Breaking



Monday, March 20, 2023

ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর পর্ব - ০১

ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর পর্ব - ০১
ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর পর্ব - ০১
Hello বন্ধুরা,
 আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ভারতের সংবিধান বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
               ভারতের সংবিধানের প্রশ্নোত্তর পর্ব - এক 



1. কলকাতা হাইকোর্টের মূল এলাকায় কোন প্রকার মামলা অন্তর্ভুক্ত নয় ❓
a) দেওয়ানি 
b) ফৌজদারি 
c) উভয় 
d) কোনটাই নয় 
উত্তর :- ফৌজদারি 

2. কে সাধারণ মানুষকে আইন সম্পর্কে সচেতন করে তোলে ❓
a) লোক আদালত 
b) পঞ্চায়েত 
c) জেলা প্রশাসন 
d) অ্যাডভোকেট জেনারেল 
উত্তর :- লোক আদালত 

3. সংসদের যুগ্ম অধিবেশনের সভাপতি কে করেন ❓
a) রাষ্ট্রপতি 
b) লোকসভার স্পিকার 
c) রাজ্যপাল 
d) প্রধানমন্ত্রী
উত্তর :- লোকসভার স্পিকার 

4. কোন রাজ্যে সর্বাধিক লোকসভা আসন রয়েছে ❓
a) পশ্চিমবঙ্গ
b) মহারাষ্ট্র 
c) উত্তর প্রদেশ 
d) হরিয়ানা 
উত্তর :- উত্তর প্রদেশ 

5. মিজোরাম লোকসভার আসন সংখ্যা কত ❓
a) ৬ টি 
b) ১ টি 
c) ৭ টি 
d) ২ টি 
উত্তর :-১ টি 

6. দিল্লির সংসদ ভবনটির কোন মাসে উদ্বোধন হয় ❓
a) মার্চ 
b) জানুয়ারি
c) ফেব্রুয়ারি
d) এপ্রিল 
উত্তর :- জানুয়ারি

7. কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধান 'পঞ্চবার্ষিকী পরিকল্পনার' বিষয়টি নেওয়া হয়েছে ❓
a) রাশিয়া
b) গ্রেট ব্রিটেন 
c) আয়ারল্যান্ড 
d) অস্ট্রেলিয়া
উত্তর :- রাশিয়া

8. কোন দেশের সংবিধান অনুসারে ভারতে মৌলিক অধিকারের ধারণাটি তৈরি হয়েছে ❓
a) আয়ারল্যান্ড 
b) আমেরিকা যুক্তরাষ্ট্র 
c) জার্মানি
d) কানাডা
উত্তর :- আমেরিকা যুক্তরাষ্ট্র 

9. ভারতের সংবিধান সংশোধনী বিল কোথায় উত্থাপন হতে পারে❓
a) রাজ সভায় 
b) রাজ্য আইন সভায় 
c) পার্লামেন্টের যেকোনো কক্ষ 
d) লোকসভায় 
উত্তর :- পার্লামেন্টের যেকোনো কক্ষ 

10. কে প্রথম রাজসভার সদস্য হয়েও প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন ❓
a) শ্রীমতি ইন্দিরা গান্ধী 
b) রাজীব গান্ধী 
c) আই.কে. গুজরাল 
d) কেউ নয় 
উত্তর :- শ্রীমতি ইন্দিরা গান্ধী 

11. ভারতের রাষ্ট্রীয় মোর্চা সরকারের প্রধানমন্ত্রী কে হন ❓
a) চরণ সিং 
b) বিশ্বনাথ প্রতাপ সিং 
c) মোরারজী দেশাই 
d) দেবগৌড়া 
উত্তর :- বিশ্বনাথ প্রতাপ সিং 

12. ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী কে ছিলেন ❓
a) জগজীবন রাম 
b) বল্লভ ভাই প্যাটেল
c) চরণ সিং 
d) কেউ নয়
উত্তর :- বল্লভ ভাই প্যাটেল 

13. নিচের কোন প্রধানকে রাষ্ট্রপতি তার পদে নিয়োগ করেন ❓
a) স্থল বাহিনী 
b) নৌবাহিনী 
c) বিমান বাহিনী 
d) সবাইকে নিয়োগ করেন 
উত্তর :- সবাইকে নিয়োগ করেন 

14. বর্তমানে কে স্পিকার পদে রয়েছেন ❓
a) নিলম সঞ্জীব রেড্ডি 
b) মীরা কুমার 
c) সুমিত্রা মহাজন 
d) শিবরাজ পাটিল 
উত্তর :- সুমিত্রা মহাজন 

15. জ্ঞানী জৈন সিংহ কততম রাষ্ট্রপতি ছিলেন ❓
a) দশম 
b) একাদশ 
c) দ্বাদশ 
d) কোনটাই নয় 
উত্তর :- দশম 

16. ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম মহিলা প্রার্থী হিসেবে কে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ❓
a) লক্ষ্মী সায়গল 
b) পদ্ম সায়গল 
c) লতিকা সায়গল 
d) কেউ নয় 
উত্তর :- লক্ষ্মী সায়গল 

17. ৩৫৬ নং ধারা সর্বপ্রথম কোথায় জারি হয়েছিল ❓
a) হরিয়ানা 
b) পাঞ্জাব
c) দিল্লি 
d) মুম্বাই
উত্তর :- পাঞ্জাব 

18. প্রবণ মুখোপাধ্যায় ভারতের কততম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ❓
a) দ্বাদশ
b) একাদশ 
c) ত্রয়োদশ 
d) চতুর্দশ
উত্তর :- ত্রয়োদশ 

19. সংবিধানে বর্তমানে কটি মৌলিক অধিকার স্বীকৃতি রয়েছে ❓
a) তিনটি 
b) চারটি 
c) পাঁচটি 
d) ছয়টি
উত্তর :- ছয়টি

20. কোন দেশের সংবিধানের অনুকরণে আমাদের দেশের সংবিধানে প্রস্তাবনা যুক্ত হয়েছে ❓
a) ইরান
b) অস্ট্রেলিয়া 
c) মার্কিন যুক্তরাষ্ট্র 
d) নাইজেরিয়া
উত্তর :- মার্কিন যুক্তরাষ্ট্র 

21. কে ভারতকে একটি 'আধা যুক্তরাষ্ট্রীয় দেশ' হিসেবে ঘোষণা করেছেন ❓
a) প্রশান্ত মহলানবীশ 
b) কে. সি. হোয়ার 
c) চার্চিল 
d) এটলি 
উত্তর :-  কে. সি. হোয়ার 

22. মূলত কটি কারণে ভারতীয় সংবিধানের শুরুতে একটি প্রস্তাবনা যুক্ত হয়েছে ❓
a) তিনটি 
b) একটি 
c) দুটি
d) চারটি 
উত্তর :- তিনটি

23. সাধারণ পদ্ধতির দ্বারা সংবিধানের কোন অংশের পরিবর্তনকে কি বলে ❓
a) সুপরিবর্তনীয় 
b) দুস্পরিবর্তনীয় 
c) উভয় 
d) কোনটাই নয় 
উত্তর :- সুপরিবর্তনীয় 

24. বর্তমানে ভারতীয় সংবিধানের কয়টি অংশ রয়েছে ❓
a) ২২ টি 
b) ২১ টি 
c) ২৩ টি 
d) ২৪ টি 
উত্তর :- ২২ টি 

25. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ❓
a) বি. এন.রাও 
b) রাধা কৃষ্ণান 
c) বি আর আম্বেদকর 
d) রাজেন্দ্র প্রসাদ 
উত্তর :- রাধা কৃষ্ণান 

26. ভারতীয় গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হিসেবে কে নির্বাচিত হন❓
a) সচ্চিদানন্দ সিংহ 
b) বি.আর. আম্বেদকর 
c) বি. এন. রাও 
d) ড. রাজেন্দ্র প্রসাদ 
উত্তর :- ড. রাজেন্দ্র প্রসাদ 

27. কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ❓
a) জওহরলাল নেহেরু 
b) গান্ধীজী 
c) বি. আর.আম্বেদকর 
d) রামোজি রাও 
উত্তর :- বি. আর.আম্বেদকর 

28. ভারতীয় গণপরিষদের চিহ্ন কি ❓
a) পদ্ম 
b) হাতি 
c) গন্ডার
d) বাঘ 
উত্তর :- হাতি 

29. সংবিধান প্রণয়নের সময় প্রস্তাবনায় কোন দুটি শব্দ যুক্ত ছিল না ❓
a) সার্বভৌম ও গণতান্ত্রিক 
b) সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ 
c) সামাজিক ও রাজনৈতিক 
d) সবকটি যুক্ত ছিল 
উত্তর :- সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ 

30. রাষ্ট্র প্রধানের বিল বাতিল করার ক্ষমতাকে কি বলে ❓
a)কোরাম 
b) অধ্যাদেশ 
c) ভেটোক্ষমতা 
d) কোনটাই নয় 
উত্তর :- ভেটোক্ষমতা



No comments:

Post a Comment

×close ad