General knowledge MCQ Question - Answer for All Competitive Exam 2023/ Part - 02
![]() |
General knowledge MCQ Question - Answer for All Competitive Exam 2023/ Part - 02 |
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর।যে গুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচের প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখে নিন।
জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব -দুই
1. নিম্নলিখিত কোন দেশটি আন্দামানের নিকটতম❓️
a) মায়ানমার
b) পাকিস্তান
c) ইন্দোনেশিয়া
d) শ্রীলংকা
উত্তর :- মায়ানমার
2. একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস হল -
a) হিলিয়াম
b) ক্রিপ্টন
c) জেনন
d) রেডন
উত্তর :- রেডন
3. কে আলাই দরজাওয়ালা নির্মাণ করেন ❓
a) জাহাঙ্গীর
b) আকবর
c) আলাউদ্দিন খলজি
d) মোহাম্মদ বিন তুঘলক
উত্তর :- আলাউদ্দিন খলজি
4. গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি ❓
a) কাল্লেরু হ্রদ
b) পুলিকট হ্রদ
c) চিলকাহ্রদ
d) লোকটাক হ্রদ
উত্তর :- কাল্লেরু হ্রদ
5. শচীন তেন্ডুলকার কোন দলের বিরুদ্ধে তার একশতম শতরান করেছিলেন❓
a) বাংলাদেশ
b) অস্ট্রেলিয়া
c) পাকিস্তান
d) দক্ষিণ আফ্রিকা
উত্তর :- বাংলাদেশ
6. কোন দেশে সেন্ট জর্জ পার্ক স্টেডিয়াম অবস্থিত ❓
a) জিম্বাবুয়ে
b) দক্ষিণ আফ্রিকা
c) ওয়েস্ট ইন্ডিজ
d) মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর :- দক্ষিণ আফ্রিকা
7. মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন -
a) রাঘব মুন্ডা
b) বীরসা মুন্ডা
c) রাজেশ মুন্ডা
d) কেউই নয়
উত্তর :- বীরসা মুন্ডা
8. এশিয়া কাপ কোন খেলার সঙ্গে যুক্ত❓
a) রাগবি
b) বেসবল
c) আন্ডার ওয়াটার হকি
d) ক্রিকেট
উত্তর :- ক্রিকেট
9. নিম্নের কোনটি একটি শাস্ত্রীয় নৃত্য নয় ❓
a) মনিপুর
b) ওড়িশি
c) রাসলীলা
d) কুচিপুড়ি
উত্তর :- রাসলীলা
10. হীরক হল -
a) একটি যৌগ
b) একটি মিশ্রণ
c) একটি মৌল
d) একটি তরল
উত্তর :- একটি মৌল
11. নিচের কোনটিতে ম্যালিক অ্যাসিড পাওয়া যায় ❓
a) ভিনিগার
b) দুধ
c) আপেল
d) লেবু
উত্তর :- আপেল
12. পশ্চিমবঙ্গের কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে ❓
a) সুন্দরবনে
b) গরু মারায়
c) ডুয়ার্স
d) কোনটাই নয়
উত্তর :- সুন্দরবনে
13. ফারাক্কা প্রকল্পটি মূলত লক্ষ কি ❓
a) পশ্চিমবঙ্গে আরও জমির সেচ
b) বন্যা পরীক্ষা করা হচ্ছে
c) কলকাতা বন্দর সংরক্ষণ করা
d) বিদ্যুৎ উৎপাদন
উত্তর :- কলকাতা বন্দর সংরক্ষণ করা
14. হ্যালির ধূমকেতু কোন বিজ্ঞানীর নাম অনুসারে রাখা হয়েছে ❓
a) গ্যালিলিও
b) ইলিয়াম হার্সেল
c) এডমান্ড হ্যালি
d) কোনটাই নয়
উত্তর :- এডমান্ড হ্যালি
15. রানাঘাট কোন নদীর তীরে অবস্থিত ❓
a) ভাগীরথী
b) হুগলি
c) কুলিক
d) চুর্ণী
উত্তর :- চুর্ণী
16. সম্প্রতি দুয়ারে রেশন প্রকল্প লঞ্চ করল কোন রাজ্য সরকার ❓
a) বিহার
b) পশ্চিমবঙ্গ
c) ওড়িশা
d) ত্রিপুরা
উত্তর :- পশ্চিমবঙ্গ
17. বিশ্ব শিশু দিবস পালন করা হয় কোন দিন ❓
a) 18 মার্চ
b) 20 শে নভেম্বর
c) 26 এপ্রিল
d) 14 ডিসেম্বর
উত্তর :- 20 শে নভেম্বর
18. মোহাম্মদ আলী জিন্নাকে কে হিন্দু মুসলিম ঐক্যের অগ্রদূত বলেছেন ❓
a) বাল গঙ্গাধার তিলক
b) মহাত্মা গান্ধী
c) সরোজিনী নাইডু
d) অ্যানি বেসান্ত
উত্তর :- সরোজিনী নাইডু
19. কার সময়কালে ভারতে প্রথম সেনসাস হয় ❓
a) লর্ড ডাফরিন
b) লর্ড রিপন
c) লর্ড মেয়ো
d) এদের কেউ নন
উত্তর :- লর্ড মেয়ো
20. নিম্নলিখিত কোন যন্ত্রটি অতি উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে সক্ষম ❓
a) ফটো মিটার
b) ফিরজিও মিটার
c) সোলারি মিটার
d) পাইরোমিটার
উত্তর :- পাইরোমিটার
21. কেবিয়ার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ❓
a) হায়দ্রাবাদ
b) সুন্দরবন
c) দার্জিলিং
d) নৈনিতাল
উত্তর :- হায়দ্রাবাদ
22. ক্রীতদাসত্ব বিলোপ করেন কে ❓
a) লর্ড এলেনবরো
b) লর্ড ক্যানিং
c) লর্ড কর্নওয়ালিস
d) কোনটাই নয়
উত্তর :- লর্ড এলেনবরো
23. ভারতের নাগরিকত্ব আইন কত সালে প্রবর্তিত হয় ❓
a) 1960
b) 1965
c) 1955
d) কোনটাই নয়
উত্তর :- 1955
24. কোন কারণের রাষ্ট্রপতির পদ খালি হলে সংবিধান অনুসারে কতদিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় ❓
a) ৬ মাস
b) চার মাস
c) সাত মাস
d) কোনটাই নয়
উত্তর :- ৬ মাস
25. পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কোন তপসিলে বর্ণিত আছে ❓
a) একাদশ
b) দশম
c) নবম
d) কোনটাই নয়
উত্তর :- একাদশ
26. মিউনিসিপাল কর্পোরেশন এর প্রশাসনিক ক্ষমতা কোন তপশিলে উল্লেখিত ❓
a) একাদশ
b) দ্বাদশ
c) দশম
d) কোনটাই নয়
উত্তর :- দ্বাদশ
27. আইহোল প্রশস্তি থেকে কাল কৃতিত্বের কথা জানা যায়❓
a) রাজেন্দ্র চোল
b)তৃতীয় গোবিন্দ
c) দ্বিতীয় পুলকেশী
d) কোনটাই নয়
উত্তর :- দ্বিতীয় পুলকেশী
28. ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন ❓
a) রাষ্ট্রপতি
b) উপরাষ্ট্রপতি
c) লোকসভার স্পিকার
d) কোনটাই নয়
উত্তর :- উপরাষ্ট্রপতি
29. কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত ❓
a) বাংলা
b) বিহার
c) ওড়িশা
d) কোনটাই নয়
উত্তর :- বিহার
30. চীনা পর্যটক ফা হিয়েন কার রাজ সভায় এসেছিলেন ❓
a) প্রথম চন্দ্রগুপ্ত
b) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
c) সমুদ্র গুপ্ত
d) কোনটাই নয়
উত্তর :- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
No comments:
Post a Comment