Breaking



Monday, February 20, 2023

Life Science MCQ Question & Answer Part - 01 For All Competitive Exam

 Life Science MCQ Question & Answer Part - 01 For All Competitive Exam
Life Science MCQ Question & Answer Part - 01 For All Competitive Exam
Hello, বন্ধুরা
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি জীবন বিজ্ঞান বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
                      জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব - এক 

1. সব থেকে ক্ষুদ্রতম কোষের আকার কত❓
a) 0.1 মাইক্রোন
b) 1 মাইক্রোন
c) 0.9 মাইক্রোন
d) 0.2-0.5 মাইক্রোন 
উত্তর :- 0.1 মাইক্রোন

2. ক্লোরোফিলের বর্তমান ধাতব মৌলটি কি❓
a) Ca
b) K
c) Mg
d) Na
উত্তর :- Mg

3. সালোকসংশ্লেষ করতে পারে এমন একটি প্রাণীর নাম কি❓
a) অ্যামিবা
b) ইউগ্লিনা
c) হাইড্রা
d) ফিতাকৃমি
উত্তর :- ইউগ্লিনা

4. ক্লোরোফিল বিহীন একটি উদ্ভিদের নাম লেখ❓
a) ধান
b) স্বর্ণলতা
c) আম
d) স্পাইরোগাইরা
উত্তর :- স্বর্ণলতা

5. সাধারণত কত ডিগ্রি উষ্ণতায় সালোকসংশ্লেষ সম্পন্ন হয়❓
a) 30° c
b) 40° c
c) 35° c
d) 45° c
উত্তর :- 35° c

6. ফটোলাইসিস প্রক্রিয়াটি প্রথম কে পর্যবেক্ষণ করেন❓
a) মার্শাল
b) শেরিংটন 
c) রবিন হিল
d) কেউই নন 
উত্তর :- রবিন হিল

7. সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় CO2 গৃহীত হয় -
a) আলোক দশায়
b) অন্ধকার দশায় 
c) উভয় দশায় 
d) কোনোটিই নয়
উত্তর :- অন্ধকার দশায় 

8. কোনটি কোষের অঙ্গানু নয়❓
a) মাইট্রোকনড্রিয়া
b) লাইসোজোম
c) ক্লোরোফিল
d) সেন্ট্রোজোম
উত্তর :- ক্লোরোফিল

9. অঙ্গার আত্তীকরণের উৎস কি❓
a) ক্লোরোফিল
b) সূর্য
c) ATP
d) ADP
উত্তর :- ATP

10. রাত্রিবেলা উদ্ভিদে শেত্বসার কোথা থেকে প্রস্তুত হয়❓
a) গ্লুকোজ থেকে
b) প্রোটিন থেকে
c) স্টাচ থেকে
d) কোনোটিই নয়
উত্তর :- গ্লুকোজ থেকে

11. সালোকসংশ্লেষের জন্য উদ্ভিদের শুষ্ক ওজন -
a) বৃদ্ধি পায়
b) হ্রাস পায় 
c) অপরিবর্তিত থাকে
d) কখনো বৃদ্ধি পায় আবার কখনো হ্রাস পায়
উত্তর :- বৃদ্ধি পায়

12. পরিণত কোষের শ্বসনহার কেমন❓
a) কম 
b) বেশি
c) মাঝারি
d) স্বাভাবিক
উত্তর :- কম

13. এনার্জি কারেন্সি কাকে বলে❓
a) ADP
b) AMP
c) ATP
d) কোনোটিই নয়
উত্তর :- ATP

14. সজীব কোষের প্রধান শ্বসন বস্তু কি❓
a) গ্লুকোজ
b) সুক্রোজ
c) মলটোজ
d) কোনটিই নয়
উত্তর :- গ্লুকোজ

15. অতিরিক্ত শ্বাসযন্ত্র কোথায় দেখা যায়❓
a) কাতলা
b) রুই
c) শিঙি 
d) মৃগেল
উত্তর :- শিঙি

16. গ্লাইকোলাইসিস সংঘটিত হয় কোষের -
a) সাইটোপ্লাজমে
b) মাইটোকনড্রিয়ায়
c) ক্লোরোপ্লাসটিডে 
d) কোনোটিই নয়
উত্তর :- সাইটোপ্লাজমে

17. পতঙ্গের শ্বাস অঙ্গের নাম কি❓
a) ফুলকা
b) ফুসফুস
c) শ্বাসনালী
d) দেহতত্ত্ব
উত্তর :- শ্বাসনালী

18. পায়রার বায়ুথলির সংখ্যা কটি❓
a) ২ টি 
b) ৯ টি
c) ৫ টি 
d) ৪ টি 
উত্তর :- ৯ টি

19. শীতঘুম কার মধ্যে দেখা যায়❓
a) কচ্ছপে
b) চিংড়িতে
c) কুমিরে
d) ব্যাঙে
উত্তর :- ব্যাঙে

20. অক্সিজেনের অনুপস্থিতিতে যে স্বসন হয় তাকে কি বলে❓
a) অবাত শ্বসন
b) বাষ্পমোচন
c) সবাত শ্বসন
d) কোনোটিই নয়
উত্তর :- অবাত শ্বসন


No comments:

Post a Comment

×close ad