Breaking



Showing posts with label জীবন বিজ্ঞান - Life Science. Show all posts
Showing posts with label জীবন বিজ্ঞান - Life Science. Show all posts

Tuesday, April 4, 2023

April 04, 2023

Life Science MCQ Question & Answer Part - 04 For All Competitive Exam

Life Science MCQ Question & Answer Part - 04 For All Competitive Exam
Life Science MCQ Question & Answer Part - 04 
Hello, বন্ধুরা
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি জীবন বিজ্ঞান বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
                      জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব - চার 



1. কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে ❓
a) মাইট্রোকনড্রিয়া 
b) রাইবোজোম 
c) লাইসোজোম 
d) প্লাস্টিড 
উত্তর :-মাইট্রোকনড্রিয়া 

2. সবার শ্বসনের প্রথম পর্যাটির নাম হল -
a) ক্রেবস  চক্র 
b) গ্লাইকোলাইসিস 
c) প্রান্তীয় শ্বসন 
d) কোনটাই নয় 
উত্তর :-গ্লাইকোলাইসিস 

3. সালোকসংশ্লেষের আলোক দশা কোথায় সংঘটিত হয় ❓
a) ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় 
b) ক্লোরোপ্লাস্টের গ্রানায় 
c) মাইটোকনড্রিয়ায় 
d) কোনটাই নয় 
উত্তর :- ক্লোরোপ্লাস্টের গ্রানায় 

4. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজে সৌরশক্তি কি হিসেবে সঞ্চিত হয় ❓
a) তাপ শক্তি হিসেবে 
b) রাসায়নিক শক্তি হিসেবে 
c) আলোক শক্তি হিসাবে 
d) গতিশক্তি হিসেবে 
উত্তর :- রাসায়নিক শক্তি হিসেবে 

5. শ্বাসমূল কার দেখা যায় ❓
a) ধান 
b) গম 
c) সুন্দরী 
d) কোনটাই নয় 
উত্তর :- সুন্দরী 

6. কিসের অভাবে উদ্ভিদদেহে ক্লোরোফিল তৈরি ব্যাহত হয় ❓
a) আয়রন,সালভার 
b) ম্যাগনেসিয়াম, আয়রন 
c) ম্যাগনেসিয়াম, ফসফরাস 
d) নাইট্রোজেন, অক্সিজেন 
উত্তর :- ম্যাগনেসিয়াম, আয়রন 

7. প্রোটিনের গঠনগত একক কি ❓
a) অ্যামাইনো অ্যাসিড 
b) গ্লুকোজ 
c) ফ্যাটি এসিড 
d) গ্লিসারল 
উত্তর :- অ্যামাইনো অ্যাসিড 

8. মানুষের কি ধরনের পরিপাক দেখতে পাওয়া যায় ❓
a) অন্তঃকোষীয় 
b) বহিঃকোষীয় 
c) ক ও খ উভয় 
d) কোনটাই নয় 
উত্তর :-বহিঃকোষীয় 

9. দেহ পরিপোষক খাদ্যের একটি উদাহরণ দাও ❓
a) প্রোটিন 
b) খনিজ লবণ 
c) জল
d) ভিটামিন
উত্তর :- প্রোটিন 

10. কোন মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখতে পাওয়া যায় ❓
a) কই মাছ 
b) তিমি 
c) কাতলা 
d) চিংড়ি
উত্তর :- কই মাছ 

11. কুমিরের শ্বাস অঙ্গ হল -
a) ফুসফুস 
b) ট্রাকিয়া  
c) ফুলকা 
d)  ত্বক 
উত্তর :- ফুসফুস 

12. টিকটিকির প্রধান শ্বাস অঙ্গ কি ❓
a) ত্বক 
b) নেফ্রিডিয়া 
c) বহিফুলকা 
d) ফুসফুস 
উত্তর :- ফুসফুস 

13. প্রোটিনের পরিপূরক খাদ্য কি ❓
a) ফ্যাট
b) কার্বোহাইড্রেট 
c) ভিটামিন
d) কোনটাই নয় 
উত্তর :- কার্বোহাইড্রেট 

14. অপচিতি মূলক বিপাক প্রক্রিয়ার উদাহরণ কি ❓
a) বৃদ্ধি
b) সালোকসংশ্লেষ
c) শ্বসন 
d) পুষ্টি
উত্তর :- শ্বসন 

15. গমনে অক্ষম একটি প্রাণীর নাম কি ❓
a) ব্যাং
b) মাছ
c) সাপ 
d) কোনটাই নয় 
উত্তর :- কোনটাই নয় 

16. যে চলনে কচুপাতা গুটিয়ে থাকে, তাকে কি বলে❓ 
a) এপিন্যাস্টি 
b) হাইপোন্যাস্টি 
c) সিসমোন্যাস্টি 
d) কোনটাই নয় 
উত্তর :-হাইপোন্যাস্টি 

17. উদ্ভিদের নাইট্রোজেন বিহীন বর্জ্য পদার্থ কোনটি ❓
a) অ্যাট্রোপিন 
b) রজন
c) নিকোটিন
d) কুইনাইন 
উত্তর :- রজন 

18. স্নায়ুতন্ত্রের একক কে কি বলে ❓
a) অ্যাক্সন 
b) নিউরন 
c) ডেনড্রন 
d) নিউরোগ্লিয়া 
উত্তর :- নিউরন 

19. মানুষের প্রতি বৃক্কে রেচনের সংখ্যা কত ❓
a) 10 লক্ষ 
b) 15 লক্ষ 
c) 20 লক্ষ 
d) 25 লক্ষ
উত্তর :-10 লক্ষ 

20. হাতের কব্জি ও পায়ের গোড়ালি কোন ধরনের অস্থি সন্ধি ❓
a) কোটর সন্ধি 
b) কব্জা সন্ধি 
c) পিভট সন্ধি 
d) কোনটাই নয় 
উত্তর :- কোনটাই নয় 

21. আরশোলার পায়ের সংখ্যা কয়টি ❓
a) তিন জোড়া 
b) দু জোড়া 
c) চার জোড়া 
d) পাঁচ জোড়া 
উত্তর :- তিন জোড়া 

22. রিওট্যাকটিক চলনে বহিঃস্থ উদ্দীপক কোনটি ❓
a) আলো
b) জল
c) জলস্রোত 
d) উষ্ণতা 
উত্তর :- জলস্রোত 

23. পাইন গাছ থেকে কোন গুরুত্বপূর্ণ রেচন পদার্থ পাওয়া যায় ❓
a) রজন
b) অ্যাট্রোপিন 
c) তরুক্ষীর 
d) গঁদ 
উত্তর :- রজন 

24. লালারসে উপস্থিত জল অঙ্গার বিভাজক  উৎসেচক কোনটি ❓
a) পেপসিন 
b) মল্টেজ 
c) ট্রিপসিন 
d) টায়ালিন
উত্তর :- টায়ালিন 

25. প্রোটিন পরিপাকের ফলে উৎপন্ন অন্তঃপদার্থের নাম কি ❓
a) মনোস্যাকারাইড 
b) পলিস্যাকারাইট 
c) ফ্যাটি অ্যাসিড 
d) অ্যামাইনো অ্যাসিড 
উত্তর :-অ্যামাইনো অ্যাসিড 

26. মাছের গমনের সময় কোনটি হালের কাজ করে❓ 
a) পুচ্ছ পাখনা 
b) শ্রোনি পাখনা 
c) বক্ষ পাখনা 
d) কোনটাই নয় 
উত্তর :- পুচ্ছ পাখনা 

27. উদ্ভিদ দেহের পরিবহনের মাধ্যম কি ❓
a) ভিটামিন
b) জল
c) হরমোন 
d) কোনটাই নয় 
উত্তর :- জল

28. সুষম খাদ্যে কার্বোহাইড্রেট,ফ্যাট ও প্রোটিনের গড় কত হয় ❓
a)  2:1:1
b) 4:1:1
c) 2:2:1
d) 4:2:1
উত্তর :- 4:1:1

29. আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থিটির নাম কি❓
a) অগ্নাশয় 
b) যকৃত
c) লালা গ্রন্থি 
d) কোনটাই নয়
উত্তর :- যকৃত

30. থাইরক্সিন এর কম ক্ষরণে প্রাপ্তবয়স্কদের কি রোগ হয় ❓
a) মিক্সিডিমা 
b) গয়টার 
c) ক্রেটিনিজম 
d) হৃদস্পন্দনের হার কমে যায় 
উত্তর :- মিক্সিডিমা

Sunday, March 19, 2023

March 19, 2023

Life Science MCQ Question & Answer Part - 03 For All Competitive Exam

Life Science MCQ Question & Answer Part - 03 For All Competitive Exam
Life Science MCQ Question & Answer Part - 03 For All Competitive Exam
Hello, বন্ধুরা
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি জীবন বিজ্ঞান বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
                      জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব - তিন 


1. সালোকসংশ্লেষের জন্য উদ্ভিদের কোন অঙ্গটি আদর্শ স্থান হিসেবে বিবেচিত হয় ❓
a) মূলরোম 
b) পাতা
c) কান্ড 
d) মূল 
উত্তর :- পাতা

2. কোষের গড় আকার কত ❓
a) প্রায় 3-30 মাইক্রন 
b) প্রায় 2-30 মাইক্রন 
c) প্রায় 4-30 মাইক্রন 
d) প্রায় 1-15 মাইক্রন 
উত্তর :- প্রায় 3-30 মাইক্রন 

3. কোন বিভাজন জনন কোষে হয় ❓
a) মিয়োসিস 
b) মাইটোসিস
c) উভয়ই 
d) কোনটাই নয় 
উত্তর :- মিয়োসিস 

4. সালোকসংশ্লেষের আলোক দশা কোথায় সংঘটিত হয়❓
a) ক্লোরোপ্লাস্টের গ্রানায় 
b) ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়
c) মাইটোকনড্রিয়ায় 
d) কোনটাই নয়
উত্তর :- ক্লোরোপ্লাস্টের গ্রানায় 

5. কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর হিসেবে চিহ্নিত করেন ❓
a) সিকেভিৎস 
b) ল্যাভয়সিয়ার 
c) ব্ল্যাকম্যান 
d) কোনটাই নয় 
উত্তর :- সিকেভিৎস 

6. সবাত শ্বসনের প্রথম পর্যায়টির নাম হলো -
a) প্রান্তীয় শাসন 
b) গ্লাইকোলাইসিস 
c) কেশব চক্র 
d) কোনটাই নয় 
উত্তর :- গ্লাইকোলাইসিস 

7. দেহ পারিপোষক খাদ্যের একটি উদাহরণ দাও ❓
a) খনিজ লবণ 
b) জল
c) ভিটামিন
d) প্রোটিন 
উত্তর :- প্রোটিন

8. মানুষের কি ধরনের পরিপাক দেখতে পাওয়া যায় ❓
a) অন্তঃকোষীয় 
b) বহিঃকোষীয় 
c) উভয়ই 
d) কোনটাই নয়
উত্তর :- বহিঃকোষীয় 

9. অপচিতি মূলক বিপাক প্রক্রিয়ার উদাহরণ কি ❓
a) সালোকসংশ্লেষ 
b) শ্বসন 
c) পুষ্টি 
d) বৃদ্ধি 
উত্তর :- শ্বসন 

10. শ্বাসমূল কার দেখা যায় ❓
a) ধান 
b) গম 
c) গরান 
d) সুন্দরী
উত্তর :- সুন্দরী

11. টিকটিকির প্রধান শ্বাস অঙ্গ কি ❓
a) ফুসফুস 
b) ত্বক 
c) বহিফুলকা
d) নেফ্রিডিয়া 
উত্তর :- ফুসফুস 

12. কোন মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখতে পাওয়া যায় ❓
a) কই মাছ 
b) তিমি 
c) চিংড়ি 
d) কাতলা 
উত্তর :- কই মাছ 

13. কুমিরের শ্বাস অঙ্গ হল -
a) ফুলকা 
b) ত্বক 
c) ফুসফুস 
d) ট্রাকিয়া 
উত্তর :- ফুসফুস 

14. প্রোটিনের গঠনগত একক কী ❓
a) অ্যামাইনো অ্যাসিড 
b) গ্লুকোজ 
c) ফ্যাটি অ্যাসিড 
d) গ্লিসারল
উত্তর :- অ্যামাইনো অ্যাসিড 

15. মাছের গমনের সময় কোনটি হালের কাজ করে ❓
a) পুচ্ছ পাখনা 
b) বক্ষ পাখনা 
c) শ্রোনি পাখনা 
d) কোনটাই নয় 
উত্তর :- পুচ্ছ পাখনা 

16. উদ্ভিদ দেহের পরিবহনের মাধ্যম কি ❓
a) হরমোন
b) জল
c) ভিটামিন
d) কোনটাই নয় 
উত্তর :- জল 

17. আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থটির নাম কি ❓
a) অগ্নাশয় 
b) লালা গ্রন্থি 
c) যকৃত
d) কোনটাই নয় 
উত্তর :- যকৃত

18. একটি মাইক্রোএলিমেন্ট এর উদাহরণ দাও ❓
a) জিঙ্ক 
b) সালফার
c) ফসফরাস 
d) পটাশিয়াম
উত্তর :- জিঙ্ক 

19. মুলজ চাপ তত্ত্বের  প্রবক্তা কোন বিজ্ঞানী ❓
a) লেভিস 
b) কর্টিস 
c) ডিক্সন 
d) স্টিফেন হেলস 
উত্তর :- স্টিফেন হেলস 

20. আপরি হার্স অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটি ❓
a) 8
b) 7
c) 6
d) 5
উত্তর :- 8

21. লালা রসে উপস্থিত জল অঙ্গার বিভাজক উৎসেচক কোনটি ❓
a) টায়ালিন 
b) পেপসিন 
c) মলটেজ 
d) ট্রিপসিন 
উত্তর :- টায়ালিন 

22. পাইন গাছ থেকে কোন গুরুত্বপূর্ণ রেচন পদার্থ পাওয়া যায়❓
a) অ্যাট্রোপিন 
b) রজন 
c) গদ 
d) তরক্ষির 
উত্তর :- রজন 

23. মানবদেহে দীর্ঘতম হাড় কোনটি ❓
a) হিউমেরাস 
b) ফিবুলা 
c) ফিমর 
d) রেডিয়াস 
উত্তর :- ফিমর 

24. আরশোলার পায়ের সংখ্যা কয়টি ❓
a) দু-জোড়া 
b) তিন -জোড়া 
c) চার- জোড়া 
d) পাঁচ জোড়া 
উত্তর :- তিন -জোড়া 

25. উদ্ভিদের নাইট্রোজেন বিহীন বর্জ্য পদার্থ কোনটি  ❓
a) নিকোটিন 
b)  রজন 
c) অ্যাট্রোপিন  
d)  কুইনাইন 
উত্তর :- রজন 

26. সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ ❓
a) চিংড়ি
b) কেঁচো  
c)জোক 
d) শামুক
উত্তর :- চিংড়ি

27. ব্যথা বেদনা উপশমে কোন উপক্ষার প্রয়োজন❓
a) রেসারপিন 
b) নিকোটিন 
c) কুইনাইন 
d) ক্যাফিন 
উত্তর :- ক্যাফিন 

28. মাশরুমের ফ্রুট বডি কোনটি ❓
a) ছত্রাক
b) একবীজপত্রী 
c) শৈবাল 
d) দ্বিবীজপত্রী 
উত্তর :- ছত্রাক

29. মানুষের দেহের ভারসাম্য কে রক্ষা করে ❓
a) গুরু মস্তিষ্ক
b) থ্যালামাস 
c) হাইপোথ্যালামাস 
d) লঘু মস্তিষ্ক 
উত্তর :- লঘু মস্তিষ্ক 

30. স্নায়ুতন্ত্রে কি দ্বারা উদ্দীপনা গৃহীত হয় ❓
a) কারক 
b) বাহক 
c) গ্রাহক 
d) পোষক 
উত্তর :- গ্রাহক


Saturday, March 4, 2023

March 04, 2023

Life Science MCQ Question & Answer Part - 02 For All Competitive Exam

Life Science MCQ Question & Answer Part - 02 For All Competitive Exam
Life Science MCQ Question & Answer Part - 02 
Hello, বন্ধুরা
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি জীবন বিজ্ঞান বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
                      জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব - দুই 

1. কানের ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ ❓
a) সিস্টোলিথ 
b) কর্ণপটহ 
c) মেলিয়াস 
d) অলেটালিথ 
উত্তর :- অলেটালিথ 

2. বংশগতিবিদ্যার জনক কে ❓
a) ডারউইন 
b) ল্যামার্ক 
c) মেন্ডেল 
d) ওপারিন 
উত্তর :- মেন্ডেল 

3. প্রশ্বাস বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে ❓
a) 20.94%
b) 16.4%
c) 14.2%
d) 8.2%
উত্তর :- 20.94%

4. অরনিথিন চক্র কোথায় সংঘটিত হয় ❓
a) বৃক্কে
b) যকৃতে 
c) পেশীতে 
d) ক্ষুদ্রান্তে 
উত্তর :- যকৃতে 

5. বাস্তুতন্ত্রে বিয়োজক হল -
a) প্রথম শ্রেণীর খাদক 
b) ব্যাকটেরিয়া 
c) মানুষ
d) উদ্ভিদ 
উত্তর :- ব্যাকটেরিয়া 

6. পিটুইটারি হল -
a) অন্তঃক্ষরা গ্রন্থি 
b) বহিঃক্ষরা গ্রন্থি 
c) মিশ্রগ্রন্থি 
d) কোনটাই নয় 
উত্তর :- অন্তঃক্ষরা গ্রন্থি 

7. কোন প্রাণীর রক্তে লোহিত রক্ত কণিকা নেই ❓
a) মানুষ
b) ব্যাং 
c) কেঁচো
d) মাছ
উত্তর :- কেঁচো

8. "PAN"  হল একটি -
a) জল দূষক 
b) বায়ু দূষক 
c) শব্দ দূষণ 
d) মাটি দূষণ 
উত্তর :- বায়ু দূষক 

9.  ফাইলোড হলো পরিবর্তিত -
a) পাতা
b) মূল 
c) কান্ড 
d) বীজ 
উত্তর :- পাতা 

10. বাণিজ্যিক 'কক' নিম্নলিখিত কোন গাছ থেকে পাওয়া যায় ❓
a) রাবার 
b) ওক 
c) সেগুন
d) আকন্দ 
উত্তর :- ওক

11. ব্যাঙের মুখ্য রেচন পদার্থ হল -
a) ইউরিয়া 
b) ইউরিক অ্যাসিড 
c) অ্যামোনিয়া 
d) অ্যামাইনো এসিড 
উত্তর :- ইউরিয়া 

12. ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোম সংখ্যা ❓
a) 1টি 
b) 1জোড়া 
c) 2 জোড়া 
d) 23 জোড়া 
উত্তর :- 1টি 

13. ফুসফুসের বায়ু কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়❓
a) স্পাইরোমিটার 
b)স্পেকট্রোমিটার 
c) পাইরোমিটার 
d) কোনটাই নয় 
উত্তর :- স্পাইরোমিটার 

14.  যে দেশের লোকেদের সিদ্ধ চাল প্রধান খাদ্য, তারা কোন রোগে ভোগেন ❓
a) পেলেগ্রা 
b) স্কার্ভি 
c) বেরি বেরি 
d) অস্টিও ম্যালেসিয়া 
উত্তর :- বেরি বেরি 

15. ভিটামিন 'সি' হল -
a) অ্যাসিটিক অ্যাসিড 
b) ল্যাকটিক অ্যাসিড 
c) অ্যাসকরবিক অ্যাসিড 
d) সাইট্রিক এসিড 
উত্তর :- অ্যাসকরবিক অ্যাসিড 

16. ছত্রাকের কোষ প্রাচীরের উপাদানের নাম কি ❓
a) সেলুলোজ 
b) কাইনিন 
c) পেপটাইডোগ্লাইক্যান 
d) হেমিসেলুলোজ 
উত্তর :- কাইনিন 

17. প্রতি মিনিটে মানুষের শ্বাসহার হল -
a) 6-8 বার 
b) 10-14 বার 
c) 14-18 বার 
d) 70-72 বার 
উত্তর :- 14-18 বার 

18. পত্রকান্ড কিসের রূপান্তর ❓
a) মূল 
b) মৃতগত কান্ড 
c) কান্ড 
d) পাতা 
উত্তর :- কান্ড 

19. কুমড়ো গাছের নালিকা বান্ডিল নিম্নলিখিত কোন প্রকৃতির ❓
a) সমপার্শ্বীয় মুক্ত 
b) সমপার্শ্বীয় বদ্ধ 
c) সমদ্বিপার্শ্বীয় মুক্ত 
d) সমপার্শ্বীয় 
উত্তর :- সমদ্বিপার্শ্বীয় মুক্ত 

20. পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদপিন্ডের ওজন প্রায় -
a) 250 gm 
b) 300 gm 
c) 500 gm 
d) 150 gm 
উত্তর :- 500 gm 

21. কেঁচোর আয়ুষ্কাল ❓
a) 1-3 বছর
b) 3.5-10.5 বছর
c) 2-8 বছর
d) 6-8 বছর
উত্তর :- 3.5-10.5 বছর

22. আরশোলার দৃষ্টি হল -
a) এক নেত্র দৃষ্টি 
b) পুঞ্জাক্ষি 
c) আল্ট্রাসনিক 
d) দ্বিনেত্র দৃষ্টি 
উত্তর :- পুঞ্জাক্ষি 

23. বর্ণালীর কোন রঙে সালোকসংশ্লেষ সবচেয়ে ভালো হয় ❓
a) লাল ও নীল 
b) লাল ও হলুদ
c) নীল ও বেগুনি 
d) হলুদ ও নীল 
উত্তর :- লাল ও নীল 

24. কোন চামড়ার নীচে পুরু 'ব্লাবারের' স্তর থাকে ❓
a) কচ্ছপের 
b) তিমির 
c) সাপের
d) ব্যাঙের 
উত্তর :- তিমির

25. রক্ষী কোষের কাজ কি ❓
a) সালোকসংশ্লেষ নিয়ন্ত্রণ 
b) পত্র মোচনে সাহায্য করা
c) রসের উৎস্রোতে সাহায্য করা 
d) বাষ্পমোচন নিয়ন্ত্রণ 
উত্তর :- সালোকসংশ্লেষ নিয়ন্ত্রণ 

26. 'ইকোলজি' শব্দটি কে প্রবর্তন করেন ❓
a) ট্যান্সলে
b) ওডাম 
c) হেকেল 
d) করম্যান্ডি 
উত্তর :- হেকেল 

27. টিকাকরণ পদ্ধতিটি প্রথম কে আবিষ্কার করেন ❓
a) রোনাল্ড রস 
b) লুই পাস্তর 
c) এডওয়ার্ড জেনার 
d) আলেকজান্ডার ফ্লেমিং 
উত্তর :- এডওয়ার্ড জেনার 

28. মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশী কোথায় আছে ❓
a) ঘাড় 
b) চোয়াল 
c)হাত 
d) উরু 
উত্তর :- ঘাড় 

29. জরায়ুজ অঙ্কুরোদগম  কোন উদ্ভিদে দেখা যায় ❓
a) মটর গাছে
b) গরান গাছে 
c) ফণীমনসা গাছে 
d) সুন্দরী গাছে 
উত্তর :- গরান গাছে 

30. বেঁচে থাকার জন্য জীবের কি প্রয়োজন হয় ❓
a) শক্তি 
b) অক্সিজেন
c) ভিটামিন
d) এদের কোনটাই নয় 
উত্তর :- শক্তি

Monday, February 20, 2023

February 20, 2023

Life Science MCQ Question & Answer Part - 01 For All Competitive Exam

 Life Science MCQ Question & Answer Part - 01 For All Competitive Exam
Life Science MCQ Question & Answer Part - 01 For All Competitive Exam
Hello, বন্ধুরা
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি জীবন বিজ্ঞান বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
                      জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব - এক 

1. সব থেকে ক্ষুদ্রতম কোষের আকার কত❓
a) 0.1 মাইক্রোন
b) 1 মাইক্রোন
c) 0.9 মাইক্রোন
d) 0.2-0.5 মাইক্রোন 
উত্তর :- 0.1 মাইক্রোন

2. ক্লোরোফিলের বর্তমান ধাতব মৌলটি কি❓
a) Ca
b) K
c) Mg
d) Na
উত্তর :- Mg

3. সালোকসংশ্লেষ করতে পারে এমন একটি প্রাণীর নাম কি❓
a) অ্যামিবা
b) ইউগ্লিনা
c) হাইড্রা
d) ফিতাকৃমি
উত্তর :- ইউগ্লিনা

4. ক্লোরোফিল বিহীন একটি উদ্ভিদের নাম লেখ❓
a) ধান
b) স্বর্ণলতা
c) আম
d) স্পাইরোগাইরা
উত্তর :- স্বর্ণলতা

5. সাধারণত কত ডিগ্রি উষ্ণতায় সালোকসংশ্লেষ সম্পন্ন হয়❓
a) 30° c
b) 40° c
c) 35° c
d) 45° c
উত্তর :- 35° c

6. ফটোলাইসিস প্রক্রিয়াটি প্রথম কে পর্যবেক্ষণ করেন❓
a) মার্শাল
b) শেরিংটন 
c) রবিন হিল
d) কেউই নন 
উত্তর :- রবিন হিল

7. সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় CO2 গৃহীত হয় -
a) আলোক দশায়
b) অন্ধকার দশায় 
c) উভয় দশায় 
d) কোনোটিই নয়
উত্তর :- অন্ধকার দশায় 

8. কোনটি কোষের অঙ্গানু নয়❓
a) মাইট্রোকনড্রিয়া
b) লাইসোজোম
c) ক্লোরোফিল
d) সেন্ট্রোজোম
উত্তর :- ক্লোরোফিল

9. অঙ্গার আত্তীকরণের উৎস কি❓
a) ক্লোরোফিল
b) সূর্য
c) ATP
d) ADP
উত্তর :- ATP

10. রাত্রিবেলা উদ্ভিদে শেত্বসার কোথা থেকে প্রস্তুত হয়❓
a) গ্লুকোজ থেকে
b) প্রোটিন থেকে
c) স্টাচ থেকে
d) কোনোটিই নয়
উত্তর :- গ্লুকোজ থেকে

11. সালোকসংশ্লেষের জন্য উদ্ভিদের শুষ্ক ওজন -
a) বৃদ্ধি পায়
b) হ্রাস পায় 
c) অপরিবর্তিত থাকে
d) কখনো বৃদ্ধি পায় আবার কখনো হ্রাস পায়
উত্তর :- বৃদ্ধি পায়

12. পরিণত কোষের শ্বসনহার কেমন❓
a) কম 
b) বেশি
c) মাঝারি
d) স্বাভাবিক
উত্তর :- কম

13. এনার্জি কারেন্সি কাকে বলে❓
a) ADP
b) AMP
c) ATP
d) কোনোটিই নয়
উত্তর :- ATP

14. সজীব কোষের প্রধান শ্বসন বস্তু কি❓
a) গ্লুকোজ
b) সুক্রোজ
c) মলটোজ
d) কোনটিই নয়
উত্তর :- গ্লুকোজ

15. অতিরিক্ত শ্বাসযন্ত্র কোথায় দেখা যায়❓
a) কাতলা
b) রুই
c) শিঙি 
d) মৃগেল
উত্তর :- শিঙি

16. গ্লাইকোলাইসিস সংঘটিত হয় কোষের -
a) সাইটোপ্লাজমে
b) মাইটোকনড্রিয়ায়
c) ক্লোরোপ্লাসটিডে 
d) কোনোটিই নয়
উত্তর :- সাইটোপ্লাজমে

17. পতঙ্গের শ্বাস অঙ্গের নাম কি❓
a) ফুলকা
b) ফুসফুস
c) শ্বাসনালী
d) দেহতত্ত্ব
উত্তর :- শ্বাসনালী

18. পায়রার বায়ুথলির সংখ্যা কটি❓
a) ২ টি 
b) ৯ টি
c) ৫ টি 
d) ৪ টি 
উত্তর :- ৯ টি

19. শীতঘুম কার মধ্যে দেখা যায়❓
a) কচ্ছপে
b) চিংড়িতে
c) কুমিরে
d) ব্যাঙে
উত্তর :- ব্যাঙে

20. অক্সিজেনের অনুপস্থিতিতে যে স্বসন হয় তাকে কি বলে❓
a) অবাত শ্বসন
b) বাষ্পমোচন
c) সবাত শ্বসন
d) কোনোটিই নয়
উত্তর :- অবাত শ্বসন


×close ad