Breaking



Thursday, March 9, 2023

General Knowledge MCQ Question & Answer Part - 05 For All Competitive Exam 2023

General Knowledge MCQ Question & Answer Part - 05 For All Competitive Exam 2023
General Knowledge MCQ Question & Answer Part - 05
Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ ত্রিশটি  এম. সি. কিউ  প্রশ্ন-উত্তর।যে গুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচের প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখে নিন।
               জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - পাঁচ 



1. কোন কমিশন ভারতের জাতীয় আয় পরিমাপ করেন ❓
a) প্ল্যানিং কমিশন 
b) সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন 
c) ফাইন্যান্স কমিশন 
d) কোনটাই নয় 
উত্তর :- সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন 

2. LCD এর পুরো নাম কি ❓
a) লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে 
b) লো কারেন্ট ডিসপ্লে 
c) লাইট সার্কিট ডিসপ্লে 
d) কোনটাই নয় 
উত্তর :- লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে 

3. বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায় ❓
a) হাম্পি 
b) খাঞ্জাপুর 
c) বিজাপুর
d) কাঞ্চি 
উত্তর :- হাম্পি

4. ভারতবর্ষে প্রথম মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন ❓
a) আলাউদ্দিন খলজি 
b) ইলতুৎমিস 
c) মোঃ বিন তুঘলক 
d) আকবর
উত্তর :- আলাউদ্দিন খলজি 

5. দ্রাঘিমাংশ অনুসারে ভারতের পূর্বতম রাজ্য কোনটি ❓
a) মিজোরাম
b) মনিপুর 
c) নাগাল্যান্ড
d) অরুণাচল প্রদেশ 
উত্তর :- অরুণাচল প্রদেশ 

6. পাঁচমারি শৈল শহর কোন পর্বত শ্রেণীতে অবস্থিত ❓
a) বিন্ধ 
b) আরাবল্লী 
c) সাতপুরা 
d) নীলগিরি
উত্তর :- সাতপুরা 

7. রাজ্যপালের কার্যকাল কত দিন ❓
a) তিন বছর 
b) চার বছর
c) পাঁচ বছর 
d) ছয় বছর 
উত্তর :- পাঁচ বছর 

8. বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ❓
a) লন্ডন 
b) প্যারিস
c) নিউ ইয়র্ক 
d) ওয়াশিংটন ডিসি 
উত্তর :- ওয়াশিংটন ডিসি 

9. বাংলার কোন কবিকে বিদ্রোহ কবি বলা হয় ❓
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 
c) কাজী নজরুল ইসলাম
d) চিত্তরঞ্জন দাস 
উত্তর :- কাজী নজরুল ইসলাম 

10. পাকিস্তানের হয়ে খেলার জন্য অনুষ্ঠান চলাকালীন কাকে সিতারা-ই পাকিস্তান পুরস্কারে ভূষিত করা হয় ❓
a) ডারেন সাম্মি 
b) দায়ান ব্রেভো 
c) ব্রায়ান লারা 
d) জেসন হোল্ডার 
উত্তর :- ডারেন সাম্মি 

11. মানবদেহের ওজনের কত শতাংশ জল ❓
a) 66
b) 50
c) 33
d) 10
উত্তর :- 66

12. সরল অণুবীক্ষণ যন্ত্র প্রথম আবিষ্কার করেন -
a) রবার্ট হুক 
b) লিউয়েন হক 
c) পারকিজি 
d) রবার্ট ব্রাউন 
উত্তর :- লিউয়েন হক 

13. জাইলেম কলা মূলত যে কাজের সঙ্গে যুক্ত -
a) উদ্ভিদের সালোকসংশ্লেষ 
b) উদ্ভিদে জল ও খনিজ পদার্থ পরিবহন 
c) উদ্ভিদে তৈরি খাদ্যের সঞ্চয় 
d) উদ্ভিদে উৎসেচক পরিবহন 
উত্তর :- উদ্ভিদে জল ও খনিজ পদার্থ  পরিবহন 

14. গ্রহ ও নক্ষত্রদের দূরত্ব পরিমাপ করা হয় কোন এককে ❓
a) কিলোমিটার 
b) মিটার
c) ফুট 
d) আলোকবর্ষ 
উত্তর :- আলোকবর্ষ

15. নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন ❓
a) রাষ্ট্রপতির দ্বারা 
b) প্রধানমন্ত্রীর দ্বারা 
c) উপরাষ্ট্রপতির দ্বারা 
d) লোকসভার স্পিকার এর দ্বারা 
উত্তর :- রাষ্ট্রপতির দ্বারা 

16. অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা ❓
a) কৌটিল্য 
b) ইউয়েন সাং 
c) ফা হিয়েন 
d) বানভট্ট 
উত্তর :- কৌটিল্য

17. প্রাচীনকালে কোন শাসকের শাসনকালে মাৎস্যন্যায় দেখা যায় ❓
a) ধর্মপাল 
b) দেব পাল 
c) শশাঙ্ক 
d) হর্ষবর্ধন
উত্তর :- শশাঙ্ক

18. বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন ❓
a) রাজা রায় 
b) কৃষ্ণদেব রায় 
c) কুপ্রসাদ শাস্ত্রী 
d) নিজাম শাহ 
উত্তর :- কৃষ্ণদেব রায় 

19. ভারতের বৃহত্তম তৈল খনি হল -
a) আলিয়াবেত 
b) বাসিন 
c) উভয়ই 
d) বোম্বে হাই
উত্তর :- বোম্বে হাই 

20. ভারতের জাতীয় পতাকার কাপড় হল -
a) সিল্ক 
b) বিশুদ্ধ সিল্ক 
c) সুতি 
d) খাদি 
উত্তর :- খাদি 

21. বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন❓
a) মার্কনি 
b) এডিসন 
c) ফোর্ড 
d) এদের কেউ নয় 
উত্তর :- এডিসন 

22. মানব শরীরে সর্ববৃহৎ গ্রন্থি হল -
a) হৃদয়
b) যকৃত
c) বৃক্ক 
d) মস্তিষ্ক
উত্তর :- যকৃত 

23. ব্রিটিশ শাসনের প্রথম বাংলা ভাগ কত সালে হয়েছিল❓
a) 1885
b) 1903
c) 1905
d) 1908
উত্তর :- 1905

24. ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন ❓
a) লোকমান্য তিলক 
b) বীর সাভারকর 
c) চন্দ্রশেখর আজাদ 
d) ভগৎ সিং 
উত্তর :- ভগৎ সিং 

25. অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি ❓
a) ভিয়েনা 
b) রোম 
c) প্যারিস 
d) ভেনিস 
উত্তর :- ভিয়েনা 

26. বিখ্যাত হিন্দি উপন্যাস গোদান এর লেখক কে❓ 
a) ভারতেন্দু হরিশচন্দ্র 
b) অমৃতা প্রীতম 
c) মুন্সি প্রেমচাঁদ 
d) সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা 
উত্তর :- মুন্সি প্রেমচাঁদ 

27. বিখ্যাত বাংলা নাটক বিসর্জনের লেখক কে ❓
a) রবীন্দ্রনাথ ঠাকুর 
b) গিরিশচন্দ্র ঘোষ 
c) দীনবন্ধু মিত্র 
d) দ্বিজেন্দ্রলাল রায় 
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর 

28. অরনিথোলজি আলোচনা করা হয় ❓
a) স্তন্যপায়ী 
b) বাদুড় 
c) মস 
d) পক্ষী 
উত্তর :- পক্ষী 

29. ট্যাক্সোনমি বা বিন্যাস বিধির জনক হিসেবে পরিচিত হলেন -
a) লিলিয়াস 
b) অ্যারিস্টোটল 
c) চার্লস ডারউইন 
d) কোনটাই নয় 
উত্তর :- লিনিয়াস 

30. একটি স্তন্যপায়ী যে ডিম পাড়ে -
a) টালপা 
b) একিডনা 
c) টেরোপাস 
d) লেমুর 
উত্তর :- একিডনা



No comments:

Post a Comment

×close ad