীর্তি উপাধ্যায় 

19. তারিখ-ই -ফিরোজ শাহী কার লেখা ❓
a) জিয়াউদ্দিন বারাউনী 
b) আলবেরুনী 
c) আবুল ফজল 
d) কোনটাই নয় 
উত্তর :-জিয়াউদ্দিন বারাউনী 

20. সমস্ত কেসে নিম্নের কে ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন ❓
a) এটর্নি জেনারেল অফ ইন্ডিয়া 
b) চিফ ক্যাবিনেট সেক্রেটারি 
c) সেক্রেটারি অফ ল মিনিস্টার 
d) কোনটাই নয় 
উত্তর :-এটর্নি জেনারেল অফ ইন্ডিয়া 

21. মেলঘাট ব্যাঘ্র অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত ❓
a) তাপ্তি 
b) মহানদী 
c) গোদাবরী 
d) নর্মদা
উত্তর :- তাপ্তি 

22. ঋণাত্মক ত্বরণ কি নির্দেশ করে ❓
a) বেগ বাড়ছে 
b) বেগ কমছে 
c) বেগ ধ্রুবক রয়েছে 
d) বস্তু স্থির হয়ে গেছে 
উত্তর :- বেগ কমছে 

23. দমকলের লোকেদের পোশাক কোন ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় যাতে না আগুন লাগে ❓
a) মেলামাইন 
b) রেয়ন 
c) নাইলন 
d) আর্কাইলিক 
উত্তর :- মেলামাইন 

24. কোথায় ব্রাহ্মস মিসাইল উৎপাদন ইউনিটের উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ❓
a) লখনৌ 
b) ভোপাল 
c) মুম্বাই 
d) দেরাদুন
উত্তর :- লখনৌ 

25. প্রথম কোন ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি কে করেন ❓
a) সরোজিনী নাইডু 
b) অ্যানি বেসান্ত
c) বিজয়লক্ষী পণ্ডিত 
d) রাজকুমারী অমৃত কৌর 
উত্তর :- সরোজিনী নাইডু 

26. মধ্য প্রদেশের সাঁচি স্তুপ কে নির্মাণ করেন ❓
a) অশোক 
b) কনিষ্ক
c) চন্দ্রগুপ্ত মৌর্য 
d) হর্ষবর্ধন 
উত্তর :-অশোক 

27. এশিয়ান গন্ডার ভারতের কোথায় দেখতে পাওয়া যায়❓
a) মানস অভয়ারণ্য 
b) করবেট জাতীয় উদ্যান 
c) কাজিরাঙ্গা জাতীয় উদ্যান 
d) কানহা জাতীয় উদ্যান 
উত্তর :- কাজিরাঙ্গা জাতীয় উদ্যান 

28. ভারতের বৃহত্তম ব্যাংক টি হল -
a) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 
b) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 
c) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 
d) ব্যাঙ্ক অফ বরোদা 
উত্তর :- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 

29. 1929 সালে কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন ❓
a) মহাত্মা গান্ধী 
b) সুভাষচন্দ্র বসু 
c) মতিলাল নেহেরু 
d) জহরলাল নেহেরু 
উত্তর :- জওহরলাল নেহেরু 

30. কার আমলে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিল ❓
a) ইলতুৎমিস 
b) আলাউদ্দিন খলজি 
c) মোহাম্মদ বিন তুঘলক 
d) কোনটাই নয় 
উত্তর :- ইলতুৎমিস



No comments:

Post a Comment

×close ad