Breaking



Showing posts with label Gk - সাধারণ জ্ঞান. Show all posts
Showing posts with label Gk - সাধারণ জ্ঞান. Show all posts

Tuesday, April 11, 2023

April 11, 2023

General Knowledge MCQ Question & Answer Part - 12 For All Competitive Exam 2023

General Knowledge MCQ Question & Answer Part - 12 For All Competitive Exam 2023
General Knowledge MCQ Question & Answer Part - 12 
Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ ত্রিশটি  এম. সি. কিউ  প্রশ্ন-উত্তর।যে গুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচের প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখে নিন।
               জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - ১২ 



1. দুমহাল নৃত্য কোন রাজ্যে দেখা যায় ❓
a) চন্ডিগড় 
b) পাঞ্জাব 
c) জম্মু -কাশ্মীর 
d) হরিয়ানা 
উত্তর :- জম্মু-কাশ্মীর 

2. ভারতে আক্রমণের জন্য নিম্নের কে বাবর কে আমন্ত্রণ জানিয়েছিল ❓
a) সিকান্দার লোদী 
b) দৌলতখান লোদী 
c) শের খান 
d) ইব্রাহিম লোদী 
উত্তর :- দৌলতখান লোদী 

3. বার্ধক্য সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা কি নামে পরিচিত ❓
a) জেরোন্টোলজি 
b) ইটিওলজি 
c) টেরাটোলোজি 
d) কোনটাই নয় 
উত্তর :-জেরোন্টোলজি 

4. ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত❓
a) দেরাদুন, উত্তরাখন্ড 
b) শিমলা, হিমাচল প্রদেশ 
c) লখনৌ, উত্তর প্রদেশ 
d) কোনটাই নয় 
উত্তর :- দেরাদুন, উত্তরাখন্ড 

5. 11 তম হকি জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতল কোন রাজ্য ❓
a) কেরল 
b) উত্তর প্রদেশ
c) কর্ণাটক 
d) অন্ধ্রপ্রদেশ 
উত্তর :- উত্তর প্রদেশ 

6. দেশের প্রথম ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় লঞ্চ করা হলো ❓
a) উত্তর প্রদেশ 
b) সিকিম
c) অরুণাচল প্রদেশ
d) মহারাষ্ট্র 
উত্তর :- উত্তর প্রদেশ 

7. চৈতন্য দেবের সবচেয়ে বিখ্যাত জীবনীগ্রন্থ চৈতন্য চরিতামৃত কে রচনা করেন ❓
a) সুন্দর দাস 
b) তুলসী দাস 
c) মাধবাচার্য 
d) কৃষ্ণ দাস কবিরাজ 
উত্তর :- কৃষ্ণ দাস কবিরাজ 

8. মাইকেল ফ্রান্সিস ও ডায়ার কে নিম্নের কে হত্যা করেন ❓
a) চন্দ্রশেখর আজাদ
b) উধাম সিং 
c) মঙ্গল পান্ডে 
d) ভগৎ সিং 
উত্তর :-উধাম সিং 

9. কোন সুলতান মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছিলেন ❓
a) আলাউদ্দিন খলজি 
b) ইলতুৎমিস 
c) বলবন 
d) কোনটাই নয় 
উত্তর :- আলাউদ্দিন খলজি 

10. বিশ্ব নারী দিবস কবে পালন করা হয়❓
a) 18 মার্চ 
b) 8 মার্চ 
c) 24 মার্চ 
d) 4 ফেব্রুয়ারি 
উত্তর :-8 মার্চ

11. নিম্নের কোনটির ভরকেন্দ্র বস্তুর দেহের বাইরে অবস্থিত ❓
a) ফাউন্টেন পেন 
b) রিং 
c) ক্রিকেট বল
d) বই
উত্তর :- রিং 

12. নিম্নের কোনটি ন্যূনতম গ্রহন না করলে মানুষ বাঁচতে পারে না ❓
a) প্রোটিন
b) শর্করা
c) ফ্যাট 
d) খনিজ পদার্থ 
উত্তর :- প্রোটিন 

13. কোন সাতবাহন শাসক এক ব্রাহ্মণ উপাধি গ্রহণ করেছিলেন ❓
a) গৌতমীপুত্র সাতকর্ণী 
b) প্রথম সাতকর্ণী  
c) হাল
d) কোনটাই নয় 
উত্তর :-গৌতমীপুত্র সাতকর্ণী 

14. কোন সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেন ❓
a) 1784
b) 1748
c) 1884
d) 1848
উত্তর :-1784

15. নিম্নের কোন দিল্লি  সুলতান সম্রাটের দাসেদের নিয়ে আলাদা একটি দপ্তর ছিল ❓
a) ফিরোজ শাহ তুঘলক 
b) ইলতুৎমিস 
c) বল বন 
d) মোহাম্মদ বিন তুঘলক 
উত্তর :- ফিরোজ শাহ তুঘলক 

16. বিশ্বের সাথে একটি দেশের পণ্য পরিবহনের মোট রেকর্ড কে কি বলে ❓
a) ক্যাপিটাল এমাউন্ট 
b) কারেন্ট এমাউন্ট 
c) ব্যালেন্স অফ পেমেন্ট 
d) ব্যালেন্স অফ ট্রেড 
উত্তর :-ব্যালেন্স অফ পেমেন্ট 

17. নুমালিগড় তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত ❓
a) অসম 
b) হরিয়ানা 
c) গুজরাট 
d) বিহার 
উত্তর :- অসম 

18. সুশীলা দেবী আওয়ার্ড 2021 কে জিতলেন❓
a) অরুন্ধতী রায় 
b) কমলেশ গান্ধী
c) অনুকীর্তি উপাধ্যায় 
d) উপরের কেউ নয় 
উত্তর :- অনুকীর্তি উপাধ্যায় 

19. তারিখ-ই -ফিরোজ শাহী কার লেখা ❓
a) জিয়াউদ্দিন বারাউনী 
b) আলবেরুনী 
c) আবুল ফজল 
d) কোনটাই নয় 
উত্তর :-জিয়াউদ্দিন বারাউনী 

20. সমস্ত কেসে নিম্নের কে ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন ❓
a) এটর্নি জেনারেল অফ ইন্ডিয়া 
b) চিফ ক্যাবিনেট সেক্রেটারি 
c) সেক্রেটারি অফ ল মিনিস্টার 
d) কোনটাই নয় 
উত্তর :-এটর্নি জেনারেল অফ ইন্ডিয়া 

21. মেলঘাট ব্যাঘ্র অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত ❓
a) তাপ্তি 
b) মহানদী 
c) গোদাবরী 
d) নর্মদা
উত্তর :- তাপ্তি 

22. ঋণাত্মক ত্বরণ কি নির্দেশ করে ❓
a) বেগ বাড়ছে 
b) বেগ কমছে 
c) বেগ ধ্রুবক রয়েছে 
d) বস্তু স্থির হয়ে গেছে 
উত্তর :- বেগ কমছে 

23. দমকলের লোকেদের পোশাক কোন ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় যাতে না আগুন লাগে ❓
a) মেলামাইন 
b) রেয়ন 
c) নাইলন 
d) আর্কাইলিক 
উত্তর :- মেলামাইন 

24. কোথায় ব্রাহ্মস মিসাইল উৎপাদন ইউনিটের উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ❓
a) লখনৌ 
b) ভোপাল 
c) মুম্বাই 
d) দেরাদুন
উত্তর :- লখনৌ 

25. প্রথম কোন ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি কে করেন ❓
a) সরোজিনী নাইডু 
b) অ্যানি বেসান্ত
c) বিজয়লক্ষী পণ্ডিত 
d) রাজকুমারী অমৃত কৌর 
উত্তর :- সরোজিনী নাইডু 

26. মধ্য প্রদেশের সাঁচি স্তুপ কে নির্মাণ করেন ❓
a) অশোক 
b) কনিষ্ক
c) চন্দ্রগুপ্ত মৌর্য 
d) হর্ষবর্ধন 
উত্তর :-অশোক 

27. এশিয়ান গন্ডার ভারতের কোথায় দেখতে পাওয়া যায়❓
a) মানস অভয়ারণ্য 
b) করবেট জাতীয় উদ্যান 
c) কাজিরাঙ্গা জাতীয় উদ্যান 
d) কানহা জাতীয় উদ্যান 
উত্তর :- কাজিরাঙ্গা জাতীয় উদ্যান 

28. ভারতের বৃহত্তম ব্যাংক টি হল -
a) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 
b) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 
c) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 
d) ব্যাঙ্ক অফ বরোদা 
উত্তর :- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 

29. 1929 সালে কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন ❓
a) মহাত্মা গান্ধী 
b) সুভাষচন্দ্র বসু 
c) মতিলাল নেহেরু 
d) জহরলাল নেহেরু 
উত্তর :- জওহরলাল নেহেরু 

30. কার আমলে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিল ❓
a) ইলতুৎমিস 
b) আলাউদ্দিন খলজি 
c) মোহাম্মদ বিন তুঘলক 
d) কোনটাই নয় 
উত্তর :- ইলতুৎমিস



Monday, April 10, 2023

April 10, 2023

General Knowledge MCQ Question & Answer Part - 11 For All Competitive Exam 2023

General Knowledge MCQ Question & Answer Part - 11 For All Competitive Exam 2023
General Knowledge MCQ Question & Answer Part - 11 For All Competitive Exam 2023
Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ ত্রিশটি  এম. সি. কিউ  প্রশ্ন-উত্তর।যে গুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচের প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখে নিন।
               জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - ১১ 



1. ভারতের দশ টাকার নোটে কে সই করেন ❓
a) অর্থসচিব 
b) রিজার্ভ ব্যাংকের গভর্নর 
c) কেন্দ্রীয় অর্থমন্ত্রী 
d) রাষ্ট্রপতি
উত্তর :- রিজার্ভ ব্যাংকের গভর্নর 

2. হিমোগ্লোবিনে কোন ধাতুর অস্তিত্ব বর্তমান ❓
a) দস্তা 
b) তামা 
c) লোহা 
d) ম্যাগনেসিয়াম 
উত্তর :- লোহা

3. আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে ❓
a) রাজা রামমোহন রায় 
b) স্বামী বিবেকানন্দ
c) কিশোর চন্দ্র সেন 
d) স্বামী দয়ানন্দ সরস্বতী 
উত্তর :- স্বামী দয়ানন্দ সরস্বতী 

4. বুদ্ধের বাণী কোন ভাষায় লিখিত হয়েছিল ❓
a) পালি 
b) মাগধি 
c) সংস্কৃত 
d) প্রাকৃত 
উত্তর :-পালি 

5. শক্তিস্থল কার সমাধি ❓
a) রাজীব গান্ধী 
b) ইন্দিরা গান্ধী 
c) মহাত্মা গান্ধী 
d) জওহরলাল নেহেরু 
উত্তর :- ইন্দিরা গান্ধী 

6.  অ্যামোনিয়া তে থাকা নাইট্রোজেনের যোগ্যতা হলো -
a) 3
b) 2
c) 1
d) 4
উত্তর :- 3

7. একটি অসদ ও সোজা প্রতিবিম্বের জন্য দর্পণের বিবর্ধন হবে ❓
a) ধনাত্মক 
b) শূন্য 
c) অসীম
d) ঋণাত্মক 
উত্তর :- ধনাত্মক 

8. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর জাতীয়করণ কবে হয়েছিল ❓
a) 1965
b) 1935
c) 1945
d) 1955
উত্তর :- 1955

9. ভারতের সবথেকে শিক্ষিত রাজ্য কোনটি ❓
a) মহারাষ্ট্র 
b) কেরালা
c) কর্ণাটক 
d) হরিয়ানা 
উত্তর :- কেরালা

10. ভারতের কোন রাজ্যে অমরনাথ তীর্থস্থান অবস্থিত ❓
a) জম্মু-কাশ্মীর 
b) উত্তরাখণ্ড 
c) হিমাচল প্রদেশ
d) সিকিম
উত্তর :- জম্মু-কাশ্মীর 

11. কারগিল শহর কোথায় অবস্থিত ❓
a) লাদাখ 
b) রাজস্থান
c) জম্মু-কাশ্মীর 
d) পাঞ্জাব 
উত্তর :- লাদাখ 

12. বলের দ্বারা কৃতকার্য ধনাত্মক হয় কখন ❓
a) সরণ প্রযুক্ত বলের দিকে ঘটে 
b) সরণ প্রযুক্ত বলের সাথে লম্ব ভাবে হয় 
c) প্রযুক্ত বল থেকে কোন সরণ হয় না 
d) কোনটাই নয় 
উত্তর :- সরণ প্রযুক্ত বলের দিকে ঘটে 

13. কোন নদীকে চীনের দুঃখ বলা হয় ❓
a) হোয়াংহো 
b) ইয়াংসি কিয়াং 
c) কিন সি 
d) পিত 
উত্তর :-হোয়াংহো 

14. কোন শ্রেণীর প্রাণীদের শ্বাস-প্রশ্বাস মাধ্যম হলো ফুসফুস ❓
a) পক্ষী 
b) মস 
c) সরীসৃপ 
d) উভচর
উত্তর :- উভচর

15. মুক্ত অবস্থায় পৃথিবীতে পাওয়া যায় ❓
a) তামা 
b) রুপো 
c) সোনা
d) সোডিয়াম
উত্তর :- রুপো 

16. সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত ❓
a) কাঠমান্ডু 
b) ঢাকা
c) মালদ্বীপ 
d) ইসলামাবাদ
উত্তর :- কাঠমান্ডু 

17. ভারতের অরণ্য গবেষণাগার কোথায় রয়েছে ❓
a) নাগপুরে 
b) দেরাদুনে 
c) কানপুরে 
d) কটকে 
উত্তর :- দেরাদুনে 

18. ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্র পথ কে আবিষ্কার করেন ❓
a) ভাস্কো দা গামা 
b) লর্ড ক্লাইভ 
c) ক্যাপ্টেন কুক 
d) কোনটাই নয় 
উত্তর :- ভাস্কো দা গামা 

19. মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল ❓
a) 1873
b) 1813
c) 1921
d) 1923
উত্তর :-1921

20. ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস কবে পালন করা হয় ❓
a) 18 ফেব্রুয়ারি
b) 19 ফেব্রুয়ারি
c) 20 ফেব্রুয়ারি
d) 21 ফেব্রুয়ারি 
উত্তর :-20 ফেব্রুয়ারি

21. প্রজনন প্রক্রিয়ার সময় উদ্ভূত পরিবর্তনশীল হতে পারে -
a) উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত 
b) সংশোধিত 
c) পরিবর্তিত
d) কোনটাই নয় 
উত্তর :- উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত 

22. ভিটামিন বি কমপ্লেক্স কিসে দ্রব্য ❓
a) জলে 
b) অ্যালকোহলে 
c) অদ্রাব্যে 
d) তেলে 
উত্তর :- জলে

23. কাকে ইটালির ডেট্রয়েট বলা হয় ❓
a) মিলান 
b) তুরিন 
c) রোম 
d) পিসা 
উত্তর :- তুরিন 

24. ইন্দিরা গান্ধী প্রথমে কোন মন্ত্রী হয়েছিলেন ❓
a) তথ্য সম্প্রচার মন্ত্রী 
b) অর্থমন্ত্রী 
c) বিদেশ মন্ত্রী 
d) প্রতিরক্ষা মন্ত্রী 
উত্তর :- তথ্য সম্প্রচার মন্ত্রী 

25. সীতার বনবাস কার রচনা❓
a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) মাইকেল মধুসূদন দত্ত
d) অরবিন্দ ঘোষ 
উত্তর :- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

26. বাংলা গদ্যের জনক কাকে বলা হয় ❓
a) দ্বারকানাথ ঠাকুর 
b) চন্দ্রশেখর বসু 
c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
d) হেনরি লুই ভিভিয়ান  ডিরোজিও 
উত্তর :- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

27. নাভাল স্টাফের ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন কে ❓
a) সঞ্জয় যশজিৎ সিংহ 
b) স্বরূপ সমাদ্দার 
c) মদন সিঙ্গাল 
d) হরি কুমার 
উত্তর :-সঞ্জয় যশজিৎ সিংহ 

28. আইন- ই -আকবরী  গ্রন্থের লেখক কে ❓
a) বদাউনি 
b) আবুল ফজল 
c) শেখ মুবারক 
d) কোনটাই নয়
উত্তর :- আবুল ফজল 

29. টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে ❓
a) লর্ড ওয়েলেসলি 
b) লর্ড কর্নওয়ালিস 
c) লর্ড ডালহৌসি 
d) জন শোর 
উত্তর :- লর্ড ওয়েলেসলি 

30. হিন্দু নারীদের 'সতী' প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয় ❓
a) জাহাঙ্গীর
b) শাহজাহান
c) আকবর 
d) ওরঙ্গজেব 
উত্তর :- আকবর


Sunday, April 2, 2023

April 02, 2023

General Knowledge MCQ Question & Answer Part - 10 For All Competitive Exam 2023

General Knowledge MCQ Question & Answer Part - 10 For All Competitive Exam 2023
General Knowledge MCQ Question & Answer Part - 10
Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ ত্রিশটি  এম. সি. কিউ  প্রশ্ন-উত্তর।যে গুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচের প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখে নিন।
               জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - দশ 



1. "দি ইন্ডিয়ান স্ট্রাগাল" কার আত্মজীবনী ❓ 
a) সুভাষচন্দ্র বোস 
b) জওহরলাল নেহেরু 
c) মৌলানা আবুল কালাম আজাদ 
d) লালা রাজপত রায় 
উত্তর :- সুভাষচন্দ্র বোস 

2. ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেলফি ভালভ রুপের দেখতে চেয়েছিলেন❓
a) এ ও  হিউম 
b) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 
c) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 
d) লর্ড লিটন
উত্তর :- এ ও  হিউম 

3. আদি কংগ্রেসের সম্মেলনকে কে 'তিনদিনের তামাশা' বলেছিলেন ❓
a) বাল গঙ্গাধর তিলক 
b) অরবিন্দ ঘোষ 
c) বিপিনচন্দ্র পাল 
d) অশ্বিনীকুমার দত্ত 
উত্তর :- অশ্বিনী কুমার দত্ত 

4. দিল্লির আগে ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী কোথায় ছিল ❓
a) বোম্বে 
b) কলকাতা 
c) পাটনা
d) লখনৌ 
উত্তর :- কলকাতা

5. অলিম্পিকে ভারতের হয়ে দ্বিতীয় পদক কে জিতল ❓
a) দ্যুতি চাঁদ 
b) দিপালী কর্মকার 
c) মীরাবাঈ চানু 
d) কোনটাই নয় 
উত্তর :-দ্যুতি চাঁদ 

6. বন্যা থেকে বাঁচতে "অপারেশন প্রবাহ" লঞ্চ করল কোন এয়ারপোর্ট ❓
a) কোচিন এয়ারপোর্ট 
b) দিল্লি এয়ারপোর্ট 
c) মুম্বাই এয়ারপোর্ট
d) কলকাতা এয়ারপোর্ট 
উত্তর :- কোচিন এয়ারপোর্ট 

7. রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে রাখা হলো -
a) বাজপেয়ী 
b) নরেন্দ্র মোদি 
c) ধ্যানচাঁদ 
d) প্রণব মুখার্জি 
উত্তর :-ধ্যানচাঁদ 

8. যে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের দিনই পদত্যাগ করলেন ❓
a) নরওয়ে 
b) সুইডেন
c) বেলজিয়াম
d) হল্যান্ড 
উত্তর :- সুইডেন

9. হোহসিলা কীর্তিস্তম্ভ দেখা গিয়েছিল ❓
a) হাম্পি ও হস্পেট 
b) হালেবিড এবং বেলুড় 
c) মাইসোর ও ব্যাঙ্গালোর 
d) কোনটাই নয় 
উত্তর :-হালেবিড এবং বেলুড়

10. কোথায় শঙ্করাচার্য মঠ স্থাপন করতে পারেননি ❓
a) কাশি
b) কাঞ্চি 
c) পুরী 
d) কেদারনাথ
উত্তর :- কাঞ্চি 

11. চালুকদের রাজ্য বাদামী কারা ধ্বংস করেছিল ❓
a) পান্ডুয়া
b) রাষ্ট্রকূট
c) পল্লব 
d) চোল 
উত্তর :- রাষ্ট্রকূট

12. লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত ❓
a) ভুবনেশ্বর
b) বিজপুর 
c) কলকাতা 
d) শ্রাবণবেলাগোলা 
উত্তর :- ভুবনেশ্বর 

13. 'পৃথ্বীরাজ বিজয়' এর লেখক কে ছিলেন ❓
a) চন্দ বরদাই 
b) ন্যায় চন্দ্র সুরী 
c) জয়ানক 
d) পৃথ্বীরাজ চৌহান 
উত্তর :-জয়ানক 

14. অল ইন্ডিয়া হোমরুল লীগ শুরু করেন -
a) বিপিনচন্দ্র পাল
b) অ্যানি বেসান্ত 
c) ভগিনী নিবেদিতা
d) রাজা গোপালাচারী 
উত্তর :- অ্যানি বেসান্ত 

15. মদনমোহন মালভ্যকে কে 'মহামান্য' উপাধি দিয়েছিলেন ❓
a) মহাত্মা গান্ধী 
b) দাদাভাই নওরোজি 
c) গোপালকৃষ্ণ গোখলে
d) বালগঙ্গাধর তিলক 
উত্তর :- মহাত্মা গান্ধী 

16. বঙ্গোপসাগরে ঘূর্নিঝড় গুলি কিসের সাহায্যে গবেষণা করা যায় ❓
a) স্যাটেলাইট ইমেজারি 
b) টোপোগ্রাফিক্যাল মানচিত্র 
c) GIS 
d) অক্সফোর্ড অ্যাটলাস 
উত্তর :-স্যাটেলাইট ইমেজারি 

17. দার্জিলিং এর বার্ষিক গড় বৃষ্টিপাত -
a) 500 সেমি
b) 300 সেমি 
c) 400 সেমি 
d) 200 সেমি 
উত্তর :-300 সেমি 

18. পশ্চিমবঙ্গে শুষ্কতম জেলা হল -
a) বর্ধমান
b) বীরভূম 
c) পুরুলিয়া
d) বাঁকুড়া
উত্তর :- পুরুলিয়া 

19. শিল্পস্থানিকতার নূন্যতম ব্যয় তত্ত্বের প্রবক্তা হলেন -
a) ওয়েবার 
b) ভন থুনেন 
c) রিকার্ড 
d) কেউই নয় 
উত্তর :-ওয়েবার 

20. আধুনিক শিল্প সভ্যতার মেরুদন্ড বলা হয় কোন শিল্পকে ❓
a) রাসায়নিক শিল্প
b) কার্পাস বয়ন শিল্প 
c) লৌহ ও ইস্পাত শিল্প 
d) ইঞ্জিনিয়ারিং শিল্প 
উত্তর :- লৌহ ও ইস্পাত শিল্প 

21. পশ্চিমবঙ্গের কোথায় শাখার কাজ হয়❓
a) রানাঘাট
b) মুর্শিদাবাদ
c) ক্যানিং
d) লক্ষীকান্তপুর 
উত্তর :- লক্ষীকান্তপুর 

22. জলঢাকা নদীর উৎস হল -
a) বিদ্যাং লেক 
b) জেলে পলা 
c)  চোমলহরি শৃঙ্গ 
d) জেমু হিমবাহ 
উত্তর :- বিদ্যাং লেক 

23. দামোদর নদীর উৎপত্তি কোথায় ❓
a) রাজমহল মালভূমি 
b) ছোটনাগপুর মালভূমি
c) পূর্বঘাট 
d) হিমালয় 
উত্তর :- ছোটনাগপুর মালভূমি 

24. কোন নদীকে 'পশ্চিমবঙ্গের জীবনরেখা' বলা হয়❓ 
a) তিস্তাকে 
b) দামোদর কে 
c) ভাগীরথী -হুগলি কে 
d) অজয় কে 
উত্তর :- ভাগীরথী -হুগলি কে 

25. পশ্চিমবঙ্গে আমুল দুগ্ধ প্রকল্প গড়ে উঠেছে ❓
a) বেলঘরিয়াতে 
b) ডানকুনিতে 
c) শিলিগুড়িতে 
d) রায়গঞ্জে 
উত্তর :- শিলিগুড়িতে 

26. স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন ❓
a) টমাস সেভারি 
b) টমাস নিউকামন 
c) জেমস ওয়াট 
d) কোনটাই নয় 
উত্তর :- জেমস ওয়াট 

27. কলিঙ্গ পুরস্কার কেন দেওয়া হয় ❓
a) বিজ্ঞানের আবিষ্কারের জন্য 
b) ডাক্তারি বিদ্যায় 
c) খেলাধুলায়
d) সংগীতে 
উত্তর :- বিজ্ঞানের আবিষ্কারের জন্য 

28. প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড হন কে ❓
a) সরলা রায় 
b) আরতি সাহা
c) রমা চৌধুরী 
d) রানু ঘোষ 
উত্তর :- আরতি সাহা

29. 'মানুষের জীবনে শৈশবলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময়' - বক্তা কে ❓
a) গল্টন 
b) ফ্রয়বেল 
c) রুশো 
d) মন্টেসরি 
উত্তর :- রুশো 

30. রেডিয়াম কে আবিষ্কার করেছিলেন ❓
a) মাদাম কুরি 
b) ডালটন 
c) ম্যাডাম মন্টেসরি 
d) কোনটাই নয় 
উত্তর :- মাদাম কুরি



Sunday, March 26, 2023

March 26, 2023

General Knowledge MCQ Question & Answer Part - 09 For All Competitive Exam 2023

General Knowledge MCQ Question & Answer Part - 09 For All Competitive Exam 2023
General Knowledge MCQ Question & Answer Part - 09 For All Competitive Exam 2023
Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ ত্রিশটি  এম. সি. কিউ  প্রশ্ন-উত্তর।যে গুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচের প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখে নিন।
               জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - নয় 



1. ভোরের পাখি কাকে বলা হয়❓
a) আমির খসরু 
b) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) বিহারীলাল চক্রবর্তী 
উত্তর :- বিহারীলাল চক্রবর্তী 

2. বিশ্বের বৃহত্তম মরুভূমি এর নাম কি ❓
a) সাহারা
b) গোবি
c) কালাহারি 
d) থর 
উত্তর :- সাহারা

3. ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি ❓
a) ব্যারোমিটার
b) রিখটার স্কেল 
c) উভয় 
d) কোনটাই নয় 
উত্তর :- রিখটার স্কেল 

4. সুলতান-ই আজম কার উপাধি ❓
a) ইলতুৎমিস 
b) আরাম শাহ 
c) আবু রিহান 
d) কোনটাই নয় 
উত্তর :- ইলতুৎমিস 

5. স্বদেশ বান্ধব সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল❓
a) মেঘালয় 
b) বরিশালে 
c) উত্তরাখণ্ডে 
d) লখনৌ তে 
উত্তর :- বরিশালে 

6. ভারতের ছদ্ম বেকারত্ব প্রধানত কোন ক্ষেত্রে সর্বাধিক ❓
a) শহরাঞ্চলে 
b) কৃষি ক্ষেত্রে 
c) শিল্প উৎপাদন ক্ষেত্রে 
d) কোনটাই নয় 
উত্তর :- কৃষি ক্ষেত্রে 

7. দুটি গ্যামেটের মিলনকে কি বলে ❓
a) নিষেক 
b) যৌন জনন 
c) অযৌন জনন 
d) অঙ্গজ জনন 
উত্তর :- নিষেক

8. সবুজ আলোর মধ্যে লাল ফুল রাখলে ফুলটিকে কেমন দেখায় ❓
a) কালো 
b) সাদা
c) হলুদ
d) কমলা
উত্তর :- কালো 

9. ভূগোলের ব্যাপক পরিবর্তন ঘটে কত সালে ❓
a) 1960
b) 1990
c) 1980
d) 1950
উত্তর :- 1980

10. আমজাদ আলী খান নিচের কোন সংগীত যন্ত্রের সাথে যুক্ত ❓
a) সরোদ 
b) সানাই
c) গিটার
d) তবলা
উত্তর :- সরোদ

11. বক্সিং খেলার ক্রিয়াক্ষেত্র কে কি বলা হয় ❓
a) রিং 
b) কোর্ট 
c) ফ্যাট 
d) ফিল 
উত্তর :-রিং 

12. বিশ্বখ্যাত মোনালিসা ছবিটি কে এঁকেছিলেন ❓
a) পাবলো পিকাসো 
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) লিওনার্দো দ্য  ভিঞ্চি
d) কোনটাই নয় 
উত্তর :- লিওনার্দো দ্য ভিঞ্চি 

13. ভারতের তালাচাবির শহর বলা হয়❓ 
a) হরিদ্দার 
b) আলিগড় 
c) অমৃতসর 
d) পুনে 
উত্তর :- আলিগড় 

14. পৃথ্বীরাজ রাসো গ্রন্থটি কার লেখা ❓
a) চাঁদ বরদৈই 
b) ইলতুৎমিস 
c) কুতুবউদ্দিন আইবক 
d) কোনটাই নয় 
উত্তর :- চাঁদ বরদৈই 

15. ফুল তারা কার ছদ্মনাম ❓
a) মালাধর বসু 
b) কামিনী রায় 
c) প্রীতিলতা ওয়াদ্দেদার 
d) যামিনী রায় 
উত্তর :- প্রীতিলতা ওয়াদ্দেদার 

16. আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল ❓
a) গান্ধী ব্রিগেড 
b) নেহেরু ব্রিগেট 
c) ঝাসি বাহিনী
d) কোনটাই নয় 
উত্তর :- ঝাসি বাহিনী 

17. নদীয়া জেলার সদর দপ্তর কোনটি ❓
a) কৃষ্ণনগর
b) সিউড়ি 
c) বহরমপুর 
d) চুঁচুড়া 
উত্তর :- কৃষ্ণনগর

18. কেন্দ্রীয় ঔষধ গবেষণাগারটি কোথায় অবস্থিত ❓
a) মুম্বাই
b) দিল্লি 
c) হায়দ্রাবাদ 
d) চন্ডিগড় 
উত্তর :- দিল্লি 

19. প্রথম কোন বাংলা উপন্যাস জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে ❓
a) গণদেবতা 
b) গোরা 
c) পথের পাঁচালী
d) অহিংসা 
উত্তর :- গণদেবতা

20. পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি ❓
a) শিয়ালদহ 
b) হাওড়া
c) ফারাক্কা 
d) কলকাতা 
উত্তর :- হাওড়া

21. আম্ফান ঝড়ের নামকরণ করেন কোন দেশ ❓
a) শ্রীলংকা 
b) জাপান 
c) থাইল্যান্ড 
d) ওমান
উত্তর :- থাইল্যান্ড

22. টেনিদা চরিত্রের স্রষ্টা হলেন -
a) সুকুমার সেন 
b) নারায়ণ গঙ্গোপাধ্যায় 
c) রাজ শেখর বস 
d) সমরেশ বসু 
উত্তর :- নারায়ণ গঙ্গোপাধ্যায় 

23. ফারেনহাইট স্কেল কে আবিষ্কার করেন ❓
a) কুক 
b) ফ্লেমিং
c) ড্যানিয়েল গাব্রিয়েল 
d) কেউই নয় 
উত্তর :- ড্যানিয়েল গাব্রিয়েল 

24. তুঙ্গ ভদ্র অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ❓
a) তামিলনাড়ু 
b) কর্ণাটক 
c) সিকিম
d) উত্তর প্রদেশ 
উত্তর :- কর্ণাটক 

25. গ্রীন হাউজ গ্যাসের প্রভাবের ফলে পৃথিবীর তাপমাত্রা কেমন হয় ❓
a) কমে
b) বাড়ে 
c) উঠানামা করে 
d) স্থির থাকে 
উত্তর :- বাড়ে 

26. হরিজন পত্রিকার সম্পাদক কে ❓
a) মহাত্মা গান্ধী 
b) ডিরোজিও 
c) সুভাষচন্দ্র বসু 
d) রাজীব গান্ধী 
উত্তর :- মহাত্মা গান্ধী 

27. জীবনের ঝরাপাতা আত্মজীবনীটি কার ❓
a) সরলা দেবী চৌধুরানী 
b) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 
c) দীনবন্ধু মিত্র
d) প্রেমেন্দ্র মিত্র 
উত্তর :- সরলা দেবী চৌধুরানী 

28. রামলীলা কোন রাজ্যের নৃত্য ❓
a) উত্তর প্রদেশ 
b) মেঘালয়
c) কেরল 
d) মনিপুর 
উত্তর :- উত্তর প্রদেশ 

29. বৃষ্টির ফোঁটা গোলাকার হয় _____ এর জন্য ❓
a) স্থিতিস্থাপকতা 
b) সান্দ্রতা
c) পৃষ্ঠটান 
d) বায়ুমণ্ডলীয় চাপ 
উত্তর :- পৃষ্ঠটান 

30. ভারতের কেন্দ্রীয় পাঠ গবেষণাগারটি কোন রাজ্যে অবস্থিত ❓
a) পশ্চিমবঙ্গ
b) মেঘালয়
c) ঝাড়খন্ড 
d) দিল্লি 
উত্তর :- পশ্চিমবঙ্গ



×close ad