Breaking



Tuesday, February 28, 2023

পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর পর্ব - ০২। Environmental Science

পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর পর্ব - ০২। Environmental Science
পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর পর্ব - ০২। Environmental Science
 হ্যালো বন্ধুরা,
আজ আপনাদের সাথে শেয়ার করবো পরিবেশ বিজ্ঞান থেকে বাছাই করা ৩০টি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর, যেহেতু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে, সেহেতু আশা করছি এই সকল প্রশ্নগুলি আপনাদের খুব সাহায্য করবে। তাই আর সময় অপচয় না করে নিচের দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে দেখে নিন।
               পরিবেশ বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব - দুই

1. বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটি কোনটি ❓
a) আয়োনোস্ফিয়ার 
b) স্ট্যাটোস্ফিয়ার 
c) ট্রপোস্ফিয়ার  
d) থার্মোস্ফিয়ার 
উত্তর :- ট্রপোস্ফিয়ার  

2. জীবগোষ্ঠীতে খাদ্য ও রসদ এর মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় তাকে বলে -
a) ট্রফিক নিচ 
b) কমিউনিটি 
c) মিউচুয়ালিজম 
d) ট্রফিক লেভেল 
উত্তর :- ট্রফিক লেভেল 

3. কোনটি হলো বাস্তুতন্ত্রের একটি বিয়োজক ❓
a) শৈবাল
b) প্রাণী
c) ব্যাকটেরিয়া 
d) ছত্রাক
উত্তর :- ব্যাকটেরিয়া 

4. একজন শিক্ষক তার কিছু ছাত্রকে প্রত্যাশিতভাবে উজ্জ্বল এবং বুদ্ধিমান খুঁজে পান । তিনি কিভাবে তাদের শেখাবেন ❓
a) উঁচু শ্রেণীসহ 
b) শিক্ষকের ইচ্ছা অনুযায়ী 
c) সমৃদ্ধ পাঠক্রম ব্যবহার করে 
d) বাকি অন্যান্য ক্লাসের সঙ্গে 
উত্তর :- সমৃদ্ধ পাঠক্রম ব্যবহার করে 

5. পরিবেশ বিদ্যা নিচের কোন বিষয় নিয়ে চর্চা করে না ❓
a) ঘটনা
b) তত্ত্ব
c) সূত্র
d) মূল্য
উত্তর :- মূল্য

6. রিও ঘোষণা বলতে বোঝায় -
a) বসুন্ধরা সম্মেলন 
b) স্টকহোমস সম্মেলন 
c) রামসার সম্মেলন 
d) কিওটো সম্মেলন 
উত্তর :- বসুন্ধরা সম্মেলন

7. শব্দের নিরাপদ মাত্রা কত ❓
a) 85 ডেসিবেল 
b) 75 ডেসিবেল 
c) 65 ডেসিবেল 
d) 90 ডেসিবেল 
উত্তর :- 65 ডেসিবেল 

8. সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত ❓
a) অন্ধ্রপ্রদেশ 
b) কেরালা
c) হিমাচল প্রদেশ
d) মধ্যপ্রদেশ 
উত্তর :- কেরালা

9. পৃথিবীর বাস্তুতন্ত্রের মূল শক্তির উৎস কি ❓
a) জোয়ার ভাটার শক্তি 
b) সৌরশক্তি 
c) বিদ্যুৎ শক্তি 
d) জল শক্তি 
উত্তর :- সৌরশক্তি 

10. মেসোথার্ম উদ্ভিদের উদাহরণ হল -
a) মহুয়া
b) সিডার 
c) মস 
d) লাইকেন
উত্তর :- মহুয়া

11. পরিবেশ বিদ্যার সমস্যা সমাধান শিখনের সুযোগ কোথায় অধিক দেখা যায় ❓
a) পরিবেশগত সম্পদের উৎস সম্পর্কে তথ্য সংগ্রহে 
b) সম্পদ ব্যবহারের ক্ষেত্রে 
c) সম্পদ ব্যবহারের নিয়ন্ত্রণের ক্ষেত্রে 
d) সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে 
উত্তর :- সম্পদ ব্যবহারের নিয়ন্ত্রণের ক্ষেত্রে 

12. প্রাথমিক পরিবেশ শিক্ষায় টেক্সট বইয়ে থাকা উচিত কেন ❓
a) বিভিন্ন বিষয় নিয়ে ছোট করে বক্তব্য
b) চিত্রের মাধ্যমে ছোট করে বর্ণনা 
c) চিত্রের প্রয়োজন নেই 
d) বর্ণনাধর্মী লেখা 
উত্তর :- চিত্রের মাধ্যমে ছোট করে বর্ণনা 

13. নিম্নলিখিত কোন প্রজাতিটি ক্লোরেল্লা নামক শৈবালের সঙ্গে সহাবস্থান করে ❓
a) পাইনাস 
b) ট্রাইকোনিস্ফা 
c) হাইড্রা 
d) পাইসাম 
উত্তর :- হাইড্রা 

14. নিচের কোনটি স্বভোজী ❓
a) সবুজ উদ্ভিদ 
b) মাছ
c) ছত্রাক
d) স্বর্ণলতা 
উত্তর :- সবুজ উদ্ভিদ 

15. ------- পিরামিড কখনো বিপরীতমুখী হয় না ❓
a) সংখ্যা 
b) শক্তি
c) খাদ্য 
d) জিবভর 
উত্তর :- শক্তি 

16. হাঙ্গরের সঙ্গে চোষক মাছের সহবাস হলো এক প্রকার -
a) কমেনসালিজম 
b) আমেসালিজম 
c) প্রিডেশন 
d) কোনটাই নয় 
উত্তর :- কমেনসালিজম 

17. এর মধ্যে কোনটি বহিঃ পরজীবী নয় ❓
a) মাইট 
b) এন্টামিবা 
c) উকুন 
d) টিক 
উত্তর :- এন্টামিবা 

18. খাদ্য শৃঙ্খলে শক্তি প্রবেশ করে ---------- দ্বারা। 
a) উৎপাদক 
b) বিয়োজক 
c) খাদক
d) রূপান্তরক 
উত্তর :- উৎপাদক

19. নিউক্লিক অ্যাসিড গঠনের জন্য অপরিহার্য -
a) হাইড্রোজেন 
b) কার্বন 
c) ফসফরাস 
d) সালফার
উত্তর :- ফসফরাস 

20. খাদ্য শৃঙ্খলে  তৃতীয় শ্রেণীর খাদক হল -
a) বাজপাখি
b) ময়ূর
c) সাপ 
d) লিমাটোড 
উত্তর :- সাপ

21. এর মধ্যে কোনটি খাদ্য স্তরের অপর নাম ❓
a) ট্রফিক লেভেল 
b) কনজিউমার লেবেল 
c) হার্বিভোর লেভেল 
d) প্রোডিউসার লেভেল 
উত্তর :- ট্রফিক লেভেল 

22. এর মধ্যে কোনটি প্রথম শ্রেণীর খাদক ❓
a) শকুন
b) বাঘ 
c) ঘাস ফড়িং
d) বাজপাখি 
উত্তর :- ঘাস ফড়িং

23. পরিবেশ শিক্ষার সঙ্গে সম্পর্ক রয়েছে নিম্নের কিসের ❓
a) সাহিত্যের
b) বিজ্ঞানের
c) সমাজ বিজ্ঞানের 
d) সবগুলির 
উত্তর :- সবগুলির 

24. পারস্পারিক সম্পর্কযুক্ত অনেকগুলি খাদ্যশৃঙ্খল কে বলে -
a) খাদ্যজাল 
b) পরজীবী খাদ্য শৃংখল 
c) শিকারজীবী খাদ্য শৃংখল 
d) সবগুলি 
উত্তর :- খাদ্যজাল 

25. নিম্নলিখিত কোনটি মরুজ প্রাণী ❓
a) কুমির 
b) কচ্ছপ 
c) মোলক হরিদাস 
d) কোনটাই নয় 
উত্তর :- মোলক হরিদাস 

26. বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের সমগ্র উদ্ভিদগোষ্ঠীকে একত্রে বলা হয় -
a) বেনথস 
b)ফ্লোরা 
c) নেকটন 
d) ফনা 
উত্তর :- ফ্লোরা 

27. ম্যালেরিয়ার জীবাণুর নাম কি ❓
a) ভাইরাস
b) ছত্রাক
c) ব্যাকটেরিয়া
d) প্রোটোজোয়া 
উত্তর :- প্রোটোজোয়া 

28. যে আন্তঃক্রিয়ায় উভয় প্রজাতির লাভবান হয় তা হল -
a) মিথোজীবীতা 
b) প্রতিযোগিতা 
c) শিকার 
d) পরজীবিতা 
উত্তর :- মিথোজীবীতা 

29. সমাজ পরিবেশে সামাজিক সম্পর্কগুলো পাঠে নিচের কোন শিক্ষা সহায়ক উপকরণ কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে ❓
a) ব্ল্যাকবোর্ড 
b) চার্ট ও গ্রাফ 
c) অডিওভিস্যুয়াল পদ্ধতি 
d) মডেল
উত্তর :- অডিওভিস্যুয়াল পদ্ধতি 

30. জলে সাঁতার কাটে যে সকল প্রাণী তাদের বলে -
a) বেনথস 
b) বায়োমাস 
c) ফনা 
d) নেকটন 
উত্তর :- নেকটন

No comments:

Post a Comment

×close ad