Breaking



Friday, March 17, 2023

General Knowledge MCQ Question & Answer Part - 07 For All Competitive Exam 2023

General Knowledge MCQ Question & Answer Part - 07 For All Competitive Exam 2023
General Knowledge MCQ Question & Answer Part - 07 For All Competitive Exam 2023

Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ ত্রিশটি  এম. সি. কিউ  প্রশ্ন-উত্তর।যে গুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচের প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখে নিন।
               জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - সাত 



1. নিম্নের কোনটি হ্যালোজেন মৌল নয় ❓
a) ফ্লুরিন 
b) ক্লোরিন 
c) বেরিয়াম 
d) ব্রমিন 
উত্তর :- বেরিয়াম 

2. নিচের কোনটি একক বিহীন ভৌত রাশি ❓
a) লীন তাপ 
b) আপেক্ষিক গুরুত্ব
c) ঘনত্ব
d) কোনটাই নয় 
উত্তর :- আপেক্ষিক গুরুত্ব 

3. কম্পিউটারে ভাইরাস কে কি বলে ❓
a) বাগ 
b) রাম
c) উইন্ডোজ 
d) কোনটাই নয় 
উত্তর :- বাগ

4. শ্রীনগরের বিখ্যাত শালিমার বাগ কে তৈরি করেছিলেন ❓
a) আকবর 
b) জাহাঙ্গীর
c) বাবর
d) হুমায়ুন 
উত্তর :- জাহাঙ্গীর 

5. ব্রঙ্কাইটিস এ কোন অঙ্গ আক্রান্ত হয় ❓
a) বুক 
b) যকৃত 
c) প্লীহা 
d) শ্বাসতন্ত্র 
উত্তর :- শ্বাসতন্ত্র 

6. ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত ❓
a) সেকেন্দ্রাবাদ
b) ঐরঙ্গাবাদ 
c) কোনারক 
d) জয়পুর 
উত্তর :- কোনারক 

7. সি ভি রমন এর নাম কিসের সঙ্গে যুক্ত ❓
a) গণিতশাস্ত্র 
b) রসায়নবিদ্যা 
c) পদার্থবিদ্যা 
d) জীববিদ্যা 
উত্তর :- পদার্থবিদ্যা

8. কোন বাঙালি মহিলা স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ হন ❓
a) প্রীতিলতা ওয়াদ্দেদার 
b) সুচেতা কৃপালিনী 
c) সরোজিনী নাইডু 
d) কোনটাই নয় 
উত্তর :- প্রীতিলতা ওয়াদ্দেদার 

9. স্কার্ভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে ❓
a)  B 
b) D 
c) C 
d) A 
উত্তর :-

10. ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে ❓
a) 6%
b) 7.55%
c) 9.29%
d) 8.26%
উত্তর :- 7.55%

11. ফ্রান্সের জাতীয় প্রতীক কি ❓
a) লিলি 
b) ঈগল
c) মশাল 
d) রোজ 
উত্তর :- লিলি

12. কোন ধারায় ভোটদানের অধিকারের কথা বর্ণিত আছে ❓
a) 326
b) 336
c) 324
d) 349
উত্তর :- 326

13. রানী ভিক্টোরিয়া কত সালে ভারত সমাঙ্গি উপাধি গ্রহণ করেছিলেন ❓
a) 1881
b) 1870
c) 1876
d) 1806
উত্তর :- 1876

14. তুজুক ই বাবরি গ্রন্থটি রচয়িতা কে ❓
a) বৈরাম খা 
b) আকবর
c) বাবর
d) শাহজাহান 
উত্তর :- বাবর

15. কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে❓
a) বিজ্ঞান
b) সামাজিকতা
c) চিকিৎসা বিজ্ঞান 
d) সাহিত্য 
উত্তর :- বিজ্ঞান

16. লোথিয়ান আইল্যান্ড অভয়ারণ্য কোথায় অবস্থিত ❓
a) দক্ষিণ ২৪ পরগনা 
b) উত্তর 24 পরগনা 
c) বীরভূম 
d) কোনটাই নয় 
উত্তর :- দক্ষিণ ২৪ পরগনা 

17. পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটি ❓
a) শিউলি
b) পদ্ম 
c) পলাশ 
d) গাঁদা 
উত্তর :- শিউলি

18. দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ❓
a) ক্রিকেট 
b) হকি 
c) দাবা 
d) কোনটাই নয় 
উত্তর :- ক্রিকেট 

19. কোন রাজ্য কিষান কল্যাণ মিশন চালু করেছে ❓
a) উত্তর প্রদেশ 
b) পাঞ্জাব 
c) হরিয়ানা 
d) গুজরাট 
উত্তর :- উত্তর প্রদেশ 

20. ভারতের প্রথম ডিজিটাল রাজ্য কোনটি❓
a) কেরালা
b) গুজরাট 
c) মহারাষ্ট্র 
d) কোনটাই নয় 
উত্তর :- কেরালা

21. ভারতীয় সংবিধানের স্বীকৃত ভাষা কয়টি ❓
a) 18
b) 22
c) 20
d) 25
উত্তর :- 22

22. বিশ্ব তথ্য সুরক্ষা দিবস কবে পালন করা হয় ❓
a) 26 জানুয়ারি 
b) 29 জানুয়ারি 
c) 28 জানুয়ারি 
d) 27 জানুয়ারি 
উত্তর :- 28 জানুয়ারি 

23. নিম্নের কোনটির সাথে শ্বেত বিপ্লব ঘটে ❓
a) গম 
b) দুধ 
c) মাছ
d) ডাল 
উত্তর :- দুধ 

24. ঘুম থেকে ভয় পাও কে কি বলা হয় ❓
a) অসমফোবিয়া 
b) হিপনোফোবিয়া 
c) যেনোফোবিয়া 
d) কোনটাই নয় 
উত্তর :- হিপনোফোবিয়া 

25. শেরশাহের সাম্রাজ্য কয়টি সরকারে বিভক্ত ছিল ❓
a) 47
b) 55
c) 35
d) 27
উত্তর :- 47

26. পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের ❓
a) ভারত
b) কানাডা
c) রাশিয়া 
d) দক্ষিণ আফ্রিকা 
উত্তর :- ভারত

27. বিশ্ব রক্তদান দিবস কবে পালন করা হয়❓
a) 14 জুন 
b) 14 নভেম্বর
c) 14 এপ্রিল 
d) 14 মে 
উত্তর :- 14 জুন 

28. বাতাসের আদ্রতা নিম্নের কোনটির উপর নির্ভর করে ❓
a) তাপমাত্রা
b) আবহাওয়া
c) অবস্থান
d) সবগুলো
উত্তর :- সবগুলো

29. পৃথিবীর সবচেয়ে বড় সাধু জলের হ্রদ কোনটি ❓
a) সম্বর 
b) হুরন 
c) বৈকাল 
d) সুপিরিয়র 
উত্তর :- সুপিরিয়র 

30. ভারতের উদ্যান নগরী কাকে বলা হয় ❓
a) বেঙ্গালুরু 
b) চেন্নাই
c) আলিপুর
d) ইন্দোর 
উত্তর :- বেঙ্গালুরু



No comments:

Post a Comment

×close ad