Breaking



Thursday, February 23, 2023

General knowledge MCQ Question - Answer for All Competitive Exam 2023/ Part - 01

General knowledge MCQ Question - Answer for All Competitive Exam 2023/ Part - 01
General knowledge MCQ Question - Answer for All Competitive Exam 2023/ Part - 01

Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ ত্রিশটি  এম. সি. কিউ  প্রশ্ন-উত্তর।যে গুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচের প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখে নিন।
               জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - এক

1. দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকর অপর নাম কি❓️
a) পডসল 
b) ল্যাটেরাইট 
c) ভাঙ্গর 
d) রেগুর 
উত্তর :- রেগুর 

2. ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত ❓️
a) ৬৫৪ কিমি.
b) ৫৬৪ কিমি.
c) ৫৪৬ কিমি.
d) ৫৫৬ কিমি.
উত্তর :- ৫৬৪ কিমি.

3. গোন্ড উপজাতির বসবাস কোন রাজ্যে ❓️
a) পশ্চিমবঙ্গ
b) বিহার
c) ওড়িশা 
d) আসাম
উত্তর :- ওড়িশা 

4. ভারতের মূলধনের শহর কাকে বলা হয় ❓️
a) মুম্বাই
b) কলকাতা 
c) দিল্লি 
d) হায়দ্রাবাদ 
উত্তর :- মুম্বাই 

5. ভারতের গভীরতম বন্দর কোনটি ❓️
a) হলদিয়া
b) পারাদ্বীপ 
c) বিশাখাপত্তনম 
d) কলকাতা 
উত্তর :- বিশাখাপত্তনম 

6. একটি সার্বজনীন সম্পদের উদাহরণ কি ❓️
a) কয়লা
b) খনিজ তেল 
c) বায়ু প্রবাহ 
d) তামা 
উত্তর :- বায়ুপ্রবাহ 

7. খাদ্য শৃঙ্খলের প্রথমে কে অবস্থান করে ❓️
a) উৎপাদক 
b) প্রথম শ্রেণীর খাদক 
c) দ্বিতীয় শ্রেণীর খাদক 
d) বিয়োজক 
উত্তর :- উৎপাদক 

8. একটি লাভা গঠিত শিলার উদাহরণ দাও ❓️
a) বেলে পাথর 
b) চুনা পাথর 
c) গ্রাফাইট 
d) ব্যাসল্ট 
উত্তর :- ব্যাসল্ট 

9. 'নিউমুর' কি ❓️
a) পর্বত 
b) নদী 
c) নতুন জেগে উঠা দ্বীপ 
d) বন্দর
উত্তর :- নতুন জেগে ওঠা দ্বীপ 

10. WWF গঠিত হয় কত সালে❓️
a) 1970
b) 1960
c) 1961
d) 1971
উত্তর :- 1961

11. আমাজন নদী কোথায় পতিত হয়েছে ❓️
a) আটলান্টিক মহাসাগরে
b) গিনি উপসাগরে 
c) প্রশান্ত মহাসাগরে 
d) ভূমধ্যসাগরে 
উত্তর :- আটলান্টিক মহাসাগরে

12. সাম্রাজ্য শহর কাকে বলা হয় ❓️
a) কলকাতা 
b) নিউইয়র্ক 
c) বোস্টন 
d) লন্ডন 
উত্তর :- নিউইয়র্ক 

13. তিলপাড়া ব্যারেজ নির্মাণ করা হয়েছে -
a) ময়ূরাক্ষী নদীতে 
b) রূপনারায়ণ নদীতে 
c) দামোদর নদীতে 
d) কংসাবতী নদীতে 
উত্তর :- ময়ূরাক্ষী নদীতে 

14. ফিনল্যান্ডের রাজধানীর নাম কি ❓️
a) নিকোশিয়া 
b) হেলসিঙ্কি 
c) বুদাপেস্ট 
d) সোফিয়া
উত্তর :- হেলসিঙ্কি 

15. তুলা চাষের জন্য প্রয়োজন ২০০ টি -
a) তুহিনমুক্ত দিন 
b) তুহিন দিন 
c) শুষ্ক দিন 
d) কোনটাই নয় 
উত্তর :- তুহিনমুক্ত দিন 

16. জনসংখ্যার বিচারে ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি ❓️
a) সিকিম
b) হিমাচল প্রদেশ
c) মিজোরাম 
d) ত্রিপুরা 
উত্তর :- সিকিম 

17. টাইবার নদী কোন শহরের মধ্য দিয়ে প্রবাহিত ❓️
a) লন্ডন
b) রোম 
c) প্যারিস 
d) মস্কো 
উত্তর :- রোম 

18. ভারতের দাক্ষিণাত্যের লাভা গঠিত সমভূমি অঞ্চলে দেখা যায় -
a) তরাই মৃত্তিকা 
b) কৃষ্ণ মৃত্তিকা 
c) পলল মৃত্তিকা 
d) কোনটাই নয়
উত্তর :- কৃষ্ণ মৃত্তিকা 

19. ইউপিএসসির চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন ❓️
a) প্রধানমন্ত্রী 
b) রাষ্ট্রপতি 
c) লোকসভার স্পিকার 
d) প্রধান বিচারপতি 
উত্তর :- রাষ্ট্রপতি 

20. তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -
a) প্রেমেন্দ্র নাথ মিত্র 
b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 
c) অক্ষয় কুমার দত্ত 
d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
উত্তর :- অক্ষয় কুমার দত্ত 

21. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ❓️
a) মহাদেব 
b) মহাকাল
c) গুরু শিখর 
d) শৈল শিখর 
উত্তর :- গুরু শিখর 

22. দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত❓️
a) অজয়
b) ময়ূরাক্ষী 
c) দামোদর 
d) কংসাবতী
উত্তর :- দামোদর

23. সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত ❓️
a) বাঁকুড়া
b) পশ্চিম মেদিনীপুর 
c) পূর্ব মেদিনীপুর 
d) পুরুলিয়া
উত্তর :- পশ্চিম মেদিনীপুর 

24. নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমী ফসল ❓️
a) ধান 
b) গম 
c) বাজরা 
d) সরিষা
উত্তর :- ধান

25. এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি ❓️
a) সৌর বিদ্যুৎ 
b) তাপ বিদ্যুৎ 
c) পারমাণবিক বিদ্যুৎ 
d) পেট্রোলিয়াম 
উত্তর :- সৌর বিদ্যুৎ

26. ইউট্রফিকেশন হলো এক ধরনের -
a) বায়ু দূষণ
b) জল দূষণ
c) মাটি দূষণ
d) শব্দ দূষণ 
উত্তর :- জল দূষণ

27. ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল ❓️
a) সংস্কৃতি 
b) ভাষা
c) স্থান
d) দিক 
উত্তর :- ভাষা

28. আয়তনের দিক থেকে কোন দেশ প্রথম স্থানে অবস্থিত❓️
a) রাশিয়া
b) অস্ট্রেলিয়া 
c) ভারত
d) চীন
উত্তর :- রাশিয়া

29. শ্রীলংকার প্রধান শিল্পের নাম কি ❓️
a) পাট শিল্প 
b) চিনি শিল্প 
c) বিড়ি শিল্প 
d) চা শিল্প 
উত্তর :- চিনি শিল্প 

30. 1780 সালে কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন ❓️
a) লর্ড ক্লাইভ 
b) লর্ড কর্নওয়ালিস 
c) লর্ড ওয়ারেন হেস্টিংস 
d) নট ওয়ারেসলি 
উত্তর :- লর্ড ওয়ারেন হেস্টিংস

No comments:

Post a Comment

×close ad