Breaking



Sunday, March 19, 2023

Life Science MCQ Question & Answer Part - 03 For All Competitive Exam

Life Science MCQ Question & Answer Part - 03 For All Competitive Exam
Life Science MCQ Question & Answer Part - 03 For All Competitive Exam
Hello, বন্ধুরা
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি জীবন বিজ্ঞান বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
                      জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব - তিন 


1. সালোকসংশ্লেষের জন্য উদ্ভিদের কোন অঙ্গটি আদর্শ স্থান হিসেবে বিবেচিত হয় ❓
a) মূলরোম 
b) পাতা
c) কান্ড 
d) মূল 
উত্তর :- পাতা

2. কোষের গড় আকার কত ❓
a) প্রায় 3-30 মাইক্রন 
b) প্রায় 2-30 মাইক্রন 
c) প্রায় 4-30 মাইক্রন 
d) প্রায় 1-15 মাইক্রন 
উত্তর :- প্রায় 3-30 মাইক্রন 

3. কোন বিভাজন জনন কোষে হয় ❓
a) মিয়োসিস 
b) মাইটোসিস
c) উভয়ই 
d) কোনটাই নয় 
উত্তর :- মিয়োসিস 

4. সালোকসংশ্লেষের আলোক দশা কোথায় সংঘটিত হয়❓
a) ক্লোরোপ্লাস্টের গ্রানায় 
b) ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়
c) মাইটোকনড্রিয়ায় 
d) কোনটাই নয়
উত্তর :- ক্লোরোপ্লাস্টের গ্রানায় 

5. কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর হিসেবে চিহ্নিত করেন ❓
a) সিকেভিৎস 
b) ল্যাভয়সিয়ার 
c) ব্ল্যাকম্যান 
d) কোনটাই নয় 
উত্তর :- সিকেভিৎস 

6. সবাত শ্বসনের প্রথম পর্যায়টির নাম হলো -
a) প্রান্তীয় শাসন 
b) গ্লাইকোলাইসিস 
c) কেশব চক্র 
d) কোনটাই নয় 
উত্তর :- গ্লাইকোলাইসিস 

7. দেহ পারিপোষক খাদ্যের একটি উদাহরণ দাও ❓
a) খনিজ লবণ 
b) জল
c) ভিটামিন
d) প্রোটিন 
উত্তর :- প্রোটিন

8. মানুষের কি ধরনের পরিপাক দেখতে পাওয়া যায় ❓
a) অন্তঃকোষীয় 
b) বহিঃকোষীয় 
c) উভয়ই 
d) কোনটাই নয়
উত্তর :- বহিঃকোষীয় 

9. অপচিতি মূলক বিপাক প্রক্রিয়ার উদাহরণ কি ❓
a) সালোকসংশ্লেষ 
b) শ্বসন 
c) পুষ্টি 
d) বৃদ্ধি 
উত্তর :- শ্বসন 

10. শ্বাসমূল কার দেখা যায় ❓
a) ধান 
b) গম 
c) গরান 
d) সুন্দরী
উত্তর :- সুন্দরী

11. টিকটিকির প্রধান শ্বাস অঙ্গ কি ❓
a) ফুসফুস 
b) ত্বক 
c) বহিফুলকা
d) নেফ্রিডিয়া 
উত্তর :- ফুসফুস 

12. কোন মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখতে পাওয়া যায় ❓
a) কই মাছ 
b) তিমি 
c) চিংড়ি 
d) কাতলা 
উত্তর :- কই মাছ 

13. কুমিরের শ্বাস অঙ্গ হল -
a) ফুলকা 
b) ত্বক 
c) ফুসফুস 
d) ট্রাকিয়া 
উত্তর :- ফুসফুস 

14. প্রোটিনের গঠনগত একক কী ❓
a) অ্যামাইনো অ্যাসিড 
b) গ্লুকোজ 
c) ফ্যাটি অ্যাসিড 
d) গ্লিসারল
উত্তর :- অ্যামাইনো অ্যাসিড 

15. মাছের গমনের সময় কোনটি হালের কাজ করে ❓
a) পুচ্ছ পাখনা 
b) বক্ষ পাখনা 
c) শ্রোনি পাখনা 
d) কোনটাই নয় 
উত্তর :- পুচ্ছ পাখনা 

16. উদ্ভিদ দেহের পরিবহনের মাধ্যম কি ❓
a) হরমোন
b) জল
c) ভিটামিন
d) কোনটাই নয় 
উত্তর :- জল 

17. আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থটির নাম কি ❓
a) অগ্নাশয় 
b) লালা গ্রন্থি 
c) যকৃত
d) কোনটাই নয় 
উত্তর :- যকৃত

18. একটি মাইক্রোএলিমেন্ট এর উদাহরণ দাও ❓
a) জিঙ্ক 
b) সালফার
c) ফসফরাস 
d) পটাশিয়াম
উত্তর :- জিঙ্ক 

19. মুলজ চাপ তত্ত্বের  প্রবক্তা কোন বিজ্ঞানী ❓
a) লেভিস 
b) কর্টিস 
c) ডিক্সন 
d) স্টিফেন হেলস 
উত্তর :- স্টিফেন হেলস 

20. আপরি হার্স অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটি ❓
a) 8
b) 7
c) 6
d) 5
উত্তর :- 8

21. লালা রসে উপস্থিত জল অঙ্গার বিভাজক উৎসেচক কোনটি ❓
a) টায়ালিন 
b) পেপসিন 
c) মলটেজ 
d) ট্রিপসিন 
উত্তর :- টায়ালিন 

22. পাইন গাছ থেকে কোন গুরুত্বপূর্ণ রেচন পদার্থ পাওয়া যায়❓
a) অ্যাট্রোপিন 
b) রজন 
c) গদ 
d) তরক্ষির 
উত্তর :- রজন 

23. মানবদেহে দীর্ঘতম হাড় কোনটি ❓
a) হিউমেরাস 
b) ফিবুলা 
c) ফিমর 
d) রেডিয়াস 
উত্তর :- ফিমর 

24. আরশোলার পায়ের সংখ্যা কয়টি ❓
a) দু-জোড়া 
b) তিন -জোড়া 
c) চার- জোড়া 
d) পাঁচ জোড়া 
উত্তর :- তিন -জোড়া 

25. উদ্ভিদের নাইট্রোজেন বিহীন বর্জ্য পদার্থ কোনটি  ❓
a) নিকোটিন 
b)  রজন 
c) অ্যাট্রোপিন  
d)  কুইনাইন 
উত্তর :- রজন 

26. সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ ❓
a) চিংড়ি
b) কেঁচো  
c)জোক 
d) শামুক
উত্তর :- চিংড়ি

27. ব্যথা বেদনা উপশমে কোন উপক্ষার প্রয়োজন❓
a) রেসারপিন 
b) নিকোটিন 
c) কুইনাইন 
d) ক্যাফিন 
উত্তর :- ক্যাফিন 

28. মাশরুমের ফ্রুট বডি কোনটি ❓
a) ছত্রাক
b) একবীজপত্রী 
c) শৈবাল 
d) দ্বিবীজপত্রী 
উত্তর :- ছত্রাক

29. মানুষের দেহের ভারসাম্য কে রক্ষা করে ❓
a) গুরু মস্তিষ্ক
b) থ্যালামাস 
c) হাইপোথ্যালামাস 
d) লঘু মস্তিষ্ক 
উত্তর :- লঘু মস্তিষ্ক 

30. স্নায়ুতন্ত্রে কি দ্বারা উদ্দীপনা গৃহীত হয় ❓
a) কারক 
b) বাহক 
c) গ্রাহক 
d) পোষক 
উত্তর :- গ্রাহক


No comments:

Post a Comment

×close ad