Breaking



Showing posts with label ভূগোল - Geography. Show all posts
Showing posts with label ভূগোল - Geography. Show all posts

Tuesday, April 4, 2023

April 04, 2023

Geography question & Answer Part - 05 for All Competitive Exam

Geography question & Answer Part - 05 for All Competitive Exam

Geography question & Answer Part - 05 for All Competitive Exam
Hello বন্ধুরা,
 আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ভূগোল বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
                                   ভূগোল প্রশ্নোত্তর পর্ব - ০৫



1. ধুয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত ❓
a) গোদাবরী 
b) কাবেরী 
c) নর্মদা 
d) চেনাব 
উত্তর :- নর্মদা 

2.  "P" তরঙ্গ বা Primary wave নিচের কোনটির সাথে জড়িত ❓
a) ভূমিকম্প
b) শীতল সমুদ্র স্রোত 
c) উষ্ণ সমুদ্র স্রোত
d) নদীর নিম্নগতি 
উত্তর :- ভূমিকম্প 

3. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি❓
a) অ্যাঞ্জেল 
b) গেরসোপ্পা 
c) ভিক্টোরিয়া
d) নায়েগ্রা 
উত্তর :-অ্যাঞ্জেল

4. চীনে ঘূর্ণবাত কি নামে পরিচিত ❓
a) সাইক্লোন
b) রিকেন 
c) টাইফুন 
d) টর্নেডো 
উত্তর :-টাইফুন 

5. ক্রোনোমিটার সাধারণত নিম্নলিখিত কোনটির সময় অনুসারে চলে ❓
a) গ্রীনিচের সময় 
b) প্রমাণ সময় 
c) আন্তর্জাতিক তারিখ রেখার সময় 
d) স্থানীয় সময় 
উত্তর :- গ্রীনিচের সময়ে 

6. সৌরজগতের বৃহত্তম গ্রহের কি নাম❓
a) বৃহস্পতি
b) শনি
c) নেপচুন 
d) পৃথিবী
উত্তর :- বৃহস্পতি 

7. কোন অঞ্চলের রাসায়নিক আবহবিকারের প্রভাব সাধারণত বেশি ❓
a) শীতল শুষ্ক অঞ্চল 
b) শীতল আর্দ্র অঞ্চল 
c) উষ্ণ মরু অঞ্চল 
d) উষ্ণ আর্দ্র অঞ্চল 
উত্তর :-উষ্ণ আর্দ্র অঞ্চল 

8. এক্সফোলিয়েশন বা গোলাকৃতি আবহবিকার কোন শিলায় বেশি দেখা যায় ❓
a) গ্রানাইট
b) ব্যাসল্ট 
c) সাগুস্টোন 
d) চুনা পাথর 
উত্তর :- গ্রানাইট 

9. কোনটির আরেক নাম "বরফের চাদর" ( Ice sheet )❓
a) মহাদেশীয় হিমবাহ 
b) হিমশৈল 
c) উপত্যকা হিমবাহ 
d) পর্বত পাদদেশের হিমবাহ 
উত্তর :- মহাদেশীয় হিমবাহ 

10. এশিয়ার আর্দ্র অঞ্চলের উপকূলীয় অরণ্যের অপর নাম কি ❓
a) ম্যানগ্রোভ 
b) সরলবর্গীয় অরণ্য 
c) চিরহরিৎ বনভূমি 
d) পর্ণমোচীয় বৃক্ষের অরণ্য 
উত্তর :- ম্যানগ্রোভ 

11. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ❓
a) গুরু শিখর 
b) ধূপগড় 
c) পাঁচমারি 
d) ডোড়াবেট্টা 
উত্তর :- গুরু শিখর 

12. কোন প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা  কল্পনা করা হয়েছে ❓
a) বেরিং প্রণালী 
b) কুক প্রণালী 
c) জিব্রাল্টার প্রণালী 
d) হাড়সন প্রণালী 
উত্তর :- বেরিং প্রণালী 

13. ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টি হয় ❓
a) তামিলনাড়ু 
b) অসম 
c) মহারাষ্ট্র 
d) পশ্চিমবঙ্গ
উত্তর :- তামিলনাড়ু 

14. নিচের কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি ❓
a) মহানদী 
b) গোদাবরী 
c) কৃষ্ণা 
d) নর্মদা 
উত্তর :- নর্মদা 

15. সিরোজেম কি ❓
a) মরু অঞ্চলের মাটি 
b) পড়ল 
c) পলিমাটি 
d) কৃষ্ণ মৃত্তিকা 
উত্তর :- মরু অঞ্চলের মাটি 

16. কোন নদীর তীরে মস্কো শহরে অবস্থিত ❓
a) মস্কভা
b) দানিয়ুপ 
c) ডন 
d) কোনটাই নয় 
উত্তর :-মস্কভা

17. ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম ❓
a) লুনি
b) মন্দাকিনী
c) সবরমতী 
d) গোমতী 
উত্তর :- লুনি 

18. ঝুলন্ত উপত্যকা সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যেতে পারে ❓
a) হিমবাহ অঞ্চলে 
b) মরুদ্দানে 
c) নদীর পার্বত্য প্রবাহ
d) মালভূমি অঞ্চলে 
উত্তর :- হিমবাহ অঞ্চলে 

19. ঠেসমূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায় ❓
a) গর্জন 
b) সুন্দরী
c) ফনিমনসা 
d) পাইন 
উত্তর :- সুন্দরী

20. পর্বতের গায়ে যে সীমারেখার উপরে সারা বছর তুষার বা বরফ জমে থাকে,তাকে কি বলে ❓
a) হিম রেখা 
b) গ্রাব রেখা 
c) এরিটি 
d) হিমশৈল 
উত্তর :- হিমরেখা 

21. গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় পরিবর্তিত হলে কোন পাথরে পরিনত হয় ❓
a) কোয়ার্টজাইট 
b) শ্বেতপাথর 
c) স্লেট 
d) নিস 
উত্তর :-নিস 

22. কোন পর্বতের পূর্বাংশ "কাইমুর" নামে পরিচিত ❓
a) বিন্ধ্য 
b) মহাকাল
c) সাতপুরা 
d) মহাদেব 
উত্তর :-বিন্ধ্য 

23. জেরোফাইটিক প্লান্টস কোন অঞ্চলে বেশি দেখা যায় ❓
a) মরু অঞ্চল 
b) সুন্দরবন
c) হিমালয়ের পাদদেশ 
d) কচ্ছের রণ 
উত্তর :- মরু অঞ্চল 

24. কোন সমুদ্রের মধ্যাংশে নানারকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায় ❓
a) ক্যাম্পিয়ান সমুদ্র 
b) সারগোসা সমুদ্র 
c) ক্যারিবিয়ান সাগর 
d) কৃষ্ণ সাগর 
উত্তর :-সারগোসা সমুদ্র 

25. প্রতি 1 ডিগ্রি  দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয় ❓
a) 4 মিনিট
b) 4 সেকেন্ড 
c) 1 মিনিট
d) 1 সেকেন্ড
উত্তর :-4 মিনিট

26.  চম্বল কোন নদীর উপনদী ❓
a) যমুনা 
b) গঙ্গা 
c) কাবেরী 
d) মহানদী 
উত্তর :- যমুনা 

27. হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত ❓
a) কৃষ্ণা 
b) গোদাবরী 
c) নর্মদা 
d) মহানদী 
উত্তর :- মহানদী 

28. ডালহৌসি শৈল শহরটি কোন রাজ্যে অবস্থিত ❓
a) হিমাচল প্রদেশ
b) উত্তরাখণ্ড 
c) জম্মু ও কাশ্মীর 
d) উত্তর প্রদেশ
উত্তর :- হিমাচল প্রদেশ 

29. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত ❓
a) কৃষ্ণা ও কাবেরীর মধ্যে 
b) গোদাবরী ও কৃষ্ণার মধ্যে 
c) মহানদী ও গোদাবরির মধ্যে 
d) গোদাবরী ও কাবেরী 
উত্তর :- গোদাবরী ও কৃষ্ণার মধ্যে 

30. মৃতের সাগরে সঞ্চিত আছে -
a) ব্রোমাইন 
b) পটাস 
c) জিপসাম 
d) চুনাপাথর 
উত্তর :- ব্রোমাইন




Saturday, April 1, 2023

April 01, 2023

Geography question & Answer Part - 04 for All Competitive Exam

Geography question & Answer Part - 04 for All Competitive Exam

Geography question & Answer Part - 04 for All Competitive Exam
Hello বন্ধুরা,
 আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ভূগোল বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
                                   ভূগোল প্রশ্নোত্তর পর্ব - ০৪



1. নেপালে অবস্থিত নিম্নলিখিত পর্বত গুলির মধ্যে কোনটির উচ্চতা সবথেকে বেশি ❓
a) মাকালু 
b) অন্নপূর্ণা 
c) ধবলগিরি 
d) গৌরীশংকর 
উত্তর :- মাকালু 

2. হিমালয়ের কোন দিকে ভুটান অবস্থিত ❓
a) উত্তর-পশ্চিম 
b) দক্ষিণ-পশ্চিম 
c) দক্ষিণ=পূর্ব 
d) উত্তর -পূর্ব
উত্তর :- উত্তর-পূর্ব 

3. 'একটি পরিবার, একটি সন্তান' কোন দেশের জনসংখ্যা নীতি ❓
a) ভারত
b) কোরিয়া 
c) ফ্রান্স 
d) চিন 
উত্তর :- চিন 

4. নেপালের কোন নদীকে পবিত্র নদী হিসেবে মানা হয় ❓
a) কোশি 
b) করনালী 
c) সেতী 
d) কালী গণ্ডক 
উত্তর :- কালী গণ্ডক 

5. বাংলাদেশের কোথায় কমলা লেবুর উৎপন্ন হয় ❓
a) শ্রীহট্ট 
b) কুমিল্লা
c) ময়মনসিংহ 
d) ঢাকা
উত্তর :-শ্রীহট্ট 

6. বাংলাদেশ পৃথিবীর কততম জনবহুল দেশ ❓
a) পঞ্চম 
b) ষষ্ঠ 
c) সপ্তম
d) অষ্টম 
উত্তর :- অষ্টম 

7. শ্রীলংকার গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত ❓
a) ১৪০ সেমি
b) ১৬০ সেমি 
c) ১৮০ সেমি 
d) ১৫০ সেমি
উত্তর :-১৫০ সেমি

8. জাস্কার শৈলশীলা কোন পর্বতশ্রেণীর অন্তর্গত ❓
a) ট্রান্স হিমালয় 
b) মধ্য হিমালয় 
c) কেন্দ্রীয় হিমালয় 
d) বৃহৎ হিমালয় 
উত্তর :-ট্রান্স হিমালয় 

9. নিম্নলিখিত কোনটি দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চল নয় ❓
a) উটি 
b) মুন্নার 
c) কোয়েম্বাটুর 
d) কোদাইকানাল 
উত্তর :- কোয়েম্বাটুর 

10. উপদ্বীপীয় ভারত কোন স্থান পর্যন্ত বিস্তৃত ❓
a) মেঘালয় পাহাড় 
b) হিমাচল হিমালয় 
c) অসম উপত্যকা 
d) মিজো পাহাড় 
উত্তর :- মেঘালয় পাহাড়

11. বড়লাচা লাগড়িপথ কোন রাজ্যে অবস্থিত ❓
a) উত্তরাঞ্চল 
b) পাঞ্জাব
c) উত্তর প্রদেশ 
d) হিমাচল 
উত্তর :- হিমাচল 

12. কাকে ভূ -স্বর্গ বা প্রাচ্যের নন্দনকানন বলা হয় ❓
a) চিন 
b) বাংলাদেশ
c) কাশ্মীর 
d) ভুটান
উত্তর :- কাশ্মীর 

13. কোন গিরিপথে পৃথিবীর উচ্চতম সেতু তৈরি হয়েছে ❓
a) খাবদুঙলা 
b) চোমলেরী 
c) ভুটান
d) সাসার 
উত্তর :-খাবদুঙলা 

14. মহারাষ্ট্র মালভূমি কোন উপদ্বীপীয় মালভূমির উদাহরণ ❓
a) দক্ষিণ দক্ষিণা পথ 
b) উত্তর দক্ষিণা পথ 
c) পূর্বঘাট অঞ্চল 
d) পশ্চিমঘাট অঞ্চল 
উত্তর :- উত্তর দক্ষিণ পথ 

15. দাক্ষিণাত্য মালভূমির ঢাল কোনদিকে ❓
a) পূর্ব দিক 
b) পশ্চিম দিক 
c) উত্তর দিক 
d) দক্ষিণ দিক 
উত্তর :- পূর্ব দিক 

16. কোন রাজ্যকে ভারতের আপেল রাজ্য বলা হয় ❓
a) ভুটান
b) কাশ্মীর
c) নেপাল
d) হিমাচল প্রদেশ
উত্তর :- হিমাচল প্রদেশ 

17. ছোটনাগপুর মালভূমির সবথেকে উঁচু পাহাড় কোনটি ❓
a) রাজমহল 
b) দলমা
c) পরেশনাথ 
d) পোরহাট 
উত্তর :- পরেশনাথ 

18. দামোদর ভ্যালি কর্পোরেশন কি ❓
a) দামোদর ভ্যালি সংরক্ষণের জন্য গঠিত মিউনিসিপাল কর্পোরেশন 
b) স্ট্যাটুইটারি বডি 
c) বিহারের একটি বেসরকারি সংস্থা 
d) একটি বেসরকারি প্রতিষ্ঠান 
উত্তর :- স্ট্যাটুইটারি বডি 

19. ভারতের উচ্চতম বাঁধটি হল- 
a) মেত্তুর বাঁধ 
b) তেহরি বাঁধ 
c) কোয়েনা বাঁধ 
d) ইন্দিরা সাগর বাঁধ 
উত্তর :-তেহরি বাঁধ 

20. ভারতের কোন স্থান পৃথিবীর দ্বিতীয় শীতলতম জনবসতিহীন স্থান ❓
a) দ্রাস
b) ইটানগর 
c) মানালি 
d) মানা 
উত্তর :-দ্রাস

21. কোথায় সামুদ্রিক খাদ্য ও খনিজ তেল সম্ভার রয়েছে ❓
a) মহীসোপান 
b) মহিঢাল 
c) মহি জাগান 
d) গভীর সমুদ্রের ভূমি 
উত্তর :-মহীসোপান 

22. কোনটি ঋতুভিত্তিক বায়ু প্রবাহ ❓
a) বজ্রবিদ্যুৎ সহ ঝড় 
b) প্রতীপ ঘূর্ণবাত 
c) ঘূর্ণবাত 
d) মৌসুমী বায় 
উত্তর :-মৌসুমী বায় 

23. 'পঞ্চ নদীর দেশ' কোনটি ❓
a) মায়ানমার
b) মধ্য প্রদেশ 
c) পাঞ্জাব
d) শ্রীলংকা 
উত্তর :- পাঞ্জাব

24. সুয়েজ খালের দৈর্ঘ্য প্রায় -
a) ১১০ কিমি 
b) ১২৫ কিমি 
c) ১৫০ কিমি 
d) ১৭০ কিমি 
উত্তর :-১৭০ কিমি 

25. কোন অঞ্চলটিতে বেশি বৃষ্টিপাত হয় না ❓
a) উত্তর আমেরিকার মধ্যভাগ 
b) ক্যালিফোর্নিয়ার মধ্যভাগ
c) দক্ষিণ পশ্চিম আফ্রিকা 
d) দক্ষিণ-পশ্চিম অস্ট্রেলিয়া
উত্তর :-উত্তর আমেরিকার মধ্যভাগ 

26. কেরলের কি ধরনের মাটি বেশি দেখা যায় ❓
a) পলিমাটি 
b) ল্যাটেরাইট মাটি 
c) বেলে মাটি 
d) কাদামাটি 
উত্তর :- ল্যাটেরাইট মাটি 

27. ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায় ❓
a) পশ্চিমঘাট 
b) উত্তর-পূর্ব হিমালয় 
c) কৃষ্ণা গোদাবরী ব- দ্বীপ অঞ্চল 
d) পূর্বঘাট 
উত্তর :- কৃষ্ণা গোদাবরী ব-দ্বীপ অঞ্চল 

28. শাল এক ধরনের -
a) সরলবর্গীয় উদ্ভিদ 
b) পর্ণমোচী বৃক্ষ 
c) চিরহরিৎ বৃক্ষ
d) জেরোফাইট উদ্ভিদ 
উত্তর :- পর্ণমোচী বৃক্ষ 

29. ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায় ❓
a) ৪
b) ৬
c) ৫
d) ৭
উত্তর :-

30. নগরহোল জাতীয় উদ্যান কোন সংরক্ষিত বনভূমির অংশ ❓
a) আরাবল্লী 
b) বিন্ধ্য 
c) সাতপুরা 
d) নীলগিরি 
উত্তর :- নীলগিরি




Tuesday, March 14, 2023

March 14, 2023

Geography question & Answer Part - 03 for All Competitive Exam

Geography question & Answer Part - 03 for All Competitive Exam

Geography question & Answer Part - 03 

Hello বন্ধুরা,
 আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ভূগোল বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
                                   ভূগোল প্রশ্নোত্তর পর্ব - ০৩



1. আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ সমূহ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েছে যার দ্বারা -
a) বঙ্গোপসাগর 
b) আন্দামান সাগর 
c) গ্রেট চ্যানেল
d) দশ ডিগ্রি চ্যানেল 
উত্তর :- দশ ডিগ্রি চ্যানেল 

2. ভারতের আয়তন পাকিস্তানের আয়তন ____ গুণ।
a) 3
b) 4
c) 9
d) 6
উত্তর :- 4

3. লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত ❓
a) ভারত মহাসাগরের পাশে 
b) প্রশান্ত মহাসাগরে
c) আরব মহাসাগরে 
d) কোথাও নয়
উত্তর :- আরব মহাসাগরে 

4. ভারতের পূর্ব দিকে অবস্থিত রাজ্যের নাম কি ❓
a) অরুণাচল প্রদেশ 
b) মনিপুর 
c) আসাম
d) নাগাল্যান্ড 
উত্তর :- অরুণাচল প্রদেশ 

5. কোন রাজ্যে সব থেকে বেশি অনুর্বর জমি রয়েছে ❓
a) জম্মু ও কাশ্মীর 
b) রাজস্থান
c) মধ্যপ্রদেশ 
d) গুজরাট 
উত্তর :- জম্মু ও কাশ্মীর 

6. কাঞ্চিপুরম কোন রাজ্যে অবস্থিত ❓
a) অন্ধ্রপ্রদেশ 
b) তামিলনাড়ু 
c) কেরালা
d) কর্ণাটক 
উত্তর :- তামিলনাড়ু 

7. ভারতের সবথেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ❓
a) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 
b) পুডুচেরি 
c) লাক্ষাদ্বীপ 
d) চন্ডিগড় 
উত্তর :- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 

8. ভারত কোন গোলার্ধে অবস্থিত ❓
a) উত্তর-পশ্চিম 
b) উত্তর-পূর্ব 
c) দক্ষিণ-পূর্ব 
d) দক্ষিণ-পশ্চিম 
উত্তর :- উত্তরপূর্ব 

9. ভারতের দক্ষিণে কি অবস্থিত ❓
a) নিকোবর দ্বীপপুঞ্জ 
b) কেরালা
c) কন্যাকুমারী 
d) লাক্ষাদ্বীপ 
উত্তর :- নিকোবর দ্বীপপুঞ্জ 

10. মধ্যপ্রদেশের সাধারণত কোন ভাষা বহুল প্রচলিত ❓
a) হিন্দি
b) কানাড়ি 
c) মারাঠি 
d) মালায়ালাম 
উত্তর :- হিন্দি

11. সর্বাপেক্ষা কম শিক্ষিত রাজ্য কোনটি❓
a) উত্তর প্রদেশ 
b) ঝাড়খন্ড 
c) পশ্চিমবঙ্গ
d) কেরল
উত্তর :- ঝাড়খন্ড 

12. প্রতি বর্গ কিমিতে নাগাল্যান্ডের জনঘনত্ব কত ❓
a) ৭৩
b) ৭৯
c) ৮২
d) ৯০
উত্তর :- ৭৩

13. কোন অঞ্চলের জনঘনত্ব সবথেকে কম ❓
a) সিকিম
b) দিল্লি 
c) মধ্যপ্রদেশ 
d) অরুণাচল প্রদেশ 
উত্তর :- অরুণাচল প্রদেশ 

14. সর্বাধিক দ্বিতীয় জনবহুল রাজ্য কোনটি ❓
a) সিকিম
b) উত্তর প্রদেশ 
c) মহারাষ্ট্র 
d) দিল্লি 
উত্তর :- মহারাষ্ট্র

15. সবথেকে দক্ষিণ দিকে শহর কোনটি ❓
a) রায়পুর
b) কলকাতা 
c) ভোপাল
d) উদয়পুর 
উত্তর :- রায়পুর 

16. পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত❓
a) দক্ষিণ আন্দামান 
b) উত্তর আন্দামান 
c) লিটল আন্দামান 
d) মধ্য আন্দামান 
উত্তর :- দক্ষিণ আন্দামান 

17. লাক্ষাদ্বীপের রাজধানী কোনটি ❓
a) পোটক্লেয়ার 
b) আইজল 
c) কাভারত্তি 
d) সিলভাসা 
উত্তর :- কাভারত্তি 

18. পণ্য পরিবহনের ভিত্তিতে ব্যস্ততম রেলপথ অঞ্চল কোনটি ❓
a) দিল্লি কলকাতা 
b) কলকাতা চেন্নাই 
c) মুম্বাই চেন্নাই
d) দিল্লি মুম্বাই 
উত্তর :- দিল্লি কলকাতা 

19. ভারতের ক্লিনেস্ট রেলওয়ে স্টেশনটি হলো -
a) মুম্বাই
b) চেন্নাই
c) সুরাট
d) বেঙ্গালুরু 
উত্তর :- মুম্বাই 

20. পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হল -
a) খড়গপুর 
b) সেকেন্দ্রাবাদ 
c) বিশাখাপত্তনম 
d) কানপুর
উত্তর :- খড়গপুর 

21. পূর্ব সেন্ট্রাল রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় ❓
a) পাটনা 
b) হাজিপুর 
c) মুজাফফরপুর 
d) কাটিয়ার 
উত্তর :- হাজিপুর 

22. স্বাধীন ভারতের প্রথম বন্দর ❓
a) নিউ ম্যাঙ্গালোর 
b) কান্ডালা 
c) নবসেবা 
d) মুম্বাই
উত্তর :- কান্ডালা 

23. জহরলাল নেহেরু বন্দরের অবস্থান ❓
a) কলকাতাতে 
b) পারাদ্বীপে 
c) মুম্বাইতে 
d) কোচিনে 
উত্তর :- মুম্বাইতে

24. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটি হলো -
a) সুন্দরবন
b) মুধুপেট 
c) মালবন 
d) পূর্ব কোরিঙ্গা 
উত্তর :- সুন্দরবন 

25. সবচেয়ে বেশি ম্যানগ্রোভ অরণ্য রয়েছে নিচের  কোন রাজ্যে ❓
a) রাজস্থান 
b) উত্তর প্রদেশ 
c) পশ্চিমবঙ্গ
d) সিকিম 
উত্তর :- পশ্চিমবঙ্গ

26. বক্সা ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত ❓
a) অসম 
b) পশ্চিমবঙ্গ
c) ঝাড়খন্ড 
d) কোনটাই নয় 
উত্তর :- পশ্চিমবঙ্গ

27. লাক্ষা দ্বীপে কোন ধর্মাবলম্বী মানুষের জনসংখ্যা সর্বাধিক ❓
a) হিন্দু
b) বৌদ্ধ 
c) খ্রিস্টান 
d) মুসলিম
উত্তর :- মুসলিম

28. ভারতের বৃহত্তম উপজাতি জনগোষ্ঠী ❓
a) গোন্ড 
b) ভীল 
c) সাঁওতাল
d) থারু 
উত্তর :- ভীল 

29. এশিয়ার বৃহত্তম বস্তি রয়েছে ❓
a) মুম্বাইতে 
b) করাচিতে
c) কলকাতাতে 
d) দিল্লিতে 
উত্তর :- মুম্বাইতে

30. ভারতে সর্বাধিক স্বাক্ষর কেন্দ্রশাসিত অঞ্চলটি হল -
a) লাক্ষাদ্বীপ 
b) দিল্লি 
c) চন্ডিগড় 
d) পুদুচেরি 
উত্তর :- লাক্ষাদ্বীপ




Thursday, March 2, 2023

March 02, 2023

Geography question & Answer Part - 02 for All Competitive Exam

Geography question & Answer Part - 02 for All Competitive Exam

Geography question & Answer Part - 02
Hello বন্ধুরা,
 আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ভূগোল বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
                                   ভূগোল প্রশ্নোত্তর পর্ব - ০২



1. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম কি 
a) চিন 
b) মালদিভস 
c) ভুটান
d) মায়ানমার 
উত্তর :- ভুটান 

2. আয়তনের দিক থেকে ভারত এশিয়ার কত নম্বর স্থানে ❓
a) প্রথম
b) দ্বিতীয় 
c) তৃতীয় 
d) চতুর্থ 
উত্তর :- তৃতীয় 

3. একটি সার্বজনীন সম্পদের উদাহরণ কি ❓
a) খনিজ তেল 
b) কয়লা
c) তামা 
d) বায়ু প্রবাহ 
উত্তর :- বায়ু প্রবাহ 

4. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত❓
a) মার্কিন যুক্তরাষ্ট্র 
b) জাপান
c) গুজরাট 
d) রোম 
উত্তর :- জাপান

5. 'দুন' শব্দের অর্থ ❓
a) অনুদৈর্ঘ্য উপত্যকা 
b) অনুপ্রস্থ উপত্যকা 
c) শিখর 
d) হ্রদ 
উত্তর :- অনুদৈর্ঘ্য পতাকা 

6. গুজরাটের প্রধান শিল্পের নাম কি ❓
a) কাগজ শিল্প
b) জুতা শিল্প 
c) পাট শিল্প 
d) কার্পাস বয়ন শিল্প 
উত্তর :- কাগজ শিল্প 

7. ছত্রিশগড় রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত ❓
a) রায়পুর
b) কানপুর
c) বিলাসপুর 
d) পানাজি 
উত্তর :- রায়পুর

8. কয়লা উত্তোলনে ভারতের স্থান কত ❓
a) প্রথম
b) দ্বিতীয় 
c) তৃতীয় 
d) চতুর্থ
উত্তর :- তৃতীয় 

9. পেট্রোলিয়াম তেল কোন ধরনের জ্বালানি ❓
a) ছত্রাক 
b) উদ্ভিজ 
c) প্রবাল 
d) প্রাণিজ 
উত্তর :- উদ্ভিজ 

10. গ্রীস দেশের মুদ্রার নাম কি ❓
a) গাউরদে 
b) ড্রাচমা 
c) লাটস 
d) মানাট 
উত্তর :- ড্রাচমা 

11. পাঞ্জাবের রাজধানী কোনটি 
a) মুম্বাই
b) চণ্ডীগড় 
c) লখনৌ 
d) দিসপুর 
উত্তর :- চণ্ডীগড় 

12. পৃথিবীর বৃহত্তম খাল কোনটি❓
a) গ্রান্ড ক্যানাল 
b) থলঘাট ক্যানাল 
c) ভোরঘাট ক্যানাল 
d) ক্যাম্পিয়ন ক্যানাল 
উত্তর :-  গ্রান্ড ক্যানাল 

13. পুকুর থেকে সর্বাধিক জল শেষ হয় কোন রাজ্যে ❓
a) মহারাষ্ট্র 
b) কেরল 
c) তামিলনাড়ু 
d) কর্ণাটক 
উত্তর :- তামিলনাড়ু 

14. ভুটানের প্রধান শিল্পের নাম কি ❓
a) চা শিল্প 
b) চিনি শিল্প
c) পাট শিল্প 
d) বিড়ি শিল্প 
উত্তর :- চা শিল্প 

15. ভূপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস লিক করেছিল❓ 
a) মিক 
b) DDT 
c) ক্লোরিন 
d) মিথেন
উত্তর :- মিক 

16. বিশ্বের দক্ষিণতম শহর কোনটি ❓
a) পুন্টা এনেরাস 
b) কন্যাকুমারিকা 
c) বাবএল মান্দাব 
d) পিকভেলিয়ান পয়েন্ট 
উত্তর :- পুন্টা এনেরাস 

17. মরু অঞ্চলের অধিবাসীদের কি বলা হত ❓
a) এক্সিমো 
b)পিগমি 
c) বেদুইন 
d) জারো 
উত্তর :- বেদুইন 

18. প্রাচীনকালে ভাজি নামে পরিচিত ছিল কোন অঞ্চল ❓
a) উত্তর বিহার 
b) পূর্ব বিহার
c) দক্ষিণ বিহার 
d) পশ্চিম বিহার 
উত্তর :- উত্তর বিহার 

19. কোনি তেল উৎপাদনে দক্ষিণ আমেরিকার স্থান কত ❓
a) প্রথম
b) তৃতীয় 
c) পঞ্চম 
d) চতুর্থ
উত্তর :- পঞ্চম 

20. স্থানীয় ভাষায় যার নাম 'সোহরা' তাকে আমরা কি নামে জানি ❓
a) পাঞ্জাব
b) চেরাপুঞ্জি
c) তামিলনাড়ু 
d) মেঘালয় 
উত্তর :- চেরাপুঞ্জি

21. লুনি নদীর উৎপত্তিস্থল ❓
a) আনা সাগর 
b) কচ্ছের রণ 
c) কৃষ্ণ সাগর
d) লোহিত সাগর
উত্তর :- আনা সাগর 

22. 'হর্নব্লেন্ড'কোন জাতীয় শিলা ❓
a) পাললিক 
b) রূপান্তরিত 
c)কোয়ার্টজাইট 
d) জৈব 
উত্তর :- রূপান্তরিত 

23. এশিয়ার পশ্চিম সীমা নির্দেশ করেছে কোন পর্বত ❓
a) ইউরাল 
b) কারাকোরাম 
c) হিমালয় 
d) হিন্দুকুশ 
উত্তর :- ইউরাল 

24. ধুয়াধার জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত ❓
a) সুবর্ণরেখা 
b) নর্মদা 
c) কাবেরী 
d) সারাবতি 
উত্তর :- নর্মদা 

25. জাপানের 'কোসা ম্যাগনা' অঞ্চলে কী উৎপাদনের জন্য বিখ্যাত ❓
a) গাড়ি
b) ইস্পাত 
c) রেশম 
d)পাট 
উত্তর :- রেশম 

26. ভারতের মূলধনের শহর কাকে বলা হয়❓
a) কলকাতা 
b) মুম্বাই
c) চেন্নাই
d) দিল্লি 
উত্তর :- মুম্বাই

27. কম ঢাল যুক্ত জলপ্রপাত কে কি বলে ❓
a) র‍্যাপিড 
b) ইন্টারলোকিং স্পার 
c) পটহোল 
d) ডেল্টা 
উত্তর :- র‍্যাপিড 

28. ভারতে পুরুষদের সাক্ষরতার হার কত ❓
a) 80%
b) 96.75%
c) 75.96%
d) 70.86%
উত্তর :- 80%

29. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয় পর্বতের কোন ঢালে ❓
a) পার্শ্ব ঢালে 
b) প্রতিবাত ঢালে 
c) অনুবাত ঢালে 
d) উর্দ্ধ ঢালে 
উত্তর :- প্রতিবাত ঢালে 

30. কোন দেশকে 'মধ্যরাতের সূর্য' বলা হয় ❓
a) নরওয়ে 
b) ব্রিটেন
c) সুইজারল্যান্ড 
d) জাপান
উত্তর :- নরওয়ে



×close ad