General Knowledge MCQ Question & Answer Part - 11 For All Competitive Exam 2023
![]() |
General Knowledge MCQ Question & Answer Part - 11 For All Competitive Exam 2023 |
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর।যে গুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচের প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখে নিন।
জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - ১১
1. ভারতের দশ টাকার নোটে কে সই করেন ❓
a) অর্থসচিব
b) রিজার্ভ ব্যাংকের গভর্নর
c) কেন্দ্রীয় অর্থমন্ত্রী
d) রাষ্ট্রপতি
উত্তর :- রিজার্ভ ব্যাংকের গভর্নর
2. হিমোগ্লোবিনে কোন ধাতুর অস্তিত্ব বর্তমান ❓
a) দস্তা
b) তামা
c) লোহা
d) ম্যাগনেসিয়াম
উত্তর :- লোহা
3. আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে ❓
a) রাজা রামমোহন রায়
b) স্বামী বিবেকানন্দ
c) কিশোর চন্দ্র সেন
d) স্বামী দয়ানন্দ সরস্বতী
উত্তর :- স্বামী দয়ানন্দ সরস্বতী
4. বুদ্ধের বাণী কোন ভাষায় লিখিত হয়েছিল ❓
a) পালি
b) মাগধি
c) সংস্কৃত
d) প্রাকৃত
উত্তর :-পালি
5. শক্তিস্থল কার সমাধি ❓
a) রাজীব গান্ধী
b) ইন্দিরা গান্ধী
c) মহাত্মা গান্ধী
d) জওহরলাল নেহেরু
উত্তর :- ইন্দিরা গান্ধী
6. অ্যামোনিয়া তে থাকা নাইট্রোজেনের যোগ্যতা হলো -
a) 3
b) 2
c) 1
d) 4
উত্তর :- 3
7. একটি অসদ ও সোজা প্রতিবিম্বের জন্য দর্পণের বিবর্ধন হবে ❓
a) ধনাত্মক
b) শূন্য
c) অসীম
d) ঋণাত্মক
উত্তর :- ধনাত্মক
8. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর জাতীয়করণ কবে হয়েছিল ❓
a) 1965
b) 1935
c) 1945
d) 1955
উত্তর :- 1955
9. ভারতের সবথেকে শিক্ষিত রাজ্য কোনটি ❓
a) মহারাষ্ট্র
b) কেরালা
c) কর্ণাটক
d) হরিয়ানা
উত্তর :- কেরালা
10. ভারতের কোন রাজ্যে অমরনাথ তীর্থস্থান অবস্থিত ❓
a) জম্মু-কাশ্মীর
b) উত্তরাখণ্ড
c) হিমাচল প্রদেশ
d) সিকিম
উত্তর :- জম্মু-কাশ্মীর
11. কারগিল শহর কোথায় অবস্থিত ❓
a) লাদাখ
b) রাজস্থান
c) জম্মু-কাশ্মীর
d) পাঞ্জাব
উত্তর :- লাদাখ
12. বলের দ্বারা কৃতকার্য ধনাত্মক হয় কখন ❓
a) সরণ প্রযুক্ত বলের দিকে ঘটে
b) সরণ প্রযুক্ত বলের সাথে লম্ব ভাবে হয়
c) প্রযুক্ত বল থেকে কোন সরণ হয় না
d) কোনটাই নয়
উত্তর :- সরণ প্রযুক্ত বলের দিকে ঘটে
13. কোন নদীকে চীনের দুঃখ বলা হয় ❓
a) হোয়াংহো
b) ইয়াংসি কিয়াং
c) কিন সি
d) পিত
উত্তর :-হোয়াংহো
14. কোন শ্রেণীর প্রাণীদের শ্বাস-প্রশ্বাস মাধ্যম হলো ফুসফুস ❓
a) পক্ষী
b) মস
c) সরীসৃপ
d) উভচর
উত্তর :- উভচর
15. মুক্ত অবস্থায় পৃথিবীতে পাওয়া যায় ❓
a) তামা
b) রুপো
c) সোনা
d) সোডিয়াম
উত্তর :- রুপো
16. সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত ❓
a) কাঠমান্ডু
b) ঢাকা
c) মালদ্বীপ
d) ইসলামাবাদ
উত্তর :- কাঠমান্ডু
17. ভারতের অরণ্য গবেষণাগার কোথায় রয়েছে ❓
a) নাগপুরে
b) দেরাদুনে
c) কানপুরে
d) কটকে
উত্তর :- দেরাদুনে
18. ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্র পথ কে আবিষ্কার করেন ❓
a) ভাস্কো দা গামা
b) লর্ড ক্লাইভ
c) ক্যাপ্টেন কুক
d) কোনটাই নয়
উত্তর :- ভাস্কো দা গামা
19. মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল ❓
a) 1873
b) 1813
c) 1921
d) 1923
উত্তর :-1921
20. ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস কবে পালন করা হয় ❓
a) 18 ফেব্রুয়ারি
b) 19 ফেব্রুয়ারি
c) 20 ফেব্রুয়ারি
d) 21 ফেব্রুয়ারি
উত্তর :-20 ফেব্রুয়ারি
21. প্রজনন প্রক্রিয়ার সময় উদ্ভূত পরিবর্তনশীল হতে পারে -
a) উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত
b) সংশোধিত
c) পরিবর্তিত
d) কোনটাই নয়
উত্তর :- উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত
22. ভিটামিন বি কমপ্লেক্স কিসে দ্রব্য ❓
a) জলে
b) অ্যালকোহলে
c) অদ্রাব্যে
d) তেলে
উত্তর :- জলে
23. কাকে ইটালির ডেট্রয়েট বলা হয় ❓
a) মিলান
b) তুরিন
c) রোম
d) পিসা
উত্তর :- তুরিন
24. ইন্দিরা গান্ধী প্রথমে কোন মন্ত্রী হয়েছিলেন ❓
a) তথ্য সম্প্রচার মন্ত্রী
b) অর্থমন্ত্রী
c) বিদেশ মন্ত্রী
d) প্রতিরক্ষা মন্ত্রী
উত্তর :- তথ্য সম্প্রচার মন্ত্রী
25. সীতার বনবাস কার রচনা❓
a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) মাইকেল মধুসূদন দত্ত
d) অরবিন্দ ঘোষ
উত্তর :- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
26. বাংলা গদ্যের জনক কাকে বলা হয় ❓
a) দ্বারকানাথ ঠাকুর
b) চন্দ্রশেখর বসু
c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
d) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
উত্তর :- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
27. নাভাল স্টাফের ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন কে ❓
a) সঞ্জয় যশজিৎ সিংহ
b) স্বরূপ সমাদ্দার
c) মদন সিঙ্গাল
d) হরি কুমার
উত্তর :-সঞ্জয় যশজিৎ সিংহ
28. আইন- ই -আকবরী গ্রন্থের লেখক কে ❓
a) বদাউনি
b) আবুল ফজল
c) শেখ মুবারক
d) কোনটাই নয়
উত্তর :- আবুল ফজল
29. টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে ❓
a) লর্ড ওয়েলেসলি
b) লর্ড কর্নওয়ালিস
c) লর্ড ডালহৌসি
d) জন শোর
উত্তর :- লর্ড ওয়েলেসলি
30. হিন্দু নারীদের 'সতী' প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয় ❓
a) জাহাঙ্গীর
b) শাহজাহান
c) আকবর
d) ওরঙ্গজেব
উত্তর :- আকবর
No comments:
Post a Comment