History MCQ Question & Answer Part - 02 For All Competitive Exam
![]() |
History MCQ Question & Answer Part - 02 |
Hello বন্ধুরা,
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ইতিহাস বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
ইতিহাস প্রশ্নোত্তর পর্ব - দুই
1. দীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন ❓
a) ফিরোজ শাহ তুঘলক
b) মোহাম্মদ বিন তুঘল
c) কবীর
d) আকবর ডে
উত্তর :- আকবর
2. ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র ছিল -
a) কোচিন
b) কালিকট
c) বিজাপুর
d) গোয়া
উত্তর :- গোয়া
3. আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন ❓
a) সিন্ধু
b) ঝিলাম
c) রাভি
d) ইরাবতী
উত্তর :- ঝিলাম
4. ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজী কবে বাংলা আক্রমণ করেন ❓
a) 1194 খ্রিস্টাব্দে
b) 1199 খ্রিস্টাব্দে
c) 1202 খ্রিস্টাব্দে
d) 1206 খ্রিস্টাব্দে
উত্তর :- 1202 খ্রিস্টাব্দে
5. সিন্ধু সভ্যতার আবিষ্কার কে করেন ❓
a) স্যার লিওনার্ড উলি
b) ভি এস আগরওয়াল
c) রাখাল দাস ব্যানার্জি
d) এ এল বেসাম
উত্তর :- রাখালদাস ব্যানার্জি
6. ইকতা প্রথার প্রবর্তন কে করেন ❓
a) মোহাম্মদ ঘোরী
b) কুতুবউদ্দিন আইবক
c) ইলতুৎমিস
d) গিয়াসউদ্দিন বলবন
উত্তর :- ইলতুৎমিস
7. কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন ❓
a) ফারুকশিয়ার
b) বাহাদুর শাহ
c) মোঃ শাহ
d) শাহ আলম
উত্তর :- মোঃ শাহ
8. রাজতরঙ্গিনীর লেখক হলেন -
a) কালিদাস
b) কলহন
c) শূদ্রক
d) সন্ধ্যাকর নন্দী
উত্তর :- কলহন
9. সুলতানি যুগে প্রথম প্রকৃত রাজা কে ছিলেন ❓
a) কুতুবউদ্দিন
b) ইলতুৎমিস
c) আলাউদ্দিন
d) বলবন
উত্তর :- ইলতুৎমিস
10. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি হরপ্পার শিলালিপি ❓
a) প্রোটো দ্রাবিড়
b) চিত্রলিপি
c) সুমেরীয়
d) সংস্কৃতি
উত্তর :- চিত্রলিপি
11. হিন্দুস্তানের তোতাপাখি কাকে বলা হয় ❓
a) জিয়াউদ্দিন বরনী
b) উৎবি
c) আমির খসরু
d) অল বিরুনী
উত্তর :- আমির খসরু
12. তার শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে ❓
a) প্রিয়দর্শী
b) ধরম্মালোক
c) দৈব পুত্র
d) দেবনামপ্রিয় প্রিয়দর্শিন
উত্তর :- দেবনামপ্রিয় প্রিয়দর্শিন
13. বাংলার শাসক হিসেবে মুর্শিদকুলি খানের উত্তরসূরী কে ❓
a) সরফরাজ খান
b) সাত্তক জঙ্গ
c) আলীবর্দী খান
d) সুজাউদ্দিন
উত্তর :- সুজাউদ্দিন
14. মুসলিম লীগ কত সালে পাকিস্তান দাবীর প্রস্তাব গ্রহণ করে ❓
a) 1940
b) 1942
c) 1943
d) 1941
উত্তর :- 1940
15. শিবাজীর রাজ্যভিষেক হয়েছিল ❓
a) 1672 খ্রিস্টাব্দে
b) 1673 খ্রিস্টাব্দে
c) 1674 খ্রিস্টাব্দে
d) 1675 খ্রিস্টাব্দে
উত্তর :- 1674 খ্রিস্টাব্দে
16. মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে ❓
a) কুষাণ যুগে
b) শুঙ্গযোগে
c) সাতবাহন যুগে
d) শক যুগে
উত্তর :- কুষাণ যুগে
17. বক্সারের যুদ্ধের সময়ে 1764 বাংলার নবাব কে ছিলেন❓
a) মীর কাসিম
b) মীরজাফর
c) নিজামউদ্দৌলা
d) সুজাউদ্দৌলা
উত্তর :- মীরজাফর
18. নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকের কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দনের পতন স্পষ্ট ভাবে অঙ্কিত হয়েছে❓
a) মৃচ্ছকটিক
b) দেবী চন্দ্রগুপ্ত
c) মত্ত বিলাস
d) মুদ্রারাক্ষস
উত্তর :- মুদ্রারাক্ষস
19. নাসিক লিপিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে ❓
a) গৌতমিপুত্র সাতকর্ণী
b) হর্ষবর্ধন
c) ধর্মপাল
d) সমুদ্র গুপ্ত
উত্তর :- গৌতমিপুত্র সাতকর্ণী
20. সুভাষচন্দ্র বসু 1943 সালে কোথায় আজাদ হিন্দ ফৌজ গঠন করেন ❓
a) জাপান
b) সিঙ্গাপুর
c) বার্মা
d) জার্মানি
উত্তর :- সিঙ্গাপুর
21. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল ❓
a) 14 ই আগস্ট 1921
b) 13 ই এপ্রিল 1919
c) 30 শে জানুয়ারি 1918
d) 15 ই আগস্ট 1930
উত্তর :- 13 ই এপ্রিল 1919
22. ব্রিটিশ পার্লামেন্ট প্রবর্তিত নিম্নলিখিত কোন আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপকেরানীরশাসনের নিয়ন্ত্রণে আনে ❓
a) রেগুলেটিং অ্যাক্ট 1773
b) ফক্সের ভারত বিল 1783
c) ভারত সরকার আইন 1858
d) পিটের ভারত শাসন আইন 1784
উত্তর :- ভারত সরকার আইন 1858
23. ত্রিপুরী কংগ্রেসে নেতাজি কাকে পরাজিত করেন ❓
a) জওহরলাল নেহেরু
b) বিপিনচন্দ্র পাল
c) পটুভি সীতারামাইয়া
d) মৌলানা আবুল কালাম আজাদ
উত্তর :- পটুভি সীতারামাইয়া
24. কে স্বত্ববিলোপ নীতির প্রবর্তন করেন ❓
a) লর্ড ডালহৌসি
b) লর্ড কর্নওয়ালিস
c) লর্ড রিপন
d) লর্ড লিটন
উত্তর :- লর্ড ডালহৌসি
25. ব্রিটিশ পার্লামেন্টে কবে ভারতের স্বাধীনতা বিলটি পাস হয় ❓
a) 20 শে ফেব্রুয়ারি 1947
b) 24 শে মার্চ 1947
c) 5 ই জুলাই 1947
d) 14 ই আগস্ট 2947
উত্তর :- 5 ই জুলাই 1947
26. স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন -
a) মৌলানা আবুল কালাম আজাদ
b) জে বি কৃপালিনী
c) রাজেন্দ্র প্রসাদ
d) জহরলাল নেহেরু
উত্তর :- জে বি কৃপালিনী
27. কারা ভারত ছাড়ার আন্দোলনকে 1857 সালের পর থেকে সবচেয়ে মারাত্মক বিদ্রোহ হিসেবে বর্ণনা করেছেন ❓
a) উইনস্টন চার্চিল
b) লর্ড লিনলিথগো
c) ফ্রাঙ্কলিন রুসভেল্ট
d) কোনটাই নয়
উত্তর :- লর্ড লিনলিথগো
28. কাবুলিয়াত ও পট্টার চালু করেছিলেন ❓
a) আকবর
b) শেরশাহ
c) জাহাঙ্গীর
d) ঔরঙ্গজেব
উত্তর :- শেরশাহ
29. ভারতীয়দের জন্য সিল্ক রুট কে খুলে দিয়েছিল ❓
a) হর্ষবর্ধন
b)ফা -হিয়েন
c) কনিষ্ক
d) অশোক
উত্তর :- কনিষ্ক
30. দিল্লি সুলতানদের দ্বারা নিচের কোন ভাষার পৃষ্ঠপোষকতা ছিল ❓
a) আরবি
b) ফার্সি
c) তুরস্ক
d) উর্দু
উত্তর :- ফার্সি
No comments:
Post a Comment