Breaking



Sunday, March 12, 2023

General Knowledge MCQ Question & Answer Part - 06 For All Competitive Exam 2023

General Knowledge MCQ Question & Answer Part - 06 For All Competitive Exam 2023
General Knowledge MCQ Question & Answer Part - 06 For All Competitive Exam 2023
Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ ত্রিশটি  এম. সি. কিউ  প্রশ্ন-উত্তর।যে গুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচের প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখে নিন।
               জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - ছয় 



1. ত্বক ক্যান্সারের অন্যতম কারণ কি ❓
a) SO2
b) PAN 
c) ওজোন স্তরের হ্রাস 
d) CFC 
উত্তর :- ওজোন স্তরের হ্রাস 

2. পৃথিবীর স্থায়ী বৃহত্তম বায়ুস্তুতন্ত্র হলো -
a) এশিয়া
b) স্থলভাগ 
c) আমেরিকা
d) জলভাগ 
উত্তর :- জলভাগ 

3. শ্রীমতি ফ্রাঙকলিন রুজভেল্ডের নেতৃত্বে কবে মানবাধিকার কমিশন গঠিত হয় ❓
a) ১৯৪৩ খ্রিস্টাব্দে 
b) ১৯৪৬ খ্রিস্টাব্দে 
c) ১৯৪৭ খ্রিস্টাব্দে 
d) ১৯৪৯ খ্রিস্টাব্দে 
উত্তর :- ১৯৪৭ খ্রিস্টাব্দে 

4. বায়ুমন্ডলে অক্সিজেনের শতকরা মাত্রা কত ❓
a)  19.60%
b) 20.95%
c) 20.99%
d) 30.95%
উত্তর :- 20.95%

5. দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় ❓
a) অ্যালবুমিন 
b) গ্লোবিউলিন 
c) ল্যাকটোজ 
d) কেসিন 
উত্তর :- ল্যাকটোজ 

6. এল নিনো কি ❓
a) একটি অত্যন্ত অনিয়মিত উষ্ণ সমুদ্রস্রোত 
b) লবণাক্ত জলের আধিক্য 
c) সুনামির অপর নাম 
d) কোনটাই নয় 
উত্তর :- একটি অত্যন্ত অনিয়মিত উষ্ণ সমুদ্রস্রোত 

7. ইলেক্ট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ব্যবহৃত হয় ❓
a) জল দূষণ রোধে 
b) বায়ু দূষণ রোধে 
c) মৃত্তিকা দূষণ রোধে 
d) শব্দ দূষণ রোধে 
উত্তর :- বায়ু দূষণ রোধে 

8. মৃতজীবী খাদ্য শৃঙ্খলকে কি বলে ❓
a) মিথোজীবী খাদ্যশৃংখল 
b) পরজীবী খাদ্য শৃংখল 
c) ডেট্রিটাস খাদ্যশৃংখল 
d) কোনটাই নয় 
উত্তর :- ডেট্রিটাস খাদ্যশৃংখল 

9. পশ্চিমবঙ্গের কোন কোন অরণ্যের গন্ডার সংরক্ষণ করা হয় ❓
a) গরুমারা ও সিঞ্চল 
b) জলদাপাড়া ও কাঞ্চনজঙ্ঘা 
c) মহানন্দা ও গরু মারা 
d) জলদাপাড়া ও গোরুমারা 
উত্তর :- জলদাপাড়া ও গোরুমারা 

10. নিচের কোনটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ ❓
a) পক্স 
b) টাইফয়েড 
c) ফাইলেরিয়া 
d) পোলিও 
উত্তর :- টাইফয়েড 

11. সালোকসংশ্লেষে অর্থাৎ খাদ্য তৈরিতে সক্ষম এমন প্রাণী হল -
a) ইউপ্লিনা 
b) হাইড্রিলা 
c) রাইবোজোম 
d) কোনটাই নয় 
উত্তর :- ইউপ্লিনা 

12. Dust Bowl কথাটি কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত ❓
a) মৃত্তিকার ক্ষয় 
b) জলাভূমি বুজিয়ে ফেলা 
c) জৈব বৈচিত্র হ্রাস 
d) কোনটাই নয় 
উত্তর :- মৃত্তিকার ক্ষয় 

13. নিচের কোন গ্যাস পচা ডিমের গন্ধযুক্ত ❓
a) HNO 
b) H2S 
c) KCIO 
d) HSO 
উত্তর :- H2S 

14. মাছির দ্বারা সংক্রামিত হয় ❓
a) যক্ষা 
b) ডেঙ্গু
c) ফাইলেরিয়া 
d) ম্যালেরিয়া
উত্তর :- যক্ষা 

15. জল দূষণমুক্ত করা হয় এমন রাসায়নিক হলো -
a) ব্লিচিং পাউডার
b) হাইড্রোজেন
c) ফ্লোরিন
d) কার্বন
উত্তর :- ব্লিচিং পাউডার

16. ভূমিকম্পের কোন তরঙ্গটি সবচেয়ে শক্তিশালী ❓
a) Y তরঙ্গ 
b) P তরঙ্গ 
c) B তরঙ্গ 
d) কোনটাই নয় 
উত্তর :- P তরঙ্গ 

17. Environment কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে ❓
a) ফরাসি 
b) ল্যাটিন 
c) ইংরেজি
d) গ্রীক 
উত্তর :- ফরাসি 

18. বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি ❓
a) হাইড্রোজেন 
b) অক্সিজেন 
c) কার্বন ডাই অক্সাই 
d) নাইট্রোজেন
উত্তর :- নাইট্রোজেন

19. নয়নতারা গাছ থেকে কোন রোগের ওষুধ তৈরি হয় ❓ 
a) কুষ্ঠ 
b) ক্যান্সার
c) হৃদরোগ 
d) হাঁপানি 
উত্তর :- ক্যান্সার

20. প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হলো -
a) ফসজিন 
b) নাইট্রোজেন ও হাইড্রোজেন 
c) হাইড্রোজেন ও নাইট্রোজেন
d) মিথেন ও মিথেন 
উত্তর :- মিথেন ও ইথেন 

21. ভারতের খাদ্য ভেজাল প্রতিরোধ আইন কত সালে প্রবর্তিত হয় ❓
a) ১৯৫৪ সালে 
b) ১৯৬২ সালে 
c) ১৯৭২ সালে 
d) ১৯৭৬ সালে 
উত্তর :- ১৯৫৪ সালে 

22. কোন ধাতু ইটাই- ইটাই রোগের জন্য দায়ী ❓
a)  সীসা 
b) ক্যাডমিয়াম 
c) পারদ 
d) কোনটাই নয় 
উত্তর :- ক্যাডমিয়াম 

23. জলে ভাসমান আণুবীক্ষণিক উদ্ভিদগোষ্ঠীকে কি বলে ❓
a) জুপ্ল্যাঙটন 
b) প্ল্যাঙকটন 
c) ফাইটোপ্লাংটন 
d) বেনথস 
উত্তর :- ফাইটোপ্লাংটন 

24. কঠিন বর্জ্য পদার্থ ও পরিচালন এর সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা হল -
a) বার্নিং 
b) ডাম্পিং
c) রিসাইক্লিং 
d) স্টকিং
উত্তর :- রিসাইক্লিং 

25. জেনেটিক কোড আবিষ্কারের জন্য কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন ❓
a) প্রফুল্ল চন্দ্র রায় 
b) ডারউইন 
c) হরগোবিন্দ খোরানা 
d) কোনটাই নয়
উত্তর :- হরগোবিন্দ খোরানা 

26. পৃথিবীতে এমন কোন শক্তির চাহিদা সবচাইতে বেশি ❓
a) পারমাণবিক শক্তি 
b) সৌরশক্তি 
c) তড়িৎ শক্তি 
d) প্রচলিত শক্তি 
উত্তর :- পারমাণবিক শক্তি 

27. গাছে পটাশিয়ামের অভাব ঘটলে গাছের পাতা- 
a) হলুদ হয় 
b) ফ্যাকাসে হয় 
c) জালের মত হয় 
d) কোন পরিবর্তন হয় না 
উত্তর :- হলুদ হয় 

28. পরিবেশ রক্ষা বিষয়টি ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে গৃহীত হয় ❓
a) ৫৮ তম 
b) ৬১ তম 
c) ৪২ তম 
d) ৪৪ তম 
উত্তর :- ৪২ তম 

29. পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্রটি হল -
a) পাওয়ার প্রোডাকশন প্রাইস 
b) প্রিন্সিপাল অফ পপুলেশন প্রবলেম 
c) পপুলেশন প্রডাকশন পলিউশন 
d) পপুলেশন পোভার্টি পলিউশন 
উত্তর :- পপুলেশন পোভার্টি পলিউশন 

30. শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় ❓
a) দক্ষিণ আফ্রিকায় 
b) ভারতে 
c) আফ্রিকায় 
d) সুইডেনে 
উত্তর :- দক্ষিণ আফ্রিকা



No comments:

Post a Comment

×close ad