Breaking



Tuesday, April 4, 2023

Life Science MCQ Question & Answer Part - 04 For All Competitive Exam

Life Science MCQ Question & Answer Part - 04 For All Competitive Exam
Life Science MCQ Question & Answer Part - 04 
Hello, বন্ধুরা
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি জীবন বিজ্ঞান বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
                      জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব - চার 



1. কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে ❓
a) মাইট্রোকনড্রিয়া 
b) রাইবোজোম 
c) লাইসোজোম 
d) প্লাস্টিড 
উত্তর :-মাইট্রোকনড্রিয়া 

2. সবার শ্বসনের প্রথম পর্যাটির নাম হল -
a) ক্রেবস  চক্র 
b) গ্লাইকোলাইসিস 
c) প্রান্তীয় শ্বসন 
d) কোনটাই নয় 
উত্তর :-গ্লাইকোলাইসিস 

3. সালোকসংশ্লেষের আলোক দশা কোথায় সংঘটিত হয় ❓
a) ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় 
b) ক্লোরোপ্লাস্টের গ্রানায় 
c) মাইটোকনড্রিয়ায় 
d) কোনটাই নয় 
উত্তর :- ক্লোরোপ্লাস্টের গ্রানায় 

4. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজে সৌরশক্তি কি হিসেবে সঞ্চিত হয় ❓
a) তাপ শক্তি হিসেবে 
b) রাসায়নিক শক্তি হিসেবে 
c) আলোক শক্তি হিসাবে 
d) গতিশক্তি হিসেবে 
উত্তর :- রাসায়নিক শক্তি হিসেবে 

5. শ্বাসমূল কার দেখা যায় ❓
a) ধান 
b) গম 
c) সুন্দরী 
d) কোনটাই নয় 
উত্তর :- সুন্দরী 

6. কিসের অভাবে উদ্ভিদদেহে ক্লোরোফিল তৈরি ব্যাহত হয় ❓
a) আয়রন,সালভার 
b) ম্যাগনেসিয়াম, আয়রন 
c) ম্যাগনেসিয়াম, ফসফরাস 
d) নাইট্রোজেন, অক্সিজেন 
উত্তর :- ম্যাগনেসিয়াম, আয়রন 

7. প্রোটিনের গঠনগত একক কি ❓
a) অ্যামাইনো অ্যাসিড 
b) গ্লুকোজ 
c) ফ্যাটি এসিড 
d) গ্লিসারল 
উত্তর :- অ্যামাইনো অ্যাসিড 

8. মানুষের কি ধরনের পরিপাক দেখতে পাওয়া যায় ❓
a) অন্তঃকোষীয় 
b) বহিঃকোষীয় 
c) ক ও খ উভয় 
d) কোনটাই নয় 
উত্তর :-বহিঃকোষীয় 

9. দেহ পরিপোষক খাদ্যের একটি উদাহরণ দাও ❓
a) প্রোটিন 
b) খনিজ লবণ 
c) জল
d) ভিটামিন
উত্তর :- প্রোটিন 

10. কোন মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখতে পাওয়া যায় ❓
a) কই মাছ 
b) তিমি 
c) কাতলা 
d) চিংড়ি
উত্তর :- কই মাছ 

11. কুমিরের শ্বাস অঙ্গ হল -
a) ফুসফুস 
b) ট্রাকিয়া  
c) ফুলকা 
d)  ত্বক 
উত্তর :- ফুসফুস 

12. টিকটিকির প্রধান শ্বাস অঙ্গ কি ❓
a) ত্বক 
b) নেফ্রিডিয়া 
c) বহিফুলকা 
d) ফুসফুস 
উত্তর :- ফুসফুস 

13. প্রোটিনের পরিপূরক খাদ্য কি ❓
a) ফ্যাট
b) কার্বোহাইড্রেট 
c) ভিটামিন
d) কোনটাই নয় 
উত্তর :- কার্বোহাইড্রেট 

14. অপচিতি মূলক বিপাক প্রক্রিয়ার উদাহরণ কি ❓
a) বৃদ্ধি
b) সালোকসংশ্লেষ
c) শ্বসন 
d) পুষ্টি
উত্তর :- শ্বসন 

15. গমনে অক্ষম একটি প্রাণীর নাম কি ❓
a) ব্যাং
b) মাছ
c) সাপ 
d) কোনটাই নয় 
উত্তর :- কোনটাই নয় 

16. যে চলনে কচুপাতা গুটিয়ে থাকে, তাকে কি বলে❓ 
a) এপিন্যাস্টি 
b) হাইপোন্যাস্টি 
c) সিসমোন্যাস্টি 
d) কোনটাই নয় 
উত্তর :-হাইপোন্যাস্টি 

17. উদ্ভিদের নাইট্রোজেন বিহীন বর্জ্য পদার্থ কোনটি ❓
a) অ্যাট্রোপিন 
b) রজন
c) নিকোটিন
d) কুইনাইন 
উত্তর :- রজন 

18. স্নায়ুতন্ত্রের একক কে কি বলে ❓
a) অ্যাক্সন 
b) নিউরন 
c) ডেনড্রন 
d) নিউরোগ্লিয়া 
উত্তর :- নিউরন 

19. মানুষের প্রতি বৃক্কে রেচনের সংখ্যা কত ❓
a) 10 লক্ষ 
b) 15 লক্ষ 
c) 20 লক্ষ 
d) 25 লক্ষ
উত্তর :-10 লক্ষ 

20. হাতের কব্জি ও পায়ের গোড়ালি কোন ধরনের অস্থি সন্ধি ❓
a) কোটর সন্ধি 
b) কব্জা সন্ধি 
c) পিভট সন্ধি 
d) কোনটাই নয় 
উত্তর :- কোনটাই নয় 

21. আরশোলার পায়ের সংখ্যা কয়টি ❓
a) তিন জোড়া 
b) দু জোড়া 
c) চার জোড়া 
d) পাঁচ জোড়া 
উত্তর :- তিন জোড়া 

22. রিওট্যাকটিক চলনে বহিঃস্থ উদ্দীপক কোনটি ❓
a) আলো
b) জল
c) জলস্রোত 
d) উষ্ণতা 
উত্তর :- জলস্রোত 

23. পাইন গাছ থেকে কোন গুরুত্বপূর্ণ রেচন পদার্থ পাওয়া যায় ❓
a) রজন
b) অ্যাট্রোপিন 
c) তরুক্ষীর 
d) গঁদ 
উত্তর :- রজন 

24. লালারসে উপস্থিত জল অঙ্গার বিভাজক  উৎসেচক কোনটি ❓
a) পেপসিন 
b) মল্টেজ 
c) ট্রিপসিন 
d) টায়ালিন
উত্তর :- টায়ালিন 

25. প্রোটিন পরিপাকের ফলে উৎপন্ন অন্তঃপদার্থের নাম কি ❓
a) মনোস্যাকারাইড 
b) পলিস্যাকারাইট 
c) ফ্যাটি অ্যাসিড 
d) অ্যামাইনো অ্যাসিড 
উত্তর :-অ্যামাইনো অ্যাসিড 

26. মাছের গমনের সময় কোনটি হালের কাজ করে❓ 
a) পুচ্ছ পাখনা 
b) শ্রোনি পাখনা 
c) বক্ষ পাখনা 
d) কোনটাই নয় 
উত্তর :- পুচ্ছ পাখনা 

27. উদ্ভিদ দেহের পরিবহনের মাধ্যম কি ❓
a) ভিটামিন
b) জল
c) হরমোন 
d) কোনটাই নয় 
উত্তর :- জল

28. সুষম খাদ্যে কার্বোহাইড্রেট,ফ্যাট ও প্রোটিনের গড় কত হয় ❓
a)  2:1:1
b) 4:1:1
c) 2:2:1
d) 4:2:1
উত্তর :- 4:1:1

29. আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থিটির নাম কি❓
a) অগ্নাশয় 
b) যকৃত
c) লালা গ্রন্থি 
d) কোনটাই নয়
উত্তর :- যকৃত

30. থাইরক্সিন এর কম ক্ষরণে প্রাপ্তবয়স্কদের কি রোগ হয় ❓
a) মিক্সিডিমা 
b) গয়টার 
c) ক্রেটিনিজম 
d) হৃদস্পন্দনের হার কমে যায় 
উত্তর :- মিক্সিডিমা

No comments:

Post a Comment

×close ad