পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর পর্ব - ০১। Environmental Science
![]() |
পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর পর্ব - ০১ |
হ্যালো বন্ধুরা,
আজ আপনাদের সাথে শেয়ার করবো পরিবেশ বিজ্ঞান থেকে বাছাই করা ৩০টি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর, যেহেতু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে, সেহেতু আশা করছি এই সকল প্রশ্নগুলি আপনাদের খুব সাহায্য করবে। তাই আর সময় অপচয় না করে নিচের দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে দেখে নিন।
পরিবেশ বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব - এক
1. সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত❓️
a) কারাকোরাম
b) পিরপাঞ্জাল
c) জাঙ্কর
d) কোনটাই নয়
উত্তর :- কারাকোরাম ।
2. উইলি উইলি কাকে বলে❓️
a) উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিবাদ
b) সুনামির অন্য নাম
c) চিরহরিৎ বৃক্ষ
d) অস্ট্রেলিয়া উপকূলে সাইক্লোন
উত্তর :- অস্ট্রেলিয়া উপকূলে সাইক্লোন।
3. ভারতের কোন রাজ্য বৃষ্টির জল ধরে রাখা শহরের সব বাড়ির বাধ্যতামূলক, প্রথম করা হয়েছে❓️
a) কেরালা
b) অরুণাচল প্রদেশ
c) তামিলনাড়ু
d) মহারাষ্ট্র
উত্তর :- তামিলনাড়ু।
4. ওজন অনুসারে কোন মৌলটি ভূপৃষ্ঠে সর্বাধিক মাত্রায় বিদ্যমান❓️
a) লোহা
b) সিলিকন
c) অক্সিজেন
d) কার্বন
উত্তর :- অক্সিজেন ।
5. বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোন পদ্ধতিটি গ্রহণ করা হয় না ❓️
a) ইনসিনারেশন (পুড়িয়ে ফেলা)
b) হাইড্রোক্লেভিং
c) ল্যান্ড ফিলিং
d) কোনটাই নয়
উত্তর :- ল্যান্ড ফিলিং ।
6. আবহাওয়া পরিবর্তনের প্যারিস চুক্তি কোন দেশ গ্রহণ করেনি❓️
a) ইউ. এস. এ
b) কানাডা
c) অস্ট্রেলিয়া
d) রাশিয়া
উত্তর :- ইউ.এস.এ ।
7. পৃথিবীতে জনপ্রতি প্রতিদিন ব্যাবহার্য্য জলের গড় পরিমাণ -
a) প্রায় 53 লিটার
b) প্রায় 20 লিটার
c) প্রায় 43 লিটার
d) প্রায় 50 লিটার
উত্তর :- প্রায় 53 লিটার ।
8. বায়ুমন্ডলের কোনটি সর্বাধিক ক্ষতিকর রাসায়নিক পদার্থ ❓️
a) CFC
b) কার্বন মনোক্সাইড
c) হ্যালোন
d) ডায়োক্সিন
উত্তর :- ডায়োক্সিন ।
9. ভারতের কোন রাজ্যের সংলগ্ন সর্বাধিক সমুদ্রতট রয়েছে ❓️
a) পশ্চিমবঙ্গ
b) কর্ণাটক
c) গুজরাট
d) ওড়িশা
উত্তর :- গুজরাট ।
10. বর্তমানে সবচেয়ে বেশি বিক্রিত কৃষি বিষ হলো কোনটি ❓️
a) কীটনাশক
b) আগাছা নাশক
c) ছত্রাক নাশক
d) অনুজীব নাশক
উত্তর :- আগাছা নাশক ।
11. ভারতের জনঘনত্ব সবচেয়ে বেশি কোন রাজ্য❓️
a) বিহারে
b) পশ্চিমবঙ্গে
c) উত্তরপ্রদেশে
d) গোয়া
উত্তর :- পশ্চিমবঙ্গ ।
12. কত সালে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিভিশন নামে বনবিভাগের নাম বদল করে রাখা হয় ❓️
a) 1949 সালে
b) 1948 সালে
c) 1947 সালে
d) এর কোনটাই নয়
উত্তর :- 1948 সালে ।
13. পুরনো গাড়ির দূষণ নিয়ন্ত্রণের জন্য যে আইন চালু হয়েছে তা হল -
a) URO -2000
b) URO -2001
c) URO - 2002
d) URO -2003
উত্তর :- URO -2000 ।
14. গাছের উচ্চতা মাপার জন্য রিমোট সেনসিং পদ্ধতিতে কোন মাইক্রোওয়েভ ব্যান্ডটি সর্বাধিক প্রযোজ্য❓️
a) X
b) C
c) S
d) L
উত্তর :- L ।
15. বাস্তুবিদ্যার মূল কার্যকরী একক কোনটি ❓️
a) বাস্তুতন্ত্র
b) বিদ্যাতন্ত্র
c) মূল তন্ত্র
d) এর কোনটাই নয়
উত্তর :- বাস্তুতন্ত্র ।
16. ব্ল্যাক ফুট রোগের কারণ হলো -
a) আর্সেনিক দূষণ
b) পারদ দূষণ
c) ক্যাডমিয়াম দূষণ
d) ফ্লুরাইড দূষণের ফলে হয়
উত্তর :- আর্সেনিক দূষণ ।
17. কোন দেশটিতে জীববৈচিত্রের মেগা ডাইভার্সিটি কেন্দ্র নেই ❓️
a) কলম্বিয়া
b) ব্রাজিল
c) আর্জেন্টিনা
d) ভারত
উত্তর :- আর্জেন্টিনা ।
18. চিপকো আন্দোলনের সঙ্গে কোন ব্যক্তি যুক্ত ছিলেন ❓️
a) মেধা পাটেকর
b) অরুন্ধতী চৌধুরী
c) মিরা নায়ার
d) সুন্দরলাল বহুগুণা
উত্তর :- সুন্দরলাল বহুগুনা ।
19. প্রাকৃতিক আঁচল কাকে বলা হয় ❓️
a) জলাশয়
b) অরণ্য
c) মরুভূমি
d) এর কোনটাই নয়
উত্তর :- অরণ্য ।
20. কোন জাতীয় প্রাণীর সংখ্যা পৃথিবীতে অত্যন্ত দ্রুত হারে কমছে ❓️
a) স্তন্যপায়ী
b) সরীসৃপ
c) পাখি
d) মৎস
উত্তর :- পাখি ।
21. ভূমিকম্পের কারণ হিসেবে কয়টি বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হয়েছে ❓️
a) তিনটি বিষয়ের উপর
b) দুটি বিষয়ের উপর
c) চারটি বিষয়ের উপর
d) এর কোনটাই নয়
উত্তর :- তিনটি বিষয়ের উপর ।
22. বাস্তুতন্ত্রে শক্তির উৎস কোনটি ❓️
a) জল
b) সূর্য
c) গাছ
d) মাটি
উত্তর :- সূর্য ।
23. ওজোনস্তর বিনাশের জন্য প্রধানত দায়ী হল -
a) ক্লোরোফ্লুরোকার্বন
b) মেটাসাইক্লিন
c) প্যান হাইড্রক্সি অ্যাসিমাইল
d) সবগুলি
উত্তর :- ক্লোরোফ্লুরোকার্বন ।
24. গ্রীনহাউজ শব্দটির অর্থ কি ❓️
a) ঘাস পরিচর্যা
b) গাছপালার পরিচর্যা
c) ফুল চাষ
d) কৃষিকাজ
উত্তর :- গাছপালার পরিচর্যা ।
25. ভারতের সবচেয়ে সস্তা ও পরিবেশ অনুকূল শক্তির উৎস হল -
a) জোয়ার ভাটা শক্তি
b) পারমাণবিক শক্তি
c) বায়ু শক্তি
d) জলবিদ্যুৎ শক্তি
উত্তর :- জোয়ার ভাটা শক্তি।
26. জলের সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থাকে এক কথায় কি বলা হয় ❓️
a) নীল বিপ্লব
b) সবুজ বিপ্লব
c) লাল বিপ্লব
d) জল বিপ্লব
উত্তর :- নীল বিপ্লব ।
27. মরুভূমিকরণে প্রধান কারণ কি ❓️
a) বায়ুপ্রবাহের সময়কাল
b) মাটির তলার জল তুলে নেওয়া
c) বনাঞ্চল ধ্বংস
d) তাপমাত্রা বেড়ে যাওয়া
উত্তর :- বনাঞ্চল ধ্বংস ।
28. সালোকসংশ্লেষণ উৎপন্ন করে-
a) প্রোটিন
b) ফ্যাট
c) কার্বোহাইড্রেট
d) কোনটাই নয়
উত্তর :- কার্বোহাইড্রেট।
29. সাধারণ খাদ্যশৃঙ্খলে সর্বপ্রথম থাকে -
a) উৎপাদক
b) প্রাথমিক খাদক
c) প্রাথমিক উৎপাদক
d) বিয়োজক
উত্তর :- উৎপাদক ।
30. বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ শতকরা কত ❓️
a) ২১ ভাগ
b) ২৩ ভাগ
c) ২২ ভাগ
d) ২৫ ভাগ
উত্তর :- ২১ ভাগ ।
No comments:
Post a Comment