General Knowledge MCQ Question & Answer Part - 08 For All Competitive Exam 2023
![]() |
General Knowledge MCQ Question & Answer Part - 08 For All Competitive Exam 2023 |
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর।যে গুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচের প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখে নিন।
জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - আট
1. ব্যারেন দ্বীপপুঞ্জে, একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হল -
a) আন্দামান দ্বীপপুঞ্জ
b) মিনি কয়
c) লাক্ষাদ্বীপ
d) নিকোবর দ্বীপপুঞ্জ
উত্তর :- আন্দামান দ্বীপপুঞ্জ
2. ভারতীয় সংবিধানে, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ❓
a) আয়ারল্যান্ড
b) অস্ট্রেলিয়া
c) মার্কিন যুক্তরাষ্ট্র
d) ব্রিটেন
উত্তর :- আয়ারল্যান্ড
3. রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ❓
a) 15 বছর
b) 6 বছর
c) 9 বছর
d) 12 বছর
উত্তর :- 6 বছর
4. ইন্দ্রাবতী বাঁধ কোন রাজ্যে অবস্থিত ❓
a) ওড়িশা
b) কেরল
c) কর্ণাটক
d) উত্তরাখণ্ড
উত্তর :- ওড়িশা
5. রাষ্ট্রপতিকে নিম্নের কে শপথ বাক্য পাঠ করান ❓
a) ভারতের অ্যাটর্নি জেনারেল
b) ভারতের প্রধান বিচারপতি
c) ভারতের প্রধানমন্ত্রী
d) উপরাষ্ট্রপতি
উত্তর :- ভারতের প্রধান বিচারপতি
6. মিহির ভোজ নিম্নের কোন সাম্রাজ্যের শাসক ছিলেন ❓
a) প্রতিহার
b) চালুক্য
c) রাষ্ট্রকূট
d) চোল
উত্তর :- প্রতিহার
7. ভারতের দীর্ঘতম হার্বেরিয়াম কোথায় অবস্থিত ❓
a) কলকাতা
b) লখনৌ
c) মুম্বাই
d) কোয়েম্বাটুর
উত্তর :- কলকাতা
8. নিম্নের কে একজন স্বনামধন্য বাঁশিবাদক ❓
a) জাকির হোসেন
b) শিব কুমার শর্মা
c) হরিপ্রসাদ চৌরাশিয়া
d) রবি শংকর
উত্তর :- হরিপ্রসাদ চৌরাশিয়া
9. আলোর তীব্রতা পরিমাপক যন্ত্রটি হল -
a) লুসিমিটার
b) সাইরোমিটার
c) সায়ানো মিটার
d) ব্যারোমিটার
উত্তর :- লুসিমিটার
10. ভারতের রাইনোসার্স এর স্বাভাবিক অবস্থান কোথায় ❓
a) ভারতপুর
b) গির অরণ্য
c) কাজিরাঙ্গা
d) নীলগিরি
উত্তর :- কাজিডাঙ্গা
11. আন্তর্জাতিক এন্টি -করাপশন দিবস কবে পালন করা হয় ❓
a) 6 ডিসেম্বর
b) 7 ডিসেম্বর
c) 8 ডিসেম্বর
d) 9 ডিসেম্বর
উত্তর :- 9 ডিসেম্বর
12. নিম্নের কোন বল অবাধে পতনশীল বস্তুর ত্বরণ হিসেবে কাজ করে ❓
a) অভিকর্ষজ বল
b) ঘর্ষণ বল
c) টেনশন বল
d) কার্যকরী বল
উত্তর :- অভিকর্ষজ বল
13. কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কে ❓
a) প্রশান্তচন্দ্র মহলানবীশ
b) শুভেন্দু শেখর বোস
c) জেএম সেনগুপ্ত
d) আর এন মুখার্জি
উত্তর :- প্রশান্তচন্দ্র মহলানবীশ
14. নিম্নের কোনটি কোষের আত্মঘাতী থলি নামে পরিচিত ❓
a) লাইসোজোম
b) লাইকোজোম
c) নিউক্লিয়াস
d) ক্রোমোজোম
উত্তর :- লাইসোজোম
15. পুট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় ❓
a) ক্রিকেট
b) গলফ
c) টেবিল টেনিস
d) ফুটবল
উত্তর :- গলফ
16. এরাভিকুলাম ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত ❓
a) মধ্যপ্রদেশ
b) দমন এবং দিউ
c) ওড়িশা
d) কেরল
উত্তর :- কেরল
17. তিব্বতে নিম্নের কোনটির অপর নাম সাংপো ❓
a) কোশি
b) ব্রহ্মপুত্র
c) গঙ্গা
d) গণ্ডক
উত্তর :- ব্রহ্মপুত্র
18. নিউমোনিয়াতে শরীরের কোন অংশ আক্রান্ত হয় ❓
a) কিডনি
b) ফুসফুস
c) যকৃত
d) গলা
উত্তর :- ফুসফুস
19. কৌলিন্য প্রথা কে চালু করেন ❓
a) বিজয় সেন
b) বল্লাল সেন
c) লক্ষণ সেন
d) সামন্ত সেন
উত্তর :- বল্লাল সেন
20. এইডস এর কারণ কি ❓
a) প্রোটোজোয়া
b) ভাইরাস
c) ব্যাকটেরিয়া
d) কোনটাই নয়
উত্তর :- ভাইরাস
21. ফ্রান্সের জাতীয় প্রতীক কোনটি ❓
a) ক্যাঙ্গারু
b) লিলি ফুল
c) মশাল
d) গোলাপ ফুল
উত্তর :- লিলি ফুল
22. প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল ❓
a) ব্যাংকক
b) নিউ দিল্লী
c) টোকিও
d) ঢাকা
উত্তর :- নিউ দিল্লী
23. নিউটনের প্রথম সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায় ❓
a) বেগ
b) সময়
c) ভর
d) জড়তা
উত্তর :- জড়তা
24. তক্ষশীলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসেবে ❓
a) গান্ধার শিল্প
b) গুপ্ত শিল্প
c) আদি আর্য শিল্প
d) মৌর্য শিল্প
উত্তর :- গান্ধার শিল্প
25. বিবর্তনবাদের ধারণাটি কার ❓
a) মেন্ডেল
b) ডারউইন
c) ল্যামার্ক
d) নিউটন
উত্তর :- ডারউইন
26. পিয়াজ নিম্নের কোনটির পরিবর্তিত রূপ ❓
a) পাতা
b) মূল
c) কাণ্ড
d) কোনটাই নয়
উত্তর :- কান্ড
27. সংবিধানের নির্দেশাত্মক নীতিগুলি কোন দেশ থেকে গৃহীত হয়েছে ❓
a) আয়ারল্যান্ড
b) রাশিয়া
c) কানাডা
d) আফ্রিকা
উত্তর :- আয়ারল্যান্ড
28. হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন কে ❓
a) মথুর ঠাকুর
b) স্বামী শ্রদ্ধানন্দ
c) স্বামী বিবেকানন্দ
d) দয়ানন্দ সরস্বতী
উত্তর :- স্বামী শ্রদ্ধানন্দ
29. ভারতে মোট বৃষ্টিপাতের কত শতাংশ মৌসুমি বায়ুর ফলে হয় ❓
a) 95%
b) 90%
c) 99%
d) 80%
উত্তর :- 90%
30. দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য ❓
a) শর্করা
b) প্রোটিন
c) ভিটামিন
d) খনিজ লবণ
উত্তর :- প্রোটিন
No comments:
Post a Comment