Breaking



Sunday, April 2, 2023

General Knowledge MCQ Question & Answer Part - 10 For All Competitive Exam 2023

General Knowledge MCQ Question & Answer Part - 10 For All Competitive Exam 2023
General Knowledge MCQ Question & Answer Part - 10
Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ ত্রিশটি  এম. সি. কিউ  প্রশ্ন-উত্তর।যে গুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচের প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখে নিন।
               জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - দশ 



1. "দি ইন্ডিয়ান স্ট্রাগাল" কার আত্মজীবনী ❓ 
a) সুভাষচন্দ্র বোস 
b) জওহরলাল নেহেরু 
c) মৌলানা আবুল কালাম আজাদ 
d) লালা রাজপত রায় 
উত্তর :- সুভাষচন্দ্র বোস 

2. ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেলফি ভালভ রুপের দেখতে চেয়েছিলেন❓
a) এ ও  হিউম 
b) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 
c) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 
d) লর্ড লিটন
উত্তর :- এ ও  হিউম 

3. আদি কংগ্রেসের সম্মেলনকে কে 'তিনদিনের তামাশা' বলেছিলেন ❓
a) বাল গঙ্গাধর তিলক 
b) অরবিন্দ ঘোষ 
c) বিপিনচন্দ্র পাল 
d) অশ্বিনীকুমার দত্ত 
উত্তর :- অশ্বিনী কুমার দত্ত 

4. দিল্লির আগে ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী কোথায় ছিল ❓
a) বোম্বে 
b) কলকাতা 
c) পাটনা
d) লখনৌ 
উত্তর :- কলকাতা

5. অলিম্পিকে ভারতের হয়ে দ্বিতীয় পদক কে জিতল ❓
a) দ্যুতি চাঁদ 
b) দিপালী কর্মকার 
c) মীরাবাঈ চানু 
d) কোনটাই নয় 
উত্তর :-দ্যুতি চাঁদ 

6. বন্যা থেকে বাঁচতে "অপারেশন প্রবাহ" লঞ্চ করল কোন এয়ারপোর্ট ❓
a) কোচিন এয়ারপোর্ট 
b) দিল্লি এয়ারপোর্ট 
c) মুম্বাই এয়ারপোর্ট
d) কলকাতা এয়ারপোর্ট 
উত্তর :- কোচিন এয়ারপোর্ট 

7. রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে রাখা হলো -
a) বাজপেয়ী 
b) নরেন্দ্র মোদি 
c) ধ্যানচাঁদ 
d) প্রণব মুখার্জি 
উত্তর :-ধ্যানচাঁদ 

8. যে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের দিনই পদত্যাগ করলেন ❓
a) নরওয়ে 
b) সুইডেন
c) বেলজিয়াম
d) হল্যান্ড 
উত্তর :- সুইডেন

9. হোহসিলা কীর্তিস্তম্ভ দেখা গিয়েছিল ❓
a) হাম্পি ও হস্পেট 
b) হালেবিড এবং বেলুড় 
c) মাইসোর ও ব্যাঙ্গালোর 
d) কোনটাই নয় 
উত্তর :-হালেবিড এবং বেলুড়

10. কোথায় শঙ্করাচার্য মঠ স্থাপন করতে পারেননি ❓
a) কাশি
b) কাঞ্চি 
c) পুরী 
d) কেদারনাথ
উত্তর :- কাঞ্চি 

11. চালুকদের রাজ্য বাদামী কারা ধ্বংস করেছিল ❓
a) পান্ডুয়া
b) রাষ্ট্রকূট
c) পল্লব 
d) চোল 
উত্তর :- রাষ্ট্রকূট

12. লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত ❓
a) ভুবনেশ্বর
b) বিজপুর 
c) কলকাতা 
d) শ্রাবণবেলাগোলা 
উত্তর :- ভুবনেশ্বর 

13. 'পৃথ্বীরাজ বিজয়' এর লেখক কে ছিলেন ❓
a) চন্দ বরদাই 
b) ন্যায় চন্দ্র সুরী 
c) জয়ানক 
d) পৃথ্বীরাজ চৌহান 
উত্তর :-জয়ানক 

14. অল ইন্ডিয়া হোমরুল লীগ শুরু করেন -
a) বিপিনচন্দ্র পাল
b) অ্যানি বেসান্ত 
c) ভগিনী নিবেদিতা
d) রাজা গোপালাচারী 
উত্তর :- অ্যানি বেসান্ত 

15. মদনমোহন মালভ্যকে কে 'মহামান্য' উপাধি দিয়েছিলেন ❓
a) মহাত্মা গান্ধী 
b) দাদাভাই নওরোজি 
c) গোপালকৃষ্ণ গোখলে
d) বালগঙ্গাধর তিলক 
উত্তর :- মহাত্মা গান্ধী 

16. বঙ্গোপসাগরে ঘূর্নিঝড় গুলি কিসের সাহায্যে গবেষণা করা যায় ❓
a) স্যাটেলাইট ইমেজারি 
b) টোপোগ্রাফিক্যাল মানচিত্র 
c) GIS 
d) অক্সফোর্ড অ্যাটলাস 
উত্তর :-স্যাটেলাইট ইমেজারি 

17. দার্জিলিং এর বার্ষিক গড় বৃষ্টিপাত -
a) 500 সেমি
b) 300 সেমি 
c) 400 সেমি 
d) 200 সেমি 
উত্তর :-300 সেমি 

18. পশ্চিমবঙ্গে শুষ্কতম জেলা হল -
a) বর্ধমান
b) বীরভূম 
c) পুরুলিয়া
d) বাঁকুড়া
উত্তর :- পুরুলিয়া 

19. শিল্পস্থানিকতার নূন্যতম ব্যয় তত্ত্বের প্রবক্তা হলেন -
a) ওয়েবার 
b) ভন থুনেন 
c) রিকার্ড 
d) কেউই নয় 
উত্তর :-ওয়েবার 

20. আধুনিক শিল্প সভ্যতার মেরুদন্ড বলা হয় কোন শিল্পকে ❓
a) রাসায়নিক শিল্প
b) কার্পাস বয়ন শিল্প 
c) লৌহ ও ইস্পাত শিল্প 
d) ইঞ্জিনিয়ারিং শিল্প 
উত্তর :- লৌহ ও ইস্পাত শিল্প 

21. পশ্চিমবঙ্গের কোথায় শাখার কাজ হয়❓
a) রানাঘাট
b) মুর্শিদাবাদ
c) ক্যানিং
d) লক্ষীকান্তপুর 
উত্তর :- লক্ষীকান্তপুর 

22. জলঢাকা নদীর উৎস হল -
a) বিদ্যাং লেক 
b) জেলে পলা 
c)  চোমলহরি শৃঙ্গ 
d) জেমু হিমবাহ 
উত্তর :- বিদ্যাং লেক 

23. দামোদর নদীর উৎপত্তি কোথায় ❓
a) রাজমহল মালভূমি 
b) ছোটনাগপুর মালভূমি
c) পূর্বঘাট 
d) হিমালয় 
উত্তর :- ছোটনাগপুর মালভূমি 

24. কোন নদীকে 'পশ্চিমবঙ্গের জীবনরেখা' বলা হয়❓ 
a) তিস্তাকে 
b) দামোদর কে 
c) ভাগীরথী -হুগলি কে 
d) অজয় কে 
উত্তর :- ভাগীরথী -হুগলি কে 

25. পশ্চিমবঙ্গে আমুল দুগ্ধ প্রকল্প গড়ে উঠেছে ❓
a) বেলঘরিয়াতে 
b) ডানকুনিতে 
c) শিলিগুড়িতে 
d) রায়গঞ্জে 
উত্তর :- শিলিগুড়িতে 

26. স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন ❓
a) টমাস সেভারি 
b) টমাস নিউকামন 
c) জেমস ওয়াট 
d) কোনটাই নয় 
উত্তর :- জেমস ওয়াট 

27. কলিঙ্গ পুরস্কার কেন দেওয়া হয় ❓
a) বিজ্ঞানের আবিষ্কারের জন্য 
b) ডাক্তারি বিদ্যায় 
c) খেলাধুলায়
d) সংগীতে 
উত্তর :- বিজ্ঞানের আবিষ্কারের জন্য 

28. প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড হন কে ❓
a) সরলা রায় 
b) আরতি সাহা
c) রমা চৌধুরী 
d) রানু ঘোষ 
উত্তর :- আরতি সাহা

29. 'মানুষের জীবনে শৈশবলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময়' - বক্তা কে ❓
a) গল্টন 
b) ফ্রয়বেল 
c) রুশো 
d) মন্টেসরি 
উত্তর :- রুশো 

30. রেডিয়াম কে আবিষ্কার করেছিলেন ❓
a) মাদাম কুরি 
b) ডালটন 
c) ম্যাডাম মন্টেসরি 
d) কোনটাই নয় 
উত্তর :- মাদাম কুরি



No comments:

Post a Comment

×close ad