Breaking



Tuesday, February 28, 2023

General knowledge MCQ Question - Answer for All Competitive Exam 2023/ Part - 03

General knowledge MCQ Question - Answer for All Competitive Exam 2023/ Part - 03
General knowledge MCQ Question - Answer for All Competitive Exam 2023/ Part - 03
Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ ত্রিশটি  এম. সি. কিউ  প্রশ্ন-উত্তর।যে গুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচের প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখে নিন।
               জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - তিন

1. ভারতবর্ষের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি❓ 
a) জিম করবেট 
b) সুন্দরবন 
c) বক্সা 
d) কোনটাই নয় 
উত্তর :- জিম করবেট 

2. কোন গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী ❓
a) কার্বন ডাই অক্সাইড 
b) মিথেন
c) কার্বন মনোক্সাইড 
d) সালফার ডাই অক্সাইড 
উত্তর :- সালফার ডাই অক্সাইড 

3. ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি ❓
a) নেপাল
b) পাকিস্তান
c) মায়ানমার
d) চীন
উত্তর :- চীন

4. যে সকল উদ্ভিদ মরুভূমি অঞ্চলে জন্মায় তাদের কি বলে ❓
a) জেরোফাইট উদ্ভিদ 
b) হ্যালোফাইট উদ্ভিদ 
c) মেসোফাইট উদ্ভিদ 
d) কোনটাই নয় 
উত্তর :- জেরোফাইট উদ্ভিদ 

5. ইলেকট্রনিক জেনারেটর কে আবিষ্কার করেন ❓
a) মাইকেল ফ্যারাডে 
b) নিউটন
c) ডারউইন 
d) রজার বেকন 
উত্তর :- মাইকেল ফ্যারাডে 

6. মিড ডে মিল প্রথম শুরু হয় কোথায় ❓
a) পাঞ্জাব
b) তামিলনাড় 
c) হরিয়ানা 
d) বিহার 
উত্তর :- তামিলনাড়ু 

7. সিটি অফ প্যালেস কাকে বলা হয় ❓
a) কলকাতা 
b) মুম্বাই
c) হায়দ্রাবাদ 
d) দিল্লি 
উত্তর :- কলকাতা

8. রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন❓
a) দেবেন্দ্রনাথ ঠাকুর 
b) রাজা রামমোহন রায় 
c) স্বামী বিবেকানন্দ
d) রামকৃষ্ণ পরমহংস দেব 
উত্তর :- স্বামী বিবেকানন্দ

9. কোন গ্রহকে "স্বর্গের দেবতা" বলা হয় ❓
a) পৃথিবী
b) নেপচুন 
c) বৃহস্পতি
d) বুধ 
উত্তর :- বৃহস্পতি 

10. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ হলো -
a) সেরিব্রাম 
b) সেরিবেলাম 
c) হাইপোথ্যালামাস 
d) সুষুম্না কান্ড 
উত্তর :- হাইপোথ্যালামাস 

11. সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি একক হল -
a) বিট 
b) বাইট 
c) মেগাবাইট
d) গিগাবাইট 
উত্তর :- বিট

12. গোল্ডেন গ্লোব পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় ❓
a) ভারত
b) রাশিয়া
c) আমেরিকা
d) ফ্রান্স 
উত্তর :- আমেরিকা

13. আন্তর্জাতিক পরিবার দিবস হল -
a) 15 মে 
b) 10 মে 
c) 27 মে 
d) 25 মে 
উত্তর :- 15 মে 

14. মুদ্রা এবং পদক সংক্রান্ত বিজ্ঞানকে বলে -
a) নিউমিসমেটিক্স 
b) ওজন টোলজি 
c) ওনকোলজি 
d) অ্যাকাউসটিক 
উত্তর :- নিউমিসমেটিক্স 

15. আলজেরিয়ার মুদ্রার নাম-
a) দিনার 
b) পুলা 
c) সেভি 
d) ফ্রাঙ্ক 
উত্তর :- দিনার 

16. ভারতীয় সংবিধানের কয়টি ভাগ বা অংশ  আছে ❓
a) 20 টি 
b) 24 টি 
c) 26 টি 
d) 28 টি 
উত্তর :- 24 টি 

17. রাজঘাট কার সমাধিস্থল ❓
a) ইন্দিরা গান্ধী 
b) লাল বাহাদুর শাস্ত্রী 
c) মহাত্মা গান্ধী 
d) এদের কেউই নন 
উত্তর :- মহাত্মা গান্ধী 

18. বীজের অঙ্কুরোদগমের সাহায্যকারী হরমোন হলো -
a) জিব্বেরেলিন 
b) অক্সিন 
c) ইথিলিন 
d) সাইটোকাইনিন 
উত্তর :- অক্সিন 

19. নতুন রাজ্য গঠন করা বা বর্তমান রাজ্যের সীমানা পরিবর্তন করার অধিকারী হলো -
a) রাষ্ট্রপতি 
b) নির্বাচন কমিশন 
c) সংসদ 
d) সুপ্রিম কোর্ট 
উত্তর :- সংসদ 

20. যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরের উদাহরণ হল -
a) ছুরি কাচিতে শান দেওয়া 
b) করাত দিয়ে কাটা 
c) বৈদ্যুতিক পাখার ঘূর্ণায়মান 
d) এদের কোনটাই নয় 
উত্তর :- করাত দিয়ে কাটা 

21. ডুডা ন্যাশনাল পার্ক অবস্থিত ❓
a) উত্তর প্রদেশ 
b) কেরল 
c) ঝাড়খন্ড 
d) তামিলনাড়ু 
উত্তর :- উত্তর প্রদেশ 

22. হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা লাগে কারণ ❓
a) নীল তাপ্র হ্রাস পায় 
b) বাষ্পায়নের হার বৃদ্ধি করে 
c) বায়ু চলাচল বৃদ্ধি হয় 
d) তাপীয় বিকিরণ কমায় 
উত্তর :- বাষ্পায়নের হার বৃদ্ধি করে 

23. গ্লাসগো শহরটি কোন নদীর তীরে অবস্থিত ❓
a)ক্লাইভ 
b) টাইবার 
c) সিয়েল 
d) টাইন 
উত্তর :- ক্লাইভ 

24. আপেক্ষিক আদ্রতা মাপার যন্ত্র কোনটি ❓
a) রেনগজ 
b) ব্যারোমিটার
c) হাইড্রোমিটার 
d) হাইগ্রোমিটার
উত্তর :- হাইগ্রোমিটার 

25. কে সৌরজগৎ আবিষ্কার করেন ❓
a) কোপার্নিকাস 
b) আর্য ভট্ট 
c) নিউটন
d) কেপলার 
উত্তর :- কোপার্নিকাস 

26. রাষ্ট্রগুরু নামে কে খ্যাত ❓
a) প্রফুল্ল চন্দ্র রায় 
b) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 
c) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 
d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 
উত্তর :- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 

27. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ❓
a) ব্রোঞ্জ যুগ 
b) তাম্র যুগ 
c) প্রস্তর যুগ 
d) লৌহ যুগ 
উত্তর :- তাম্র যুগ 

28. ফাদার অb মেডিসিন কাকে বলে ❓
a) আল্ট্রা নোবেল 
b) ফ্লিয়ায় কেন 
c) হিপোক্রেটাস 
d) প্রফুল্ল চন্দ্র রায় 
উত্তর :- হিপোক্রেটাস 

29. ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে ❓
a) রঘুরাম রাজন 
b) শক্তি কান্ত দাস 
c) উর্জিত প্যাটেল 
d) কোনটাই নয় 
উত্তর :- শক্তি কান্ত দাস 

30. মুদ্রাস্ফীতি কি ❓
a) দামের স্থিতিশীলতা 
b) দামের ক্রমবর্ধমান পতন 
c) দামের ক্রমবর্ধমান বৃদ্ধি 
d) দামের হার হ্রাস 
উত্তর :- দামের ক্রমবর্ধমান বৃদ্ধি

No comments:

Post a Comment

×close ad