Geography question & Answer Part - 04 for All Competitive Exam
![]() |
Geography question & Answer Part - 04 for All Competitive Exam |
Hello বন্ধুরা,
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ভূগোল বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
ভূগোল প্রশ্নোত্তর পর্ব - ০৪
1. নেপালে অবস্থিত নিম্নলিখিত পর্বত গুলির মধ্যে কোনটির উচ্চতা সবথেকে বেশি ❓
a) মাকালু
b) অন্নপূর্ণা
c) ধবলগিরি
d) গৌরীশংকর
উত্তর :- মাকালু
2. হিমালয়ের কোন দিকে ভুটান অবস্থিত ❓
a) উত্তর-পশ্চিম
b) দক্ষিণ-পশ্চিম
c) দক্ষিণ=পূর্ব
d) উত্তর -পূর্ব
উত্তর :- উত্তর-পূর্ব
3. 'একটি পরিবার, একটি সন্তান' কোন দেশের জনসংখ্যা নীতি ❓
a) ভারত
b) কোরিয়া
c) ফ্রান্স
d) চিন
উত্তর :- চিন
4. নেপালের কোন নদীকে পবিত্র নদী হিসেবে মানা হয় ❓
a) কোশি
b) করনালী
c) সেতী
d) কালী গণ্ডক
উত্তর :- কালী গণ্ডক
5. বাংলাদেশের কোথায় কমলা লেবুর উৎপন্ন হয় ❓
a) শ্রীহট্ট
b) কুমিল্লা
c) ময়মনসিংহ
d) ঢাকা
উত্তর :-শ্রীহট্ট
6. বাংলাদেশ পৃথিবীর কততম জনবহুল দেশ ❓
a) পঞ্চম
b) ষষ্ঠ
c) সপ্তম
d) অষ্টম
উত্তর :- অষ্টম
7. শ্রীলংকার গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত ❓
a) ১৪০ সেমি
b) ১৬০ সেমি
c) ১৮০ সেমি
d) ১৫০ সেমি
উত্তর :-১৫০ সেমি
8. জাস্কার শৈলশীলা কোন পর্বতশ্রেণীর অন্তর্গত ❓
a) ট্রান্স হিমালয়
b) মধ্য হিমালয়
c) কেন্দ্রীয় হিমালয়
d) বৃহৎ হিমালয়
উত্তর :-ট্রান্স হিমালয়
9. নিম্নলিখিত কোনটি দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চল নয় ❓
a) উটি
b) মুন্নার
c) কোয়েম্বাটুর
d) কোদাইকানাল
উত্তর :- কোয়েম্বাটুর
10. উপদ্বীপীয় ভারত কোন স্থান পর্যন্ত বিস্তৃত ❓
a) মেঘালয় পাহাড়
b) হিমাচল হিমালয়
c) অসম উপত্যকা
d) মিজো পাহাড়
উত্তর :- মেঘালয় পাহাড়
11. বড়লাচা লাগড়িপথ কোন রাজ্যে অবস্থিত ❓
a) উত্তরাঞ্চল
b) পাঞ্জাব
c) উত্তর প্রদেশ
d) হিমাচল
উত্তর :- হিমাচল
12. কাকে ভূ -স্বর্গ বা প্রাচ্যের নন্দনকানন বলা হয় ❓
a) চিন
b) বাংলাদেশ
c) কাশ্মীর
d) ভুটান
উত্তর :- কাশ্মীর
13. কোন গিরিপথে পৃথিবীর উচ্চতম সেতু তৈরি হয়েছে ❓
a) খাবদুঙলা
b) চোমলেরী
c) ভুটান
d) সাসার
উত্তর :-খাবদুঙলা
14. মহারাষ্ট্র মালভূমি কোন উপদ্বীপীয় মালভূমির উদাহরণ ❓
a) দক্ষিণ দক্ষিণা পথ
b) উত্তর দক্ষিণা পথ
c) পূর্বঘাট অঞ্চল
d) পশ্চিমঘাট অঞ্চল
উত্তর :- উত্তর দক্ষিণ পথ
15. দাক্ষিণাত্য মালভূমির ঢাল কোনদিকে ❓
a) পূর্ব দিক
b) পশ্চিম দিক
c) উত্তর দিক
d) দক্ষিণ দিক
উত্তর :- পূর্ব দিক
16. কোন রাজ্যকে ভারতের আপেল রাজ্য বলা হয় ❓
a) ভুটান
b) কাশ্মীর
c) নেপাল
d) হিমাচল প্রদেশ
উত্তর :- হিমাচল প্রদেশ
17. ছোটনাগপুর মালভূমির সবথেকে উঁচু পাহাড় কোনটি ❓
a) রাজমহল
b) দলমা
c) পরেশনাথ
d) পোরহাট
উত্তর :- পরেশনাথ
18. দামোদর ভ্যালি কর্পোরেশন কি ❓
a) দামোদর ভ্যালি সংরক্ষণের জন্য গঠিত মিউনিসিপাল কর্পোরেশন
b) স্ট্যাটুইটারি বডি
c) বিহারের একটি বেসরকারি সংস্থা
d) একটি বেসরকারি প্রতিষ্ঠান
উত্তর :- স্ট্যাটুইটারি বডি
19. ভারতের উচ্চতম বাঁধটি হল-
a) মেত্তুর বাঁধ
b) তেহরি বাঁধ
c) কোয়েনা বাঁধ
d) ইন্দিরা সাগর বাঁধ
উত্তর :-তেহরি বাঁধ
20. ভারতের কোন স্থান পৃথিবীর দ্বিতীয় শীতলতম জনবসতিহীন স্থান ❓
a) দ্রাস
b) ইটানগর
c) মানালি
d) মানা
উত্তর :-দ্রাস
21. কোথায় সামুদ্রিক খাদ্য ও খনিজ তেল সম্ভার রয়েছে ❓
a) মহীসোপান
b) মহিঢাল
c) মহি জাগান
d) গভীর সমুদ্রের ভূমি
উত্তর :-মহীসোপান
22. কোনটি ঋতুভিত্তিক বায়ু প্রবাহ ❓
a) বজ্রবিদ্যুৎ সহ ঝড়
b) প্রতীপ ঘূর্ণবাত
c) ঘূর্ণবাত
d) মৌসুমী বায়
উত্তর :-মৌসুমী বায়
23. 'পঞ্চ নদীর দেশ' কোনটি ❓
a) মায়ানমার
b) মধ্য প্রদেশ
c) পাঞ্জাব
d) শ্রীলংকা
উত্তর :- পাঞ্জাব
24. সুয়েজ খালের দৈর্ঘ্য প্রায় -
a) ১১০ কিমি
b) ১২৫ কিমি
c) ১৫০ কিমি
d) ১৭০ কিমি
উত্তর :-১৭০ কিমি
25. কোন অঞ্চলটিতে বেশি বৃষ্টিপাত হয় না ❓
a) উত্তর আমেরিকার মধ্যভাগ
b) ক্যালিফোর্নিয়ার মধ্যভাগ
c) দক্ষিণ পশ্চিম আফ্রিকা
d) দক্ষিণ-পশ্চিম অস্ট্রেলিয়া
উত্তর :-উত্তর আমেরিকার মধ্যভাগ
26. কেরলের কি ধরনের মাটি বেশি দেখা যায় ❓
a) পলিমাটি
b) ল্যাটেরাইট মাটি
c) বেলে মাটি
d) কাদামাটি
উত্তর :- ল্যাটেরাইট মাটি
27. ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায় ❓
a) পশ্চিমঘাট
b) উত্তর-পূর্ব হিমালয়
c) কৃষ্ণা গোদাবরী ব- দ্বীপ অঞ্চল
d) পূর্বঘাট
উত্তর :- কৃষ্ণা গোদাবরী ব-দ্বীপ অঞ্চল
28. শাল এক ধরনের -
a) সরলবর্গীয় উদ্ভিদ
b) পর্ণমোচী বৃক্ষ
c) চিরহরিৎ বৃক্ষ
d) জেরোফাইট উদ্ভিদ
উত্তর :- পর্ণমোচী বৃক্ষ
29. ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায় ❓
a) ৪
b) ৬
c) ৫
d) ৭
উত্তর :- ৬
30. নগরহোল জাতীয় উদ্যান কোন সংরক্ষিত বনভূমির অংশ ❓
a) আরাবল্লী
b) বিন্ধ্য
c) সাতপুরা
d) নীলগিরি
উত্তর :- নীলগিরি
No comments:
Post a Comment